![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাউফলে এক স্কুল ছাত্রকে শিকল দিয়ে বেঁেধ অমানুবিক নির্যাতন করা হয়েছে । নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামের আবদুল খালেক রাঢ়ীর ছেলে রাকিবুল। সে বাকলা তাঁতেরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ওই মার্কেটে বাউফল গার্মেন্টেসের কর্মচারী জুয়েল রাকিবুলকে ঘটনার দিন সকাল ৬টার দিকে পাবলিক মাঠের কাছে একটি আখের দোকান থেকে ধরে মোকলেস মার্কেটে নিয়ে আসে এবং ওই মার্কেটের কেয়ারটেকার খোকা মিয়ার সহযোগিতায় রাকিবের কোমরে শিকল দিয়ে বেধে তালা লাগিয়ে দেয়। শিকলের অপর অংশটি মার্কেটের সিড়ির নিচে ইলেকট্রিকসিটির রুমের লোহার গেটের সাথে তালা মেড়ে আটকে দেয়। জুয়েল জানায়, সে ৪-৫দিন আগে বাড়ি থেকে তার মায়ের এক হাজার টাকা চুরি করে নিয়ে আসার পর আর বাড়ি ফিরে যায়নি। তিনি খবর পেয়ে পাবলিক মাঠের কাছে একটি দোকান থেকে তাকে ধরে এনে মার্কেটে আটকে রাখেন। শিকল দিয়ে আটক অবস্থায় রাকিবকে উদ্ধার করে।
©somewhere in net ltd.