![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাংবাদিক ও লেখালেখি করি
খুব কষ্ট লাগে যখন তুমি নিজেকে ধিক্কার দাও…
তুচ্ছ অথবা অসহায় মনে করো….
মনে হয়….
অনাহুতের মতো হয়তোবা এসেছি তোমার জীবনে…
ইচ্ছে করে তোমাকে এ গ্লানিকর অধ্যায় থেকে…..
নির্বাসন দিয়ে পরিত্রাণ পেতে……।
যে স্বপ্ন তুমি দেখালে…তারমধ্যে…
কিছু ভুলতো থেকেই যেতে পারে….
হতেও পারে ভুল…যতটুকু পারি বলি….
কিছু রাখি বাকি… জানি তুমি আছো এ সত্বা জুড়ে….।
খুব ব্যর্থ মনে হয় নিজেকে….
তোমার মতো করে তুলে ধরতে পারিনা বলে….
কোথায় জেনো আটকে যাই…কোথায় জেনো বাধা পরে….
খুব স্বার্থপর মনে হয় নিজেকে….।
তবুও তোমাকে ভালবাসী…আমার মতো করে….।
দিন শেষে যখন ফিরি ঘরে…
কোনো অবসরে যখন ভাবি…
আমি বিশ্বাস করি একজন মানুষ….
নি:স্বার্থভাবে নির্দিধায় ভালোবাসে আমাকে…..।
তার স্বপ্নের শতরঙ বিছিয়ে আমার ভোর হয়…
লক্ষ্যের দার প্রান্তে ছুটে চলি বিরামহীন সুখে….
রাতের মতো ক্লান্তি যখন চোখে মুখে ভর করে…
সে শীতল স্পর্শে শ্রান্তি দেয় সে নির্ঘুম জেগে থেকে…।
আমি তার কথা ভাবি…
আমি তার সেই স্বপ্নের নির্ভুল ছবিটাই আঁকি…
আমার হৃদয় জুড়ে……….।
তার সকল আনন্দ ঠাই নিয়েছে যখন …
অট্টালিকার উপর তাসের ঘরের মতো....
তখন খুব ভয় হয়…বাস্তবতার রুঢ় তীব্র আবেগ…
তাকে জেনো একা না করে……।।
এই বন্ধুত্বের দায়ভার তাকেইতো আধেক দিয়েছি সপে…
আর আধেক…… আমার বুকে রেখেছি ধরে….।।
©somewhere in net ltd.