![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কেউ ভেবে থাকে শুধু অর্থই তাকে সুখ এনে দেবে। সেটা ভুল। অর্থ ফুরিয়ে যায়। সোনা আর ডলারের দামও রোজ ওঠানামা করে। আজ ব্যাংকে যা আছে কাল সেটা হয়তো থাকবে না। গত কয়েকদিন আগে বিলিয়ন ডলারের মালিক আমাজনের জেফ বেজোস বলেছেন- অর্থ সাময়িক প্রয়োজন মেটায়। কিন্তু সম্পর্ক ধরে রাখতে পারেনা। ডিভোর্সর পর তার কত রাত ঘুম হয়নি। বিলিয়ন ডলার তাকে প্রকৃত সুখ এনে দেয়নি ।
কেউ যদি সম্মান আর ক্ষমতায় সুখ খুঁজে তবে এটাও জেনে রাখা দরকার ইতিহাস বলে ক্ষমতা একটা সিংহের মতো। আজ তুমি তার পিঠে বসে আছো। কিন্তু কাল হয়তো সিংহটাই তোমাকে খেয়ে ফেলবে। কিংবা ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় বসেও ঘর ভেঙ্গে যেতে পারে। নেপোলিয়ান থেকে পুতিন ক্ষমতায় থেকেও গৃহে শান্তি আসেনি। নেপোলিয়ান এতো ক্ষমতাশালী হওয়ার পরও এতো বেশি ভীত থাকতেন নিজের নাপিতকে দিয়ে শেভ পর্যন্ত করাতেন না। তার ভয় হতো কোন ভরসায় তিনি তার গলা নাপিতের ছুরির নীচে সঁপে দিবেন।
মানুষের প্রশংসায় ও সুখ খুঁজে লাভ নেই। কারণ তাদের মুখের কথায় কি ভরসা করা যায়? আজ যে তোমাকে বাহবা দিচ্ছে কাল সেই তোমার পেছনে ছুরি বসাতে পারে। মানুষের মন আকাশের মেঘের মত বদলায়। কারো হাততালিতে স্থায়ী শান্তি নেই। জুলিয়াস সিজার ব্রুটাসকে সন্তানের মতো ভালোবাসতেন। সেই ব্রুটাসই তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে জুলিয়াস বন্ধুর হাতে বিশ্বাসঘাতকতার সেই ইতিহাস খ্যাত কথাটি বললেন- "Et tu, Brute?"
"ব্রুটাস তুমি ও "
অর্থ, ক্ষমতা, সম্পর্ক সবকিছুই বস্তুগত এবং ক্ষণস্থায়ী। আর কোনো ক্ষণস্থায়ী জিনিসে চিরস্থায়ী সুখ খুঁজে পাওয়া যায়না। সুখ তৈরি হয় মানুষের আত্মার নিভৃত অলিন্দে। আর আত্মা যেহেতু কোনো বস্তুগত জিনিস নয়, তাই আত্মার সুখও কোনো বস্তগত ব্যাপার নয়।
সুখ হলো ধীরে ধীরে তৈরি হওয়া এক মানসিক অবস্থা যেখানে হৃদয় থাকে স্থির আর আত্মা হয়ে ওঠে পবিত্র। সুখ খুঁজতে হয় সত্যে, মানসিক প্রশান্তিতে এবং সৃষ্টিকর্তার সাথে সংযোগে।
বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ডঃ এম স্কট পেক জীবনের ক্ষুধা নিবৃত্তি থেকে শুরু করে সুখ প্রাপ্তির আটটি স্তরের কথা বলেছেন। সেখানে সর্বোচ্চ স্তরের কথা বলা হয়েছে সরাসরি স্প্রিরিচ্যুয়ালিটি বা আধ্যাত্মিকতার সংযোগ কে।
জীবনের নানা প্রয়োজনে মানুষের ধন, মান, অর্থ, বিত্ত দরকার। কিন্তু সবচেয়ে বেশি দরকার এগুলোর পাশাপাশি আধ্যাত্মিক সংযোগ। আধ্যাত্মিকতা ছাড়া মানুষের জীবন হলো স্বর্ণ -রুপায় ভরা এমন এক জাহাজ যে জাহাজে কোনো নাবিক নেই। ফলে এ জাহাজ কোনোদিন তার গন্তব্যে পৌঁছায় না। আধ্যাত্মিক যোগ যার যত বেশি, ইহ জাগতিক চাহিদা তার তত কম এবং মানসিক সুখ ও প্রশান্তি তার তত বেশি।
©somewhere in net ltd.