নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

্আমি কিন্তু খুবই স্বার্থপর i mean পরের স্বার্থদেখে যে সেই তো স্বার্থপর ৷!

Arafat Shawon

কারো অবহেলিত ভালোবাসার চাইতে, জীবনে একা থাকা অনেক ভালো। একাকিত্ব জীবনে সিমাহীন, সুখের দেখা না পেলে ও .......... কষ্ট থেকে নিজেকে দুরে রাখা যায়।

Arafat Shawon › বিস্তারিত পোস্টঃ

ভুমিকম্পে করণীয়

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

খুব শীঘ্রই বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে যাচ্ছে-এরকম কথাবার্তা ফেসবুক, নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে।

কখন ভূমিকম্প আঘাত হানে, এটার নিশ্চয়তা নাই। কপালে মৃত্যু থাকলে বাঁচারও উপায় নাই। তবে যতক্ষণ হায়াত আছে, চেষ্টা করতে ক্ষতি নাই।

ছবিতে একটা ফ্ল্যাটের ছবি দিসি। ভাড়া বাসা অথবা এপার্টমেন্ট এ বেশিরভাগ ক্ষেত্রে ফরমেশনটা হয় এরকমঃ সিঁড়ির দুই/তিন/চার পাশে ফ্ল্যাট। ছবিতে সিঁড়ির দুইপাশে ফ্ল্যাট - এরকম বিল্ডিং এর এক পাশের ফ্ল্যাটের চিত্র আঁকসি। ফ্ল্যাটে প্রবেশের পথ "দরজা" লিখা। কালো রেখাগুলো দিয়ে বীম (বিল্ডিং এর প্রধান কাঠামো, দেওয়াল/ছাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ভূমিকম্পসহনশীল) বুঝানো হয়েছে।

বিল্ডিং এর বাইরের দিকের দেয়ালে জানালা থাকে। তাও চিহ্নিত করা আছে।

কথা হচ্ছে, ভূমিকম্পের সময় কোন রূমটা বেশি নিরাপদ?

প্রথমেই বলি, বিল্ডিং যদি ৩-৫ তলা হয়, তাইলে ভূমিকম্পে হেলে পড়ার সম্ভাবনা বেশি। আর যদি ১০ তলা বা আরো বেশি হয়, তাহলে একই সাথে হেলে ও মাটির নিচে গেঁথে যাওয়ার সম্ভাবনা থাকে।

তাই, বেশি উঁচু ভবনের আশেপাশে খালি স্থান থাকলে নিচের দিকে যাবেন, নয়তো উপরের দিকে। তবে ৩০ সেকেন্ডের মধ্যেই যা করার করতে হবে। ভূমিকম্পের সময় সিঁড়িই সবার আগে ধ্বসে যায়।

যাই হোক, হেলে পড়াটা যেহেতু প্রধান সমস্যা, তাই ফ্ল্যাটের মাঝামাঝি (উপরে বীম আছে, এমন) জায়গায় অবস্থান করা উচিত। যেদিকে হেলবে, তার বিপরীতে দ্রুত যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

তবে! সিঁড়ি ব্যতীত বাকি তিনদিকে যাওয়াটা বোকামি হবে কারণ হেলে পড়লে ঐ তিনদিকের যেকোন একদিকেই পড়বে। তাই সিঁড়ি সংলগ্ন রুম বেশি নিরাপদ।

রুমের মধ্যিখানে থাকাটা মারাত্মক ঝুঁকিপূর্ণ কারণ ছাঁদের মধ্যাংশ প্রথমে বীম থেকে ছুটে যাবে।

সিঁড়ি সংলগ্ন রুমে থাকবেন। সিঁড়ির দেয়াল ঘেঁষে থাকবেন। অনেকে জানালার কাছে থাকতে পরামর্শ দেয় কেননা উদ্ধার কাজে সুবিধা পাওয়া যায়। তবে, যদি এরকম হয় যে আপনি যে জানালার পাশে আছেন, সেদিকেই বিল্ডিং হেলে পড়সে, তাইলে কি হবে নিজেই ভেবে দেখেন।

তাই জানালা থেকে দূরে থাকাই শ্রেয়।

জাপানে ভূমিকম্পের একটা ভিডিও দেখলাম। রুমে একটা বুকশেলফ ছিল, দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ আরো কম কিন্তু উচ্চতা এত বেশি যেন ছাঁদ ছুঁইছুঁই! এরকম আসবাব (৫ ফুটের বেশি উঁচু ও ভারী) থেকে সাবধানে থাকবেন। বিল্ডিং ধ্বসে না পড়লেও এগুলা গায়ের উপর পড়লে মৃত্যু ২০-৪০% নিশ্চিত হয়ে যাবে।

সর্বোপরি, কোথায় আশ্রয় নেবেন তা পোস্ট পড়ে ছবি দেখে সিদ্ধান্ত নিন। ভূমিকম্পের সময় আশ্রয়স্থল খোঁজার সময় পাবেন না। হুরোহুরি না করে ফ্ল্যাটের মাঝামাঝি বীমের দেয়াল ধরে থাকুন/বীমের নিচে মাথায় হাত দিয়ে দাঁড়ান। যেদিকে হেলবে, তার বিপরীত দিকের জানালার কাছে চলে যান। গ্রীল আঁকড়ে ধরুন।

পুনশ্চঃ

১) অনেকেই ভবন থেকে নিচে নেমে যাওয়ার তালে থাকে। এটা ভয়াবহ সমস্যা। নিজের ফ্ল্যাটে আপনি ১টা বিল্ডিং এর চাপা খাবেন। নিচে নামলে মিনিমাম দুইটা বিল্ডিং এর।

২) যদি এমন হয় যে "জানালা" লিখা শব্দের সাইড এবং এর বিপরীত সাইড- উভয় সাইডে বিল্ডিং আছে, তাহলে উভয় পাশের জানালাই ক্ষতিকর হয়ে ওঠবে। সেক্ষেত্রে ফ্ল্যাটের মাঝামাঝি বীমের নিচই ভরসা।

৩) এটা পুরান কথা। মাথার সেইফটি আগে। হাতের কাছে শক্ত যা পাওয়া যায় তাই দিয়ে মাথা গার্ড দিতে হবে। আমার সাজেশন- ঐ মুহূর্তে মাথা কাজ করবে না যে কি দিয়ে মাথা গার্ড দিলে ভাল হবে, তাই আগেই সাইকেল/মোটরবাইকের হেলমেট কিনে রাখেন অথবা ডাইনিং টেবিলটা সিঁড়ি সংলগ্ন রুমের দেয়াল ঘেঁষে রাখেন। সময় হলে নিচে বসে পড়বেন/হেলমেট পরে ফেলবেন
কারটেসি :আসিফ ভাই

মন্তব্য ২৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

বিজন রয় বলেছেন: ভাল নিদের্শনা।
+++

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২

Arafat Shawon বলেছেন: ভালবাসা রইল

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: কাজের পোস্ট। ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

Arafat Shawon বলেছেন: ওয়েল্কাম

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

ফয়সাল রকি বলেছেন: ভাল পোস্ট +++

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

দূরের পথযাত্রী বলেছেন: দরকারি পোস্ট
++++

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

কাক তাডুয়া বলেছেন: ভাল পোস্ট :P

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

Arafat Shawon বলেছেন: thnq u

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

পুলহ বলেছেন: উপকারী পোস্ট। আপনার সৎ উদ্দেশ্য এর প্রতি শ্রদ্ধা রইলো। পরম করুণাময় আপনাকে এর উত্তম প্রতিদান দিন!!
আমার একটা সাজেশন ভাই- এ ধরণের পোস্টের শেষে রেফারন্স যোগ করলে নিশ্চিতভাবেই সেটা আরো গ্রহণযোগ্য, আরো পূর্ণাংগ হয়ে উঠবে...
শুভকামনা।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১২

Arafat Shawon বলেছেন: সবাই কে ধন্যবাদ!! স্রষ্টা আমাদের হেফাজতে রাখুক!! - আমিন

৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৭

রিদওয়ান হাসান বলেছেন: পোস্টটি অনেক কাজে দিবে। ধন্যবাদ লেখককে।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

Arafat Shawon বলেছেন: apnake o onek dhnnonad!!!!! @ridwan

১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উপকারী পোস্ট।

ধন্যবাদ আাপনাকে ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯

Arafat Shawon বলেছেন: ধন্যবাদ!!

১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

প্রয়াস মাসুম বলেছেন: পৃথিবীর সেরা ৩ টি হলিউড মুভি সরাসরি ডাউনলোড লিঙ্ক ।
http://amraito.com/movie/2205

১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩

Arafat Shawon বলেছেন: কি কি মুভি??? @মাসুম

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

শামছুল ইসলাম বলেছেন: দরকারি পোস্ট।

ভাল থাকুন। সবসময়।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

Arafat Shawon বলেছেন: দোয়া করবেন

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

Arafat Shawon বলেছেন: দোয়া করবেন

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

লীনা জািম্বল বলেছেন: দারুন লিখেছো। অভিনন্দন তোমাকে। যথাযথ পোস্ট ।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

Arafat Shawon বলেছেন: আপনাকে ধন্যবাদ!!! ভালোবাসা রইল!!! :) দোয়া করবে

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এই হেলমেট পাবেন কোথায়?
হাতের কাছে থাকে বালিশ, বালিশ মাথায় দেন।

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৬

Arafat Shawon বলেছেন: hum

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.