![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাংবাদিক ও লেখালেখি করি
মাঝে মাঝে খুব অবাক লাগে…
কি করে একটা মানুষ এতোটা ভালোবাসতে পারে…
স্বপ্নে ভেসে থাকতে পারে…
জল জোছনার ছবি আঁকতে পারে…।
থমকে দাড়াই…মানষপটে ছবি আঁকি….
তুলনা করে চমকে উঠি…
ভীষন ভাবে হাতরে বেরাই……।
কি করে এমনি একা একটি মানুষ থাকতে পারে….
তৃষ্ণার্ততায় ফেটে পরে আমায় বাচাঁয়….।
দু’হাত ভরে নি:শ্বার্থ আবেগে অতলে ডুবে…
ভরিয়ে তোলে আমায় ভালোবাসায়….।
বিষন্নতায় যখন ডুবে থাকি…
কেউ না জানুক সেই মানুষটা হৃদয় জুড়ে…
ভরসা দিয়ে আমায় জাগায়……..।
মাটি চাঁপা পড়ে তার অভিযোগ….
খসে পরে পাখির ডানায়… আমায় বাচাঁয় ভালোবাসায়….।।
©somewhere in net ltd.