নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আটলান্টা

আরিফ আটলান্টা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কেবল নামাজ, রোজা নয়

২৯ শে জুন, ২০২৫ রাত ৯:১০

জাপান একটি সমৃদ্ধ দেশ যেখানে বিশ্বের ১৫% শতবর্ষী মানুষ বাস করেন। অর্থাৎ ৯৫,০০০-এর বেশি মানুষ ১০০ বছরের ওপরে বেঁচে আছেন। এটি প্রমাণ করে যে সমৃদ্ধি ও দীর্ঘায়ুর উৎস কেবল মুখের ধর্ম নয়। বরং নিষ্ঠা, সাধনা আর একাগ্রতা।

যারা ধর্মীয়তা বা ঈশ্বরভক্তিকে আর্থিক উন্নতি ও দীর্ঘ জীবনের গ্যারান্টি হিসেবে বাজারজাত করেন তাদের কথা সঠিক নয়।

জাপান ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু বা ইসলাম ধর্মের অনুসারী জাতি নয়। ৮০% এরও বেশি জাপানি শিন্তো ধর্মে বিশ্বাসী।

ধর্মের চেয়ে তাদের সংস্কৃতি পরিশ্রম ও সততার উপর ভিত্তি করে গঠিত। G7 দেশগুলোর মধ্যে চুরির হার সবচেয়ে কম,

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ —
তাদের রয়েছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয় ও সবচেয়ে দীর্ঘ আয়ু।

বিধাতা জাপানকে আশীর্বাদ করেছেন ধর্ম বা অঞ্চল দেখে নয়। বরং তাদের অঞ্চল তো পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদহীন এলাকা।

তারা আশীর্বাদপ্রাপ্ত কারণ তাদের জীবনযাপন পদ্ধতি। বিশেষ করে তারা কেমন আচরণ করে একে অপরের সঙ্গে, এবং কী খায়।

জাপানিদের জীবনের মূল ভিত্তি হলো -

বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, লাল মাংসমুক্ত খাবার , স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস। পাশাপাশি, জাতিগত মানসিকতায় রয়েছে অকপট সততা।
যে কোনো ধর্ম যদি শেষ পর্যন্ত শুধুই আর্থিক সাফল্য এনে দেয় বা ভিন্ন ধর্মাবলম্বীদের ঘৃণা শেখায় — তাহলে সেই বিশ্বাসব্যবস্থার উচিত জাপানকে দেখা ও তাদের থেকে শিক্ষা নেওয়া।

জীবনযাপনই আসল শিক্ষা। ধর্ম নয়, চরিত্রই প্রকৃত সমৃদ্ধির মূল।


আমরা যদি ভাবি - ইসলাম মানে কেবল নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তেলাওয়াত করা, যাকাত দেয়া, হজ করা, আর শাহাদাত পাঠ করলেই শেষ । তাহলে বিরাট ভুলে। যে ভুলের খেসারত দিয়ে যেতে হচ্ছে মুসলিম দেশগুলোকে।

এই ইবাদতগুলো আচারগত ইবাদত। এগুলো ফরজ। অবশ্যই এর জন্য হিসাব দিতে হবে।
কিন্তু এই ইবাদতের আসল ফল আসবে না এবং এর উদ্দেশ্য পূরণ হবে না যদি না মানুষের তার আচরণগত ইবাদত ঠিক না থাকে।

আনুষ্ঠানিক ইবাদত গ্রহণযোগ্য হবে না — যদি মানুষ মানুষের প্রতি অন্যায় করে, দায়িত্বে অবহেলা করে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা বলে, দূর্নীতি করে।

ধর্মীয় পরিচয় — এটা শুধু নিজের আর আল্লাহর মাঝের ব্যাপার।

ঘরের দেয়ালে কাবার ছবি টানানো যথেষ্ট না!

গাড়িতে কুরআন রাখা যথেষ্ট না!

দোকানের দেয়ালে কুরআনের আয়াত টাঙানো যথেষ্ট না!

হাতে তাসবিহ রাখা যথেষ্ট না!

৩০ বার ওমরাহ করা যথেষ্ট না!

৭০ হাজার বার নামাজের সেজদায় দাঁড়ানো যথেষ্ট না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.