নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আটলান্টা

আরিফ আটলান্টা › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য নিশ্চিত কিন্তু আসল সৌন্দর্যটা আছে যাত্রার মধ্যেই।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ২:২০

মানুষ তার নিজের সঙ্গে এমন এক দূরত্বে থাকে যা কোনো মানচিত্রে দেখা যায় না। কোনো গজ, ফিতা দিয়েও মাপা যায় না। মানুষ হিমালয় অতিক্রম করে। কিন্তু সারা জীবনেও সে নিজেকে বুঝার দূরত্ব অতিক্রম করতে পারে না। এই দূরত্ব তখনই ঘোছে যখন কেউ নিজেকে নিজে বুঝতে পারে। যখন সে তার ভিতরে সত্য হয়ে ওঠতে পারে।

প্রাণী জগতের মাঝে যা সাপ- তা সব সময়ই সাপ। যা বাঘ তা সব সময়ই বাঘ। কিন্ত যা মানুষ তা সব সময়ই মানুষ না। তার অন্তর এক। বাহির আরেক। বাঘ বাড়লে বাঘই বাড়ে। মহিষ কমলে মহিষই কমে। কিন্তু জনসংখ্যা বাড়লে সব সময় মানুষ বাড়েনা। জনসংখ্যার সাথে মানুষের দূরত্ব রয়েই যায়।

মানুষ মানুষকে নির্ধারিত করে তার নাম, কাজ, ক্ষমতা বা পদবী যা কিছু আছে তা দিয়ে। কিন্তু সত্যিকারের মানুষ চেনা যায় তার ভেতরের ভাবনা, অনুভব আর মানসিক শক্তি দিয়ে। নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া অতো সহজ নয়। এই দূর্গম পথ যাত্রায় মাঝে মাঝে পথ হারানো স্বাভাবিক। কিন্তুু প্রকৃতপক্ষে পথ হারিয়ে যাওয়াটাই হারিয়ে যাওয়া নয়। বরং সত্য না খুঁজে বের করাটাই আসল হারিয়ে যাওয়া।

যে মানুষ মনে করে তার চিন্তাটাই সব সময় সঠিক আর অন্যরা সবসময় ভুল । সক্রেটিস এটাকেই বলেছেন- মানুষের "ফলস কনফিডেন্স" । মানুষ যেমন জলে ডুবে মরে। ঠিক তেমনি সে " ফলস কনফিডেন্সে" পড়েও মরে। কিন্তু সে সত্য বুঝতে পারেনা বলে তার এই মৃত্যুটাও সে বুঝতে পারেনা। ফলে সে সত্য মিথ্যার দূরত্বও অতিক্রম করতে পারেনা।


বিধাতার আশীর্বাদ নিতে হলে আগে সত্য পথের যাত্রী হতে হয়। এ জন্য নিজেকে নিজেই বারবার ভাঙ্গতে হয়। কিন্তু এই ভাঙ্গাটা ভয়ঙকর না। কারণ এই ভাঙনের ভেতর দিয়েই তার সত্যের দরজা খোলে ।

আগেই বলেছি সত্য খোঁজার এই যাত্রা কোনো সোজা রাস্তা নয়। এটা অনেক বাঁক, দুঃখ আর বোঝাপড়া দিয়ে তৈরি।এই পথেই আমরা ধীরে ধীরে নিজেদের আসল রূপ চিনে নিতে পারি। কে কতটুকু সৎ আর কে কতটুকু অসৎ এই বোধের মানচিত্র নিজের ভিতরে নিজেই আঁকতে পারি।

সত্য বুঝতে কারো একদিন লাগে, কারো এক বছর লাগে, কারো লাগে সারা জীবন। নদী যেমন ধীরে ধীরে সমুদ্রের দিকে যায়। ধীরে ধীরে গন্তব্যে পৌঁছে। তার এই গন্তব্য যতটা সুন্দর যাত্রাপথে তার বিরামহীন ছুটে চলা আরো বেশি সুন্দর। ঠিক তেমনি সত্য খোঁজার পথও সুন্দর। আর যে যত সত্যের দিকে এগিয়ে যায় নিজেকে বুঝার দূরত্ব তার তত কমতে থাকে।

সেজন্য সক্রেটিস বলেছেন নো দাইসেলফ। নিজেকে জানো। দুনিয়া বুঝার আগে নিজেকে বুঝ। অন্যকে জাজ করার আগে নিজেকে জাজ করো। কাবাঘর, মক্কা, মদীনা, গয়া, কাশি, সন্নাস জীবন কোনো কিছুই তোমাকে সত্যিকারের মানুষ বানাতে পারবে না যতদিন না তুমি তোমার ভিতরে সত্য হয়ে ওঠতে পেরেছো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.