নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ এবং আমার পথচলা।

অনেক দিনের সপ্ন আজ পূরন হতে চলেছে নিজের মনের সমস্ত কথা এখন শেয়ার করতে পারব সকলের সাথে এ কথাটা ভাবতেই অনেক আনন্দ হচ্ছে। আশা করি যারা ব্লগ দুনিয়ায় অভিঙ্গ তারা আমার পাশে থাকবেন আমাকে সহেযোগিতা করেবন। নতূন ব্লগার তাই ভূল হলে ক্ষমা করবেন।

এ আর হাসাইন।

অনলাইনে আয় সম্পর্কে কিছু জানতে এবং জানাতে ভালবাসি, পুরুষাধিকার প্রতিষ্টায় সধা অগ্রগামী।

এ আর হাসাইন। › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজিব, পথহারা সৈকত, সুখোই-৩৫, দ্য ওয়ে আভ লাভ, জেহোবা সাংক্টাস উনাস, লাবু শামস, রাইটসম্যান, নদীর তীরে , , , , , বিষয়টা বুজতে হবে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

আজ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল তাদের ২য় রায় ঘোষণা করল-----রায়ের ব্যাপারে আমার কোন মন্তব্য বা প্রতিক্রিয়া নেই, তবে যারা যারা ইতিমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই । ব্লগার রাজিব, পথহারা সৈকত, সুখোই-৩৫, দ্য ওয়ে আভ লাভ, জেহোবা সাংক্টাস উনাস, লাবু শামস, রাইটসম্যান, নদীর তীরে আপনারা অনেক কিছুই বলেছেন, "এই রায় মানি না মানব না", "জেল হত্যা চাই" ইত্যাদি ইত্যাদি আপনাদের প্রতি এবং সম্মান রেখে আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন



"মহান স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনা বা তার পরিবারের কিছু হয়নি, তাই রায়ে কাউকে ফাসি না দিয়ে জেল দেয়াটা স্বাভাবিক"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

খুব সাধারন একজন বলেছেন: "মহান স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনা বা তার পরিবারের কিছু হয়নি, তাই রায়ে কাউকে ফাসি না দিয়ে জেল দেয়াটা স্বাভাবিক"

কষ্ট পেলাম। কিন্তু প্রতিবাদ করতে পারলাম না কথাটার।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

সুখোই-৩৫ বলেছেন: মুক্তিযুদ্ধ কি হাসিনার পরিবার করেছে নাকি এদেশের জনগণ করেছে?

রাজাকারে বিচারের দাবী হাসিনার নয়, এ দাবী আমার, এ দাবী এ দেশের জনগণের।

বিএনপি করুক রাজাকারের বিচার, এক মুহুর্তে বিএনপিকে সমর্থন দিব। ফেলুক বিএনপি জামাতকে কোল থেকে ছুড়ে, এক মুহূর্তে বিএনপিকে সমর্থন দিব।

আমাদের লক্ষ্য আওয়ামী লীগ বা বিএনপি নয় আমাদের লক্ষ্য এদেশের সম্মান, এ জাতির সম্মান।

সেভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কখনও ব্যর্থ হব, কখনো সফল হব। কিন্তু আমরা থেমে থাকবো না।

এরকম বহু বাধা আসবে, ক্ষমতাসীনরা এ রকম বহু প্রতারণা করবে। সবাই সবার স্বার্থ দেখবে। কিন্তু আমরা থেমে থাকবো না। আওয়ামী লীগকে গালি দিচ্ছি তার মানে এই না যে জামাতকে কোলে তুলে নিচ্ছি।

জনতার সংগ্রাম চলবেই।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

পথহারা সৈকত বলেছেন: ধন্যবাদ @ সুখোই-৩৫ @ এ আর হাসাইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.