নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মু\'মিনগণ! তোমরা আল্লাহ্‌কে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী (মুসলমান) না হইয়া কোন অবস্থায় মরিও না।(আলে- \'ইমরান,আয়াত-১০২)

আরিফুর রহমান হাওলাদার

আরিফুর রহমান হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

কোথায় বাস করতেছি আমরা ???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আপনি কখনও খেয়াল করেছেন --- একটু হাত কাটলেই আমরা উহ , আহ কতো কিছু করি , ওষুধ লাগাই , হাসপাতালে যাই --- তাই না । অথচ অন্যদিকে --- কি অবলীলায় আমরা ছাদের উপর থেকে শিশু ফেলে দিচ্ছি , মানুষ খুন করছি , নিরীহ মানুষের উপর অত্যাচার করছি --- আমাদের একটুও মায়া লাগে না --- তাই না --- দিন দিন আমরা মানুষ থেকে নর পিশাচ হয়ে যাচ্ছি । আমাদের তো লজ্জাও নাই । শিক্ষকদের আমরা লাঞ্ছিত করতে বিন্দু মাত্র সময় নেই না । অল্প বেতন পায় বলে অপমান করতেও দ্বিধা করি না । আমরা আমাদের একটু হীন স্বার্থের জন্য ছাত্র ছাত্রিদের ব্যাবহার করি । অবলীলায় তাদের রাজনীতিতে ঢুকিয়েছি । উপর থেকে নিচু স্তর পর্যন্ত আমরা দুর্নীতি গ্রস্থ হয়ে গেছি । বেহায়া হয়ে গেছি । আমরা মনে করি অপরাধ চোখ বন্ধ করে করেছি , কেউ দেখেনি , তাই আমি অপরাধী নই । মানুষ খুন করে বিরানি খাচ্ছি মজায় মজায় । অসহায় মানুষের টাকা মেরে বিদেশ যাচ্ছি , শপিং করছি , আর মুরগী চাবাচ্ছি । আচ্ছা সত্যি করে বলুন তো -- আপনি কি বাংলাদেশী ? জানোয়ার নন তো ? অথবা পিশাচ !!!
Have you ever noticed --- if a hand cuts a little we sound uh ah . how much we do for it , apply medicine , go to hospital --- is not it . But on the other hand --- in how simply throwing child from the roof . killing humans , torturing the common harmless men , We do not take pity a little ---is not it . Day by day we are growing from men to demons . We do not even have shame . We do not have even a short time to insult the teachers . As they get small amount of salary we do not hesitate to insult them . We , for our ill aims , use the students . Without thinking we have pulled them into politics . From top to bottom we have become corrupt . We have become shameless . We think that we have done the ill works closing our eyes so none has seen , so I am not a criminal . killing men we are taking Biriyaney joyfully . Hi ! tell me truly , are you Bangladeshi ? are not you a beast ? OR an evil !!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

অগ্নি কল্লোল বলেছেন: শুধু বাংলাদেশ নয়
পুরো পৃথিবী আজ এরকম।।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ছাদের উপর থেকে যে মেয়ে নিজের বাচ্ছাকে ফেলেছে, সেই মেয়ে কি আপনার মতো সুযোগ পেয়েছিল?

খালি বকবক করলে কেমনে কি?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

ঝাপসা বালক বলেছেন: ভাল বলেছেন ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

টমাহক বলেছেন: বাল্পুস্ট

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, সত্যি ই ভাবার বিষয়। :-)

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: তাকে সেই জায়গাটা আমার আপনার মত লোকেরাই করে..... সেখান থেকে বের হওয়া উচিত @চাঁদগাজি

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

এহসান সাবির বলেছেন: ভালো শেয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.