নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মু\'মিনগণ! তোমরা আল্লাহ্‌কে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী (মুসলমান) না হইয়া কোন অবস্থায় মরিও না।(আলে- \'ইমরান,আয়াত-১০২)

আরিফুর রহমান হাওলাদার

আরিফুর রহমান হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

হেরে যাক ক্যান্সার, বেঁচে থাক আমাদের মা।

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২

এক এতিম ছেলের আকুতি



আমরা এতিম ৩ ভাই বোন- সাকিব,আনিকা,আনিশা।
দয়া করে আমার মা'কে মরনব্যাধি কান্সার এর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন।

আমার বাবা মারা গেছেন ৯ বছর আগে। এতিম তিন ভাই বোনের মধ্যে বড় আমি। বি-ইউ-বি-টি তে বি-বি-এ পড়তাম। মায়ের অসুস্থতার জন্যে লেখাপড়া বন্ধ। বড় বোনটি এস-এস-সি পরীক্ষার্থী। আর ছোট বোন-টি চতুর্থ শ্রেণিতে পড়ে। তিন জনের-ই লেখাপড়া বন্ধের উপক্রম। আমার অসুস্থ মা নিজেও এতিম। খুব ছোট থাকতে আমার মায়ের মা'ও মারা যান। আমার বাবা মারা যাওয়ার পরে মা খুব সংগ্রাম করে একেরপর এক চাকরী নিয়ে আমাদের সংসার চালাতো। এমতাবস্থায় মায়ের এপেন্ডিকস্ ক্যান্সার ধরা পড়েছে। দুই-দুই বার অপারেশন এর পরে মা'কে ক্যামো থেরাপি দেয়া হয়। এখন বর্তমানে মায়ের চিকিৎসা করার জন্যে অনেক অর্থের প্রয়োজন। যা এখন আমার একার পক্ষে সম্ভব নয় বিধায় আপনাদের সাহায্য প্রার্থনা করছি। ক্যান্সার আক্রান্ত আমার বিধবা ও এতিম মা এবং আমাদের এতিম তিন ভাই-বোন এর দিকে তাকিয়ে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আপনাদের কাছে চির-কৃতজ্ঞ থাকবো।

আর তাহলে হয়ত আমি এবং আমার ছোট দুই বোন আল্লাহ্‌র রহমতে আমার মা'কে আরো কিছুদিন কাছে পাবো।

যদি কেউ চান বিকাশ বা একাউন্ট এ সাহায্য দিতে পারেন।
নিচে বিকাশ এবং একাউন্ট নাম্বার দেয়া হল :-

Personal bkash
01843168006


Savings account number :-
Irin Jahan Chowdhury
0111440081873 Eastern Bank Limited, Choumuhani Branch

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৭

মাহিরাহি বলেছেন: আল্লাহ আপনার মাকে সূস্থ্যতা প্রদান করুন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনি বরং একটা পত্রিকার মাধ্যমে সাহায্যটি চান । এটা অনেক ভালো হবে

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: দোয়া করছি, আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন!
Irin Jahan Chowdhury কার নাম?

৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪২

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: Irin Jahan Chowdhury # প্রেশেন্ট এর নাম

৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৪

মানবী বলেছেন: আপনার মায়ের দ্রুত আরোগ্যের প্রার্থনা করছি।

চিকিৎসার খরচে সাহায্যের জন্য পোস্টে কোন হাসপাতালে চিকিৎসার জন্য কতোটাকা খরচ হবে, কোন চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা হচ্ছে সেসবের বিস্তারিত পোস্ট দিলে ভালো হয়।

আপনার বিস্তারিত পোস্টের অ্রেক্ষায় রইলাম। সাধ্যমতো সাহায্য করবো।
ভালো থাকুন।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৪

জাহিদ বেস্ট বলেছেন: ভাই, আপনি সমস্ত কিছু ডিটেইলস লিখে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিন। তাতে অনেকে সাহায্য সহযোগীতা করতে এগিয়ে আসবে। আপনার মার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনার মাকে রোগমুক্তি দান করেন। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.