![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই, গ্রাফিক ডিজাইনার। লেখালেখির হাত কখনই ছিল না। ১৩/১৪ বছর বয়সে একবার বিচিত্রায় লিখেছিলাম বিচিত্রার প্রতি আমার ভালবাসা নিয়ে। লজ্জায় কাওকে বলা হয়নি। তবে নিজের লেখা নিজেই লুকিয়ে বহুবার পড়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হা হা..............! তারপর আর লেখা হয়নি কোনদিন। এবার দেশে এসে গুটিপোকাগুলোর সাথে আড্ডা দিতে গিয়ে এই বাংলা ব্লগটাকে জানলাম। বেশ মজা লাগলো। তাই ভাবলাম ছুটির কটা দিন এখানে সবার সাথে আড্ডা দিয়ে যাই। ফিরে গেলে জানি এ আড্ডাটা খুব মিস করব।
আমি বড়ই ঘুম কাতুরে মানুষ। ঘুমের সমাস্যা আমার কখনও ছিলো বলে মনে পরে না। কখনও কখনও ১০০% ঘুমিয়ে পরার আগেই ঘুমের ঘোরে চলে যাই আর স্বপ্ন দেখে আধা জাগা আধা ঘুমে কথা বলতে থাকি।
আগে জানতাম না যে কফি খেলে ঘুম পায় না তাই সারা দিন কাপের পর কাপ কফি কফি খেলেও ঘুমের সময় গুটি শুটি মেরে ঠিকই ঘুমিয়ে পড়তাম। যেই জানলাম কফি খেলে ঘুম পায় না অমনি কফি খেলেই আর ঠিক মত ঘুমাতে পারিনা। কি জ্বালা কফি খাওয়া ছেড়ে দিলাম এত বছর কফি খাবার পর। ঘুমের কষ্ট আমি সইতে পারিনা, ঘুম বরই ইম্পরটেন্ট আমার কাছে। ঘুম না হলে মন মেজাজ খুবই খারাপ থাকে
।
মন খারাপ থাকলে তো কথাই নেই আরো বেশি ঘুম পায়। টেনশনে থাকলে অঘোরে ঘুমাই। সমস্যায় থাকলে বুক ধরফর করতে থাকে ঘুমের চোটে। আবার মন ভাল থাকলেও ভাল ঘুম হয়।
কাজ না থাকলে দিনের পর দিন আমি ঘুমাতে পারি, একবার ছয় মাস বেকার ছিলাম। সারাদিন রাত ঘুমাতাম, মাঝখানে খাওয়া আর স্নানের জন্য উঠতাম। আমার বন্ধুরা আমাকে ঘুমের কুমিড় বলে ডাকতো। যখনই কেউ ফোন করত ঝাড়ি শুনতো " আহ ফোন করার আর সময় পাসনা এখন ঘুমাচ্ছি তো ।" ওরা বলতো "কখন যে তোর না ঘুমানো সময় God knows"
কখনও বাড়িতে কোন আড্ডা বসলে সবাই মিলে ঠিক করতো আমাকে সারা রাত জাগিয়ে রাখা হবে। আমিও না বলতাম না। আড্ডায় যখন সবাই ব্যাস্ত তখন হঠাৎ কেউ আমকে খুজে পেতো এক কোনায় গুটি শুটি মেরে চুপ চাপ গুমিয়ে পড়েছি।
বয়স হলে ডাক্তার কিছু ভাইটামিন দেয়, সাপ্লিমেন্ট দেয় এক্সট্রা এনার্জির জন্য। নিয়ম সকালে উঠে ওগুলো খেয়ে নেয়া। আমি তা জানতাম না। সকালে অফিস যাবার তাড়া থাকায় ব্রেকফাস্ট করার সময় পেতাম না তাই খালি পেটে ভািটামিন না খেয়ে রাতে ঘুমুতে যাবার আগে খেতাম। একবার রেগুলার চেক আপের জন্য ডাক্তারের কাছে যেতেই কথায় কথায় উনি জিঙেস করলেন আমার ভাইটামিন খাবার সময়। বলালাম রাতে ঘুমের আগে খাই। শুনে তো ডাক্তার হা করে থাকলো ৩ মিনিট। বললো " তারপর?" আমি বললাম "তারপর ঘুমাই।" অবাক হয়ে ডাক্তার বলল " ভাইটামিন খবার পর তো ঘুমাতে পারার কথা নয়। ওগুলো এক্সট্রা এনার্জি দেয় How can you sleep? You should take vitamin in the morning so that you get more energy whole day"
মাঝে মাঝে ঘুমের ভেতর হাটা হাটি করি। কথাও বলি, কষ্ট করে ঘুম ভেঙে উঠার ঝামেলা করিনা।
এই আমি গত রাতে ঘুমাতে গেছি ৯টার সময় এই ভেবে যে আজ অনেকদিন পর বেশ অনেকক্ষন ঘুমাব বেলা করে উঠব আহা আজ শনিবার
ভোর ৪.৩০ শে সেই যে ঘুম ভাঙলো..... আর ঘুম আসেনা কি ঝামেলায় পরলামরে বাবা। পুরা উল্টা কাহিনি
। আধা ঘন্টা চরম চেষ্টা চালাবার পর হাল ছেড়ে দিয়ে উঠে টি ভি নিয়ে বসলাম আর এই ব্লগ। কোকিল আর সাদা বকের ডাকে বাইরের অন্ধকার যেন ছিড়ে ছিড়ে যাচ্ছে। ক্লান্তিহীন ভাবে কোকিল দুটো ডেকে যাচ্ছে কে জানে কোন সুখে
। সিংগাপুরে কাক শহজে দেখা যায়না তবে প্রচুর কোকিল। কোকিলের ডাকে অস্থির হয়ে যাই মাঝে মাঝে।
বহুদিন পর ভোরের আগের ভোর আর ভোর দেখলাম। আকাশটা আজ মেঘলা। সকালের প্রথম বাসটার বাস স্টপ ছুয়ে যাবার শব্দ পেলাম। সুইমিং পুলের পাশে সাদা সাদা বক গুলো ধ্যানে বসেছে, ঘাস কাটা আর ঝাড়ুদার মানুষগুলো হাই বুট পড়ে লনে নামছে। ফলিপিনো আর ইন্দোনেশিয়ান মেইড রা পাপ্পি গুলোকে নিয়ে হাটাতে বেড়িয়ে জটলা করে সকালের গল্পো জুড়েছে।
আর এক ঘুম পর ভিয়েতনাম যাচ্ছি। হাইডি, জ্যামা আর গ্রেস আমার অপেক্ষায় আছে।
১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৯
আরিয়ানা বলেছেন: উমমম ঘুমাাতে যান ঘুম বরই আরামের !!!
২| ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৬
নুশেরা বলেছেন: মজার তো! এতো ঘুমকাতুরে মানুষ ব্যাকপ্যাকিং করে কী করে?
আমি তোমার উল্টো। ঘুমের জন্য বহু সাধ্যসাধনা করতে হয়
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:০৩
আরিয়ানা বলেছেন: আমি যে আবার দিনের পর দিন কাজের চাপে না ঘুময়ে কাটিয়ে দেই....!!! ঘুমানোর সময় খুব একটা পাই না কাজের জন্য। সময়ের বরই অভাব স্পেশালী ঘুমানোর সময় খুবই কম। সকাল ৭ টায় উঠে রাত ১ টার আগে ঘুমের সময় নরমালি পাওয়া যায়না। জীবনটা খুব ফাস্ট আর বিজি।
৩| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৪
নম্রতা বলেছেন: স্লিপিং বিউটি !
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৪৬
আরিয়ানা বলেছেন: বন্ধুরা অবশ্য ঘুমের কুমিড় আর ঘুম কন্যা ডাকতো।
৪| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭
_তানজীর_ বলেছেন: আমার বড় সন্দেহ হচ্ছে যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে এটা লিখেছেন। আমি জানি ঘুমিয়ে ঘুমিয়ে হয়ত এই কমেন্ট-এর প্রতিবাদও করবেন। উঠুন উঠুন! আপনার ভিয়েতনাম যেতে হবে!!!
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৪৭
আরিয়ানা বলেছেন: আহহহ উঠে পরেছি.. ব্রেকফাস্ট আর চা নিয়ে ব্যলকনিতে। আহা আজ শনিবার ছুটির দিন.... ভাবতেই কত ভাল লাগা চলে আসে !!
৫| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪১
যুগান্তকারী বলেছেন: আমি এখন ঘুম থেকে উঠলাম।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৭
আরিয়ানা বলেছেন: আহহহা কি আনন্দ আকাশে বাতাসে....ঠিক কিনা?
৬| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮
আকাশ_পাগলা বলেছেন: আগে কফি খেলে ঘুম আসত না, এখন কফি না খেলে ঘুম আসে না।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৫
আরিয়ানা বলেছেন: ভাল বলেছেন
৭| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: সুখী মানুষ! ভালো থাকুন।
আমার ও ঘুমের কোন সমস্যা নেই, আমি বলতাম ইচ্ছা ঘুম, যখন খুশি তখন, যতটুকু ইচ্ছে ততটুকু।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬
আরিয়ানা বলেছেন: ইচ্ছে ঘুম !!!!
৮| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:১৮
ইচ্ছে বলেছেন: ব্লগ ছেরে বিছানায় গুটি শুটি মেরে শুয়ে পরুন.......
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬
আরিয়ানা বলেছেন: কাজে বেরচ্ছি একটু !!
৯| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৭
শাওন৩৫০৪ বলেছেন: সারারাত কাজ কইরা সকাল বেলা রেস্টুরেন্টের প্রথম ভাজা গোটা পাঁচেক থাবা ছাড়া পরোটা, ডাল ভাজি আর ডিম....তারপর এক কাপ চা, একটা সিগারেট, তারপর দরজা-জানালা বন্ধ কইরা কাঁথামুড়ি দিয়া ঘুম...
আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম...
১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৯
আরিয়ানা বলেছেন: আহা পরোটা খাবার খিদে লাগিয়ে দিলেন। আমার আবার যেই খাবার দেখি বা নাম শুনি সেই খাবারের খিদে পেয়ে যায়
১০| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৪
সাইফুর বলেছেন: পরীক্ষার সময় ঘুম বেড়ে যায়
১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২১
আরিয়ানা বলেছেন: পরিক্ষার সময় ঘুমানো ভাল। আমিতো অনেক ঘুমাই পরিক্ষার সময় হা হা হা।
১১| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৬
শাওন৩৫০৪ বলেছেন: পরোটা বানাইতে পারিনা, তাই খাইতএ পারিনা...হাঁসের মাংস একদিন পুরানো কইরা, ঘন কইরা জ্বাল দিয়া পরোটা খাইতে মন্চায়.....
১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২০
আরিয়ানা বলেছেন: আপনি তো আমার ডাবল খিদে লাগিয়ে দিচ্ছেন, নো মোর খাওয়া কাহিনি।
১২| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৩৮
এম এস জুলহাস বলেছেন:
এত দেরীতে ঘুমাতে যাই যে, উঠতেও একটু দেরী হয়। আমার ভোর ১০টা-সাড়ে দশটায় বন্ধুরা এসে বলে তুই এত দেরীতে ঘুমাতে যাস, দেরীতে উঠিস, তুই কি কখনোও ভোরের পাখীর ডাক, আজানের শব্দ শুনেছিস ?
বলি হ্যাঁ, প্রতিদিনই শুনি, প্রতিদিনই ওগুলো শুনেইতো ঘুমাতে যাই ।
মাঝে মাঝে সন্ধ্যার পর পরই বুয়া রাতের খাবার দিয়ে যায়, আর তখন দেখে যায় আমি কিছু একটা করছি। সকাল বেলায় বাটি নিতে এসে দেখে আমি ঐ কিছু একটাই করছি। বাটি খুলে দেখে খাবার ওমনই আছে, বুয়া বলে রাতে খাননি ? বলি ওহহো দাও দাও খেয়ে নিই। ততক্ষণে খাবার পঁচে সারা। জানালা খুলে দেখি আলোয় আলোয় ভরে গেছে পৃথিবী।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
আরিয়ানা বলেছেন: আহা সকাল দশটা পর্রযন্ত গুমোনোর সৌভাগ্য অনেক দিন হয়না। অনেক কাজ। দেরিতে গুমাতে গেলেও ঐ সকাল ৭টায় উঠতে হয়।
১৩| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৪
পাপী বলেছেন: আগে ঘুমের সমস্যা হতো প্রচুর। এখন সারাদিন ঘুমিয়েও রাতেও ঘুমাই।
১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮
আরিয়ানা বলেছেন: ঘুমটা কুবই মজার জিনিস !!!!
১৪| ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৯
অচেনা সৈকত বলেছেন: হুম...খালু বাসায় নাই দেখে এত এত পোস্ট!!!!
১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮
আরিয়ানা বলেছেন:
১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯
আরিয়ানা বলেছেন: কি খেলি বাইরে গিয়ে? আমার তো খাওয়া আর ঘুম ছারা কোন কথা নেই হা হা হা !!!!!
১৫| ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৭
পানকৌড়ি বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: পরোটা বানাইতে পারিনা, তাই খাইতএ পারিনা...হাঁসের মাংস একদিন পুরানো কইরা, ঘন কইরা জ্বাল দিয়া পরোটা খাইতে মন্চায়....
বাই রে যেদিন খাইবেন একলা খাইয়েন না,আল্লার দোহাই লাগে । আমারো খাইতে মন চায় বাই....
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
আরিয়ানা বলেছেন: আবার খাবার !!??
১৬| ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৭
নাজনীন খলিল বলেছেন:
ঘুমের চেয়ে আরামের আর কিছুই নেই। যত পারো ঘুমাও।
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
আরিয়ানা বলেছেন: সত্যিই তাই, কিন্তু সময়ের বড়ই অভাব।
১৭| ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৭
মুহিব বলেছেন: সকালে উঠতে হবে এমন প্ল্যান থাকলে আমার ঘুম ভাল হয় না। আবার শুক্রবারে অনেক ঘুমাব ভাবলেও ঘুম হয় না। উল্টো থিওরী।
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
আরিয়ানা বলেছেন: একদম ঠিক বলেছেন !!
১৮| ১২ ই জুলাই, ২০০৯ রাত ১:২৭
নিরব পাঠক বলেছেন: অাহা ঘুম। আর বলবেন না, ঘুমের সমস্যা আমারো আছে। তবে আপনার কথাটা মনে হয় কিছুটা ঠিক যে কফি খেলে লাতে ঘুম হয়না। এ কথাটা অনেকে বলতে শুনেছি।
তাই ইদানিং কফির পরিমাণ কমিয়ে দিয়েছি।
১২ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৫
আরিয়ানা বলেছেন: আমার কিন্তু ঘুমের সমস্যা নেই আমি প্রচুর ঘুমাতে পারি !!
১৯| ১২ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৫
অপ্সরা বলেছেন: আমার ঘুমাতে বেশী ভাললাগেনা। আমি খুবই কম কম ঘুমাই। সাত সকালে উঠলে একদম রাত দুপুরের আগে বিছানায় পিঠ ঠেকাইনা।
১২ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৯
আরিয়ানা বলেছেন: উমমম গুড !!!!
২০| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০২
ভাস্কর চৌধুরী বলেছেন:
ঘুমের সাথে সখ্যতা নেই আমার!!!
নানান কাজ আর ব্লগ সেরে রাত ৪টা থেকে সারে ৪টার মধ্যে ঘুমাতে যাই!!! তারপর সকাল ১২ টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। এরপরের সময় টুকুতে আর ঘুমের সাথে দেখা হয়না।
আপনার ঘুম নিয়ে ঘুমঘুমি ভালো লাগল। +++
কেমন আছেন?
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৫
আরিয়ানা বলেছেন: ভাল নাই ভিয়েতনাম এসে ২য় দিনে আমার ক্যমেরা চুরি হয়ে গেল হোটেল রুম থেকে । খুবই মন খারাপ।
২১| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩১
জনৈক আরাফাত বলেছেন: ঘুমের উপর কোন বন্ধু নাই!
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৫
আরিয়ানা বলেছেন: ভাল বলেছেন।
২২| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৬
নিবিড় অভ্র বলেছেন: ঘুম....... :-< :-<
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৬
আরিয়ানা বলেছেন: উমমম।
২৩| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৩
নাজনীন খলিল বলেছেন:
কি খবর তোমার আরিয়ানা? কেমন আছো?
অনেক অনেক অনেক ভাল থেকো।
১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৫
আরিয়ানা বলেছেন: উমমম খুবই বিজি ভিয়েতনামে ব্যাক প্যাকিং। আপনি কেমন আছেন?
২৪| ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০২
সজল বলছি বলেছেন: বাহ্! সুন্দর তো!
২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৩
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ!!
২৫| ২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৩
~স্বপ্নজয়~ বলেছেন: আহারে ঘুম ... আমারে কিছু ঘুম ধার দেন
বিশেষ ঘোষনাঃ নেট সমস্যার কারনে আপনার জন্য গান এখনও পাঠাতে না পারায় আমি আন্তরিক ভাবে ভেরী দুঃক্ষিত
২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৭
আরিয়ানা বলেছেন: ফ্রি দেব ঘুম । ক্ষমা করা হলো টেম্পোরারি ভাবে। কিন্তু তারাতারি পাঠাবেন।
২৬| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৯
কপোত বলেছেন: ভাল....
Click This Link
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৩
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ
২৭| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৩
ভিজামন বলেছেন: ভালো লাগলো।
+ + +
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৪
আরিয়ানা বলেছেন: জেনেও ভাল লাগলো !!
২৮| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৮
অলস ছেলে বলেছেন: ঘুম উত্তম
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৪
আরিয়ানা বলেছেন: কথা সত্য !!
২৯| ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: শুভঘুম
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৫
আরিয়ানা বলেছেন: ধন্যবাদ !!
৩০| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩২
পারভেজ বলেছেন: ভিয়েতনামের ঘুম ভালোই হচ্ছে মনে হয়
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৬
আরিয়ানা বলেছেন: হা হা প্রথম রতোই ঘুমের চোটে ক্যমেরা হাড়িয়েছি। আহা ঘুম আর হলো কই বড়ই দুঃখে আছি।
৩১| ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
'লেনিন' বলেছেন: আপনার এই ঘুম আমাকে ট্রান্সফার করে দিনতো এক্ষুণি। জেডসিই দেবার প্রিপারেশন এবং কাজের চাপে গত কয়েকদিন ঘুমাতে পারছিলাম না। মানে হচ্ছিলো না। তাই একটানা ৪দিন ছিলাম জেগেই!
পরীক্ষা দিয়ে এসে দেখলাম প্রচন্ড মাথাব্যথা রাত তিনটা থেকে ঘুমানোর আয়োজন চললো... অন্ধকারে শুয়ে থেকে মাথাব্যথা চলে গেলো কিন্তু ঘুমের দেখা নেই। কী করা খুলে বসলাম ল্যাপটপ... তারপর আরো ২৬টি ঘন্টা কাটাতে হয়েছে নির্ঘুম!
তবে এখন যখনই সময় পাচ্ছি ঘুমাচ্ছি। একটানা ঘুম দিতে পারছিনা যদিও তবু এটাই কম কী
৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১০
আরিয়ানা বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন?
৩২| ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৮
আলী আরাফাত শান্ত বলেছেন: Click This Link)
৩৩| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১
মজন০৯ বলেছেন: ঘুমকন্যা! ঘুম তোমার সর্বস্ব জুড়ে
আমাদের ওয়াসা ঘুমায়
রাতভর বৃষ্টির পর জাগলেও
কোন কাজ হয় না-হাঁটু
ছাড়িয়ে পানি উর্ধ্বাঙ্গমুখী
আর তোমার ঘুম-
সর্বাঙ্গজুড়ে
এ ঘুম না ভাঙায় ভালো
ঘুম ভাঙলে ওয়াসা, ডেসা, পাউবো, পিডিবি
আরো কত কি'র ঘুম হারাম হয়!
ঘুমা তুমি-শান্তিতে অঘোরে
চেহারা দেখেই বুঝা যায়-তুমি ঘুমকন্যা-ঘুমকাতুরে-ঘুমআদুরে....
৩৪| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪
ক্যামেরাম্যান বলেছেন: তা এখনও কি ঘুমাচ্ছ ? নতুন লেখা নেই, ব্লগে দেখছিনা অনেক দিন
২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:১১
আরিয়ানা বলেছেন: খুবই ব্যস্ত হয়ে পরেছি ভিয়েতনাম থেকে ফেরার পরে কাজ নিয়ে। আবার ঢাকা যাচ্ছি ২৭শে সেপ্টেম্বর তাই কাজ গুলো গোছাচ্ছি। আপনি কেমন আছেন?
৩৫| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: Click This Link
৩৬| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪
কালপুরুষ বলেছেন: আমি নিশাচর মানুষ। আমার ঘুম খুবই কম। আর হলেও খুব হালকা ধরণের। কেউ খালি পায়ে হাঁটলেও আমি ঘুমের মধ্যে টের পাই।
আশা করি ভাল আছো। অনেকদিন পর তোমার ব্লগে আসা হলো। ভাল থাকো।
২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:১৩
আরিয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে আসবার জন্য। কেমন আছেন?
৩৭| ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২০
মুকুট বলেছেন: ল্যাবে যেদিন আসতে হয়, সেদিন ঘুম ভাঙ্গেই না, আবার ছুটির দিনে ভাবি লম্বা ঘুম দেব সেদিনি সকালে ঘুম ভাঙ্গে
২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬
আরিয়ানা বলেছেন: এই ব্যপারটা আমরও হয়। কেমন আছেন? পরাশুনা কেমন চলছে?
৩৮| ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪০
sumon parves বলেছেন: ঘুমের ব্লগ পড়ে সত্যি আমার ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমাতে পারছি না। কারণ আমি অফিসে। সকালে ঘুম থেকে উঠতে যে কি কষ্ট তা বুঝাতে পারব না। ছুটির দিন মনে হয় এই ২দিন অনেক সময় ঘুমাবো কিন্তু প্রায় দেখা যায় কোন না কোন কাজ পড়েই যায়। ফলে আর ঘুমানো হয় না।
বন্ধু বললাম, মাইন্ড করোনা। আমিও বর্তমান পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার তবে জুনিয়ার। তুমি কোথায় চাকরি কর বলবে কি?
যদিও আমি ব্লগে নতুন তারপর এই প্রথম তোমার ব্লগে আসলাম। ধন্যবাদ তোমাকে
২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮
আরিয়ানা বলেছেন: আমার ব্লগে আসবার জন্য ধন্যবাদ। আমি সিংগাপুর থাকি। ভাল থাকবেন।
৩৯| ২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩০
আমি পৃথিবী রচে যায় বলেছেন: আমিও খুব ঘুমাতে পারি। আমার বাবা একবার রাগ করে বলেছিলেন আমাকে বিছানার সাথে কাঁথা মুড়িয়ে সেলাই করে রাখবে।
সাপ্তাহিক ছুটির আগের রাতে আমার মন খুব ফুরফুরে থাকে কারণ নেক্সট দিন বেলা পর্যন্ত ঘুমাতে পারব। কিন্তু শেষের দিন সেইরকম মন খারাপ হয় কারণ কাল আবার সকাল সকাল উঠে অফিসে যেতে হবে....
২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩
আরিয়ানা বলেছেন: হা হা হা ভাল বলেছেন!!!
৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
আবদুল মুনয়েম সৈকত বলেছেন: আমারও ঘুম পা..........ই................ছে...........
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৩
আরিয়ানা বলেছেন: তবে ঘুমাতে যান ।
৪১| ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬
চাচামিঞা বলেছেন: অনেস্টলি বলছি....লাস্ট আড্ডার আগে আপনার সাথে মানে আপনার ব্লগের সাথে কোনো পরিচয় ছিলো না। সম্ভবত কোনো কমেন্ট করি নাই ...মনেহয় আপনার ক্ষেত্রেও তা। আজকে অনেক্ষন আপনার ব্লগে ঘরঘুর করলাম। মজার মজার অনেক ব্লগ আছে। অবশ্যই সময় নিয়ে পড়তে হবে। বিশেষ করে আপনার ভ্রমন রিলেটেড সিরিজ গুলো অবশ্যই পড়তে হবে।
ব্লগ দেখার এক ফাঁকে আপনার ওয়েবসাইটেও ঢু মারলাম, ভিডিও সেকশনে বেশ ভালো কিছু ভিডিও এম্বেড করেছেন....যদিও ফটোগ্রাফ সেকশনটা প্রায় ফাঁকা.....নাকি আমার চোখের ভুল?
যাই হোক......বেছে বেছে আপনার ঘুম লিখাটাতেই কমেন্ট করলাম, কারন এই দিকে আপনার সাথে আমার খুব মিল আছে.....আমিও ঘুম লাইক করি খুব বেশ (যদিও ঘুমিয়ে কথা বলার খুব বেশী ইতিহাস নাই )....মাঝে মাঝে মনে হয়, এমন একটা চকরি পেতাম, যেখানে যতো বেশি ঘুমাবো....ততো বেশি টাকা.......
সুস্হ থাকুন.....এর একটা কথা....কোনোদিন সিংগাপুর এলে কিন্ত আপনার বাসাতেই হানা দিবো......কারন জায়গাটা খুব এক্সপেন্সিভ।
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৩
আরিয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পড়বার জন্য। নিশ্চই আসবেন এখানে। ভাল থাকুন।
৪২| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
সুরঞ্জনা বলেছেন: ঘুমকন্যা আমি আছি।
১৪ ই জুন, ২০১০ সকাল ৭:০৫
আরিয়ানা বলেছেন: উমম!!! ঘুমের চাইতে বড় কিছু নাই হা হা হা
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৪
ত্রিভুজ বলেছেন: অনেকদিন পর সারারাত মুভি দেখলাম। তারপর ব্লগে এসে দেখি কঠিন নাটক চলছে। এর ভেতরে আপনার এই ঘুমকাতুরে পোস্ট পড়তে পড়তে হাই তুললাম... কফি খেলে আমার সত্যি সত্যি ঘুম আসে না। দেখি, কফি দিয়ে ঘুম তাড়ানো যায় কিনা...