![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফ হাওলাদার
ভয় নেই, নেই হতাশা হওয়ার কারন
জেগে ওঠ রুখে দাড়াও সব বঞ্চিত মানব গণ।
কেন এত ঘুম তব, দূর্বল কেন তব মন,
প্রতিবাদী হতে সবে কর আজ পন।
ঘরে বাহিরে আজ চলছে হামেশা অনাচার ,
মিথ্যা হিংস্রার পরিপূর্ণ আজ জীবনের পারাবার।
ঐ সঞ্চয়ীদের দল ঐ অত্যাচারী খল,
জাগ্রত হয়ে তুমি কর পদতল ।
যদি ঘুমিয়ে ঝিমিয়ে ভাব করবে এদের কতল,
আরও বঞ্চিত হবে তুমি হাড়াবে পাথারের অতল ।
তুমি জেগে ওঠ ভলো করে, খোল দু চোখ
তুমি নও একা আছে শত সখা আছি এই আমি।
©somewhere in net ltd.