![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাংবাদিক ও লেখালেখি করি
তোমাকে এতোটা যে ভালোবাসী…
তা সবাই জেনে গেলো…
পাড়ার টং দোকানের জটলার লোকগুলো তাকিয়ে থাকে…
তুমি একবার জানার চেষ্টাও করলে না… জয়িতা…।
এয়ারপোর্ট ষ্টেশনে গাড়ী থামে…
তারপর আবার চলেও যায়…
একুল ওকুল ছাপিয়ে মুখ লুকিয়ে ক্ষণিক দাড়ায় ….
রুঢ় কঠিন বাস্তবতা….
বিনিদ্র রাত কেটে ভোর হয়…
কেউ বোঝেনা এ ব্যথার মানে…….।
একটা কৌতুকের মুখোষ পরে….
সবই হেসে উড়িয়ে দেই…
মনের ব্যথাটা খুব ভীষন বাজে বুকে….।
এ বিরহী সানাইয়ে…সব ভেসে গেলো….
তুমি একটি বার ভাসবে কী... জয়িতা….?
তোমাকে এতোটা যে ভালোবাসী…
সবাই তা বুঝে নিলো…
তুমি কেনো একটি বারও ফিরে তাকালে না…
ইট কাঠ পাথরে ঢাকা পরে গেলো গোটা শহরটা….
আমার ভীষন ফাকা লাগে ………..
জয়িতা…………………।
২| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয়িতাকে বলেন!
৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
পাস্ট পারফেক্ট বলেছেন: জয়িতা লস প্রজেক্ট। আপাতত অন্য কোন পায়রা বানুর দিকে নজর দেন
৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
অনির্মীলিত বলেছেন: টাইম হিলস।সময় গেলেই ঠিক হয়ে যাবে,জয়িতাও ফিকে হয়ে আসবে।
৫| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আরজু পনি বলেছেন:
জয়িতাকে মাইনাস!
লেখার নায়কের জন্যে সহানুভুতি...
৬| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
আরজু পনি বলেছেন:
মুখোষ নয় মুখোশ হবে...বানানটা ঠিক করে নিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪০
যোগী বলেছেন:
ভালো বাসার জন্য দুরন্ত ষাঁড়ে চোখে বেঁধেছি লাল কাপড়,
বিশ্ব সংসার তন্য তন্য করে খুঁজে এনেছি একশ আটটি নীল পদ্ম।
সো, ইটস নটে ইজি জব ম্যান