![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে পোশাক শিল্পের উপর আজ বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে সে পোশাক শিল্প অন্য একটি দেশ “পলেটিক্যাল আন্ড বিজনেস স্ট্রাট্রিজি” দিয়ে ধিরে ধিরে দখল করে নিচ্ছে। নামি দামী আর্ন্তজাতিক কম্পানিগুলো আজ বাংলাদেশ তাদের ব্যবসা গুটিয়ে বাংলাদেশের প্রতিবেশি দেশে তাদের অফিস খুলছে। আমাদের দেশের সাব-কন্ট্রাক্ট গুলো চলে যাচ্ছে পাশের দেশের গার্মেন্টেস মালিকদের হাতে।
প্রতিবেশি দেশের পলেটিক্যাল স্ট্রাট্রিজিঃ
১.বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি (যতদিন সম্ভব) দীর্ঘদিন অস্থিতিশীল করে রাখা।
২. বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করতে না দেওয়া।
৩. বাংলাদেশের অর্ন্তজাতিক ভাবমুর্তি ক্ষতিগ্রস্থ করা।
৪. পোশাক শিল্পে সহিংসতার পরিবেশকে উস্কে দেওয়া।
প্রতিবেশি দেশের বিজনেস স্ট্রাট্রিজিঃ
১. প্রতিবেশি দেশ নিজেদের মুদ্রার দাম ১৯% কমিয়ে এনেছে।
২. বাংলাদেশের মুদ্রার দাম ৮% বাড়ানো হয়েছে।
৩. নামি দামী আর্ন্তজাতিক কম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
আমাদের দেশীয় গার্মেন্টসের মালিগণ ইতিমদ্ধে ২৭% কারেন্সী ভ্যালুয়েসন সমস্যা মোকাবেলা করছে।নামি দামী আর্ন্তজাতিক কম্পানি বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে, ওয়ালমার্ট ও এইচ এন্ড এম আমাদের প্রতিবাশি দেশে তাদের অফিস স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের গার্মেন্টসগুলোতে শত শত ওর্ডার ক্যান্সেল হচ্ছে, উতপাদিত পণ্য স্টক লটে পরিনত হচ্ছে।
আমাদের কী চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নাই?
সবাইকে আমাদের বিটুবি ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রন রইল লটহাট ডট কম
পোশাক শিল্প নিয়ে আমার আগের লেখা তৈরি পোশাক শিল্পের জন্য একটি আলাদা মন্ত্রনালয় কী গঠণ করা যায় না?
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
আরিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ সোহানী
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
নতুন বলেছেন: আমাদের দেশের রাজনিতিক রা দেশের কথা ভাবলে এই সমস্ত সমস্যার দিকে নজর দিতেন.... তারা নিজেদের ধান্দার কথা ভাবেন.... কারন ক্ষমতায় গেলে তাদের ধান্ধা সব সময়েই হবে.... তা দেশের অবশ্তা যাই থাক না কেন...
আমাদের দেশের পোষাক শিল্প... পয`টন ... দেশের বাইরে শ্রমিক প্রেরন... এই তিন খাতে নজর দিলে আমারা অনেক এগিয়ে যেতাম...
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
আরিফ আহমেদ বলেছেন: আমাদের দেশের পোষাক শিল্প... পয`টন ... দেশের বাইরে শ্রমিক প্রেরন... এই তিন খাতে নজর দিলে আমারা অনেক এগিয়ে যেতাম..
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
ঢাকাবাসী বলেছেন: উপরে যে সমস্ত কারনগুলো বললেন তার সবগুলোর জন্যই তো আমাদের নেতা নেত্রি সরকার আমলারা দায়ী. বিদেশকে দোষ দিয়ে কি লাভ? আজ পর্যন্ত আমাদের নেতারা সভায় দাড়িয়ে কোনদিন বলেছে 'দেশের ভাল করব'! বলেনি।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
আরিফ আহমেদ বলেছেন: আমরাই তো এতদিন ওদেরকে ক্ষমতায় এনেছি (এবার বাদে)
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
অদ্বিতীয়া আমি বলেছেন: এখনও যায়নি তবে এমন চললে যেতে কতক্ষণ ? কিন্তু তার জন্য নিজেদের রাজনৈতিক অস্থিতিশীলতা , বিজনেস স্ট্রাট্রিজি , দুর্ঘটনা এসবই বেশি দায়ী ।
বাংলাদেশের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি সবসময়য় ইনফ্যান্ট থাকে , ম্যাচিউরড হতে পারেনা ।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬
আরিফ আহমেদ বলেছেন: ম্যাচিউরড হবার আগেই বুড়া হয়ে যায়
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
সোহানী বলেছেন: সহমত................