![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১- শেষ পযর্ন্ত বঙ্গবন্ধুর পরিবারও তার ঘাতকের তালিকায় চলে আসলো !
শেখ সেলিম বঙ্গবন্ধু হত্যার জন্য সরাসরি দায়ী করলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকে। জবাবে থলের বিড়াল বের করে এবার শফিউল্লাহও অকপটে বলে দিলেন, বঙ্গবন্ধু হত্যায় খন্দকার মোশতাকের সাথে শেখ সেলিমের আতাঁত ছিল। প্রমান হিসেবে তিনি ১৫ই আগষ্ট আমেরিকান দুতাবাসে শেখ সেলিমের যাওয়ার ঘটনাকে উল্লেখ করলেন (সুত্র- ইনডিপেন্ডেন্ট টিভি ১৫.৮.১৫)।
২- এতদিন দেশের মানুষ বঙ্গবন্ধু হত্যার কুশিলব হিসেবে খন্দকার মোশতাকের সরকার, বাকশালের মন্ত্রী, গুটিকয়েক সেনাসদস্য, সেনা-বিমান-রক্ষীবাহিনীপ্রধান, ইনু-তাহের-মতিয়া-মেনন গংদের কথাই জানতো।
৩- কিন্তু খোদ বঙ্গবন্ধু পরিবারের ভিতরের কেউ এতে জড়িত থাকতে পারে এটা কারো কল্পনাতেও ছিলনা। এতদিন পর কেন তরতর করে বেড়িয়ে যাচ্ছে লোমহষর্ক ভয়ংকর সব সত্যগুলো?
৪- এখনতো এটা একেবারে প্রমানিত যে, একমাত্র বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দুই কন্যা ছাড়া বঙ্গবন্ধুর কাছের প্রায় সবাই তার হত্যায় জড়িত ছিল !
৫- রাজনৈতিক হিসাব-নিকাশের স্বাথের্ পিতার আসল হত্যাকারীদের বিচার না করতে চাইলেও মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হবে তার পিতার মত অতিচাটুকার-স্তাবকদের মিষ্টি কথায় তুষ্টিসাধন না করে সতর্কসংকেতটিকে দ্রুত আমলে নেয়া।
৬- প্রধানমন্ত্রী হয়তো সবই জানেন। নয়তো তিনি কেন বলেন যে, আমি আর রেহানা ও আমাদের সন্তানদের ছাড়া আর কেউ আমার পরিবারের সদস্য নয়।
৭- মাননীয় প্রধানমন্ত্রী এত ক্ষমতাবান হয়েও কেন আপনি বড্ড একা ?
©somewhere in net ltd.