![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"টেক্সাসের বুড়িমা আর তার পিস্তল "
টেক্সাসের এক চমৎকার সকাল। এক বয়স্কা মহিলা বাজার করতে এসেছেন। মহিলা স্বভাবে শান্ত হলেও দরকার পড়লে সবকিছু মুহুর্তে রণক্ষেত্র বানিয়ে দেয়ার মতো ওস্তাদ। বাজার শেষে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ দেখেন তার গাড়ির ভেতরে চার ছোকড়া ঢুকে আছে আর কিছুক্ষণেই তার গাড়ি নিয়ে হাওয়া হয়ে যাবে।
মুহূর্তেই তার ভেতরের র্যাম্বো জেগে উঠল।
তিনি বাজারের ব্যাগ ফেলে দিলেন একদিকে। পেছন থেকে পিস্তল টেনে বের করে চিৎকার করে বললেন, বাছারা এই দেখো- আমার হাতে কি আছে। হয় গাড়ি থেকে নামো না হয় গুলি করে করে তোমাদের গাড় থেকে আমি মাথা নামিয়ে নিবো। এক ছোকড়ার ঠোঁটে সিগারেট ছিলো। বুড়ির পিস্তলের প্রথম গুলিতেই তার সিগারেট হাওয়া।
চার যুবক এক মুহূর্তও দেরি না করে দৌড়। কেউ পেছনে ফিরেও তাকায়নি। মনে হচ্ছিল যেন অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট চলছে।
ভদ্রমহিলা তখন গাড়ির পেছনে বাজারের ব্যাগ রেখে গাড়িতে বসলেন। কিন্তু হায়। যতই চাবি ঢোকাতে যান তা আর ইগনিশনে ঢুকছে না। মহিলা ঘেমে একেবারে একাকার।
এতক্ষণে তার চোখে পড়লো সামনের সিটে রাখা কয়েকটা ফালতু ম্যাগাজিন। ছড়িয়ে আছে বেশ কয়েকটি বিয়ারের ক্যান। আরে উনি তো এগুলো কেনেননি। বুড়িমার মাথায় হাত। বুঝলেন এ তো তার গাড়িই না।
বুড়িমা এবার কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলেন। তারপর দেখেন- দুই গাড়ি পরেই নিজের আসল গাড়িটা ঠিকঠাক জায়গামতোই আছে। গাড়ি নিয়ে সরাসরি ছুটলেন থানায় । তারপর বললেন- আমি একটা ছোট্ট ভুল করেছি।
থানার সার্জেন্ট পুরো গল্প শুনে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। ইশারা করে চার ছোকড়াকে দেখালেন পাশে দাঁড়িয়ে অভিযোগ করতে- এক ক্ষ্যাপাটে বুড়ি কিছুক্ষণ আগেই আমাদের গাড়ি ছিনতাই করলো। গায়ের রঙ সাদা, চুলগুলো ছোট করে কাটা, চোখের ভিতর আগুন আর পিস্তল ভর্তি গুলি।
সার্জেন্ট বললেন, বুড়িমা আপনার গাড়ি চিনতে ভুল হয়ে গেছে। কিন্তু আপনার টার্গেটিং স্কিল একেবারে স্পট অন। চাইলে আমাদের টীমে আজকেই জয়েন করতে পারেন।
গল্পের শিক্ষাঃ বয়স বাড়লে ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি ভুল করতেই হয় তাহলে সেটা যেন সারা জীবন মনে রাখার মতোই ভুল হয়
©somewhere in net ltd.