![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচ্চ শিক্ষিত বেকার যুবকরা এদেশের সবচাইতে অসহায় প্রাণী। পরিবার, সমাজ ও দেশ তার প্রতি কতটা নিষ্ঠুর তা প্রতিটি বেকার যুবক হাড়ে হাড়ে টের পায়। প্রতিটা চাকুরীর জন্য আবেদন করতে বেকারদেরকে গড়ে সাড়ে ৩শত টাকা করে পরীক্ষা ফী দিতে হয় আর বেকারদের পক্ষে এই টাকা যোগার করা কতটা কষ্টকর সেটা বলে বোঝানো যাবে না। আর তা ছাড়া এদেশে একটি চাকুরীর পরীক্ষা দিয়েই চাকুরী পাওয়াও তো সম্ভব নয়, কারণ চাকুরী ক্ষেত্রে আছে দুর্নীতির কালো থাবা।
আগামী ২৮ শে আগষ্ট ২০১৫ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার, পিএসসি এর অধীনে এনবিআর এর এ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ ও বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা যদি একই সময়েই নিবে তাহলে এসব প্রতিষ্ঠান তো বেকার যুবকদেরকে সার্কুলার দেওয়ার সময়েই জানাতে পারতো, তাহলে তো আর বেকারদের এত কষ্টের টাকা জলে যেত না এবং অনেক কষ্ট করে চাকুরীর জন্য প্রস্তুতি নিয়ে সেই চাকুরীর পরীক্ষাটা না দিতে পারার আফসস তো আর করতে হত না।
আশা করি পিএসসি (এনবিআর), কৃষি ব্যাংক, এনটিআরসিএ এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় বিষয়টি ভেবে দেখবেন।
এত অত্যাচার সহ্য করে যে সরকারী চাকুরী পাবে তার কাছ থেকে কী দুর্নীতিমুক্ত ভাল সেবা আশা করাটা বোকামী নয়?
১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৫
আরিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ, দেখি আগামীকাল দেওয়া যায় কিনা।
২| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চাকুরী কেন! নিজেই কিছু একটা করে নিলে পারে বেকার রা। যাই হোক লিখাট গ্রহণযোক্য । শুভ কামনা রইল।
১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৮
আরিফ আহমেদ বলেছেন: এই দেশে লেখা পড়া করে নিজে কোন ব্যবসা করতে গেলে অন্য ব্যবসায়িদের চাইতে অনেক বেশ সমস্যার মোকাবেলা করতে হয়। তার পরেও ব্যবসায় ভাল।
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বেকার গাড়ী তোমার একার।
৪| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বেকার গাড়ী কি তোমার একার।
১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৯
আরিফ আহমেদ বলেছেন: হ্যা রে ভাই, বেকারের সাথে কেঊ থাকে না
৫| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২
হামিদ আহসান বলেছেন: কেউ ভাবে না কারো কথা৷ যার যা ইচ্ছা তাই করে ......
১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৯
আরিফ আহমেদ বলেছেন: মগেরমুল্লুক
৬| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
ক্যান্ডি বলেছেন: চাকুরী পাবার সাথে সাথে বেকার ভুলে যায় যে সেও বেকার ছিলো, ভুলে যায় তার সব ভোগান্তি, কষ্টের কথা। নিজেকে নিয়া ব্যাস্ত হয়ে পড়ে। জড়িয়ে পড়ে প্রচলিত অনিয়মে। একবারও ভাবে না অন্য বেকারদের কথা যারা আজও সেই কষ্টের মধ্য দিয়া যাচ্ছে। একবারও চেষ্টা করেনা যেনো অনাগত বেকারদের সেই কষ্ট দুর করতে..... যদি করত তবে সব কিছু অন্য রকম হতো।
১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩১
আরিফ আহমেদ বলেছেন: আমাদের সমাজটাই এমন। সময় সুযোগ বুঝে সবাই রাবণ হয়ে যায়।
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৫
পাগলাগরু বলেছেন: সব বেকার ভাইদের চাকরি হোক। কষ্ট দুর হোক এই দোয়া করি
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬
আরিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮
তাশফিয়া নওরিন বলেছেন: সহমত
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬
আরিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১২
রূপক বিধৌত সাধু বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩
বেরসিক কথক বলেছেন: খুবই গ্রহণযোগ্য একটি লেখা। আপনি এ লেখাটি প্রথম আলো কিংবা ইত্তেফাক পত্রিকার চিঠিপত্র কলামে পাঠান। এটা ছাপা হলে আশাকরি একটা ফল পাবেন।