নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আটলান্টা

আরিফ আটলান্টা › বিস্তারিত পোস্টঃ

কিভাবে একজন ভালো লেখক হওয়া যায়

০৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:১৭

কলম, কালি , কাগজ, কীবোর্ড কাউকে লেখক বানায় না। বরং এটি এমন এক ক্ষত যা না লেখলে তা শুকায় না। এমন এক বিস্ময় যা প্রকাশ না করে পারা যায় না। আর এমন এক নীরব আর্তনাদ যা শুধু লেখার মাধ্যমেই বের হয়ে আসে।

লেখা কোনো পেশা নয়। লেখা হলো নেশা। লেখা হলো এক ধরনের নিয়তি যা তাকে চুপ থাকতে দেয় না। সত্যিকারের লেখক কখনও লেখে না এই আশায় যে তার নামের পাশে "লেখক" শব্দটি জুড়ে যাবে। সে লেখে কারণ তার ভেতরে এমন এক নিরব কোলাহল আছে লেখা ছাড়া যা থেকে তার কোনো মুক্তি নেই।


তবে একথা সত্য। কেউ যদি সত্যিই লেখক হতে চায় তবে তাকে প্রথমেই একজন উন্মাদ পাঠক হতে হয়। পাঠক হয়ে ওঠার আগেই লেখক হয়ে ওঠা আত্মঘাতি।


লিখতে হলে প্রচুর পড়তে হয়। কারণ না পড়ে কোনো কিছুকে বুঝে ওঠা অতো সহজ কাজ নয়। শিখতে হয় নিজেকে বোঝার জন্য এবং আর লিখতে হয় নিজেকে বোঝানোর জন্য। কোনো বাহবা পাওয়ার জন্য কিংবা কোনো খ্যাতির জন্য কখনো লিখতে নেই।


লেখা প্রকাশে দেরি হলে ক্ষতি নেই। তবে একজন সত্যিকারে লেখক তাই বলবে তা যেন সমস্ত নীরবতার চেয়েও গভীর হয়। যার লেখায় একজন মানুষের হৃদয়ে যেন নতুন করে ভাবনা তৈরি হয়।


সত্যিকারের প্রতিটি লেখা তাই যেন এক অন্তর্যাত্রা। সেই যাত্রা যদি কোনো সত্য উন্মোচন করতে না পারে তবে সে কখনোই লেখক নয়। সে কেবলমাত্র কিছু শব্দ আর কিছু বাক্যের বাহক।

একজন লেখক তাই কেবল মাত্র সুন্দর শব্দ বলতে চায়না। বরং বলতে চায় সেইসব সত্য যা মানুষ প্রতিদিন দেখেও দেখে না, চোখে পড়েও পড়েনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.