![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি একজন সম্রাট। হয়তো অবাক হবেন- পারস্যের সম্রাট, রোমান সিজার এমনকি মিসরের ফেরাউন থেকেও বেশি বিলাস বহুল জীবন যাপন আপনার।
মিসরের ফেরাউনের সবচেয়ে লাক্সারিয়াস যান ছিলো একটা ঘোড়ার টানা সাজানো গাড়ি। আর আপনার আছে ব্যক্তিগত গাড়ি। ট্রেনে চড়তে পারেন। বিমানে সিট বুকিং করতে পারেন। ফেরাউনের গতিবেগ ছিলো ঘন্টায় মাত্র আট কিলোমিটার। আর আপনার গতিবেগ ৬০ থেকে ৮৫০ কিলো মিটার। ফেরাউনকে যে পথে যেতে লাগতো একমাস আপনার লাগে মাত্র এক দিন।
পারস্যের সম্রাট তাঁর প্রাসাদে মোমবাতি আর তেলের দীপ জ্বেলে আলোকসজ্জা করতেন। আর আপনি বৈদ্যুতিক বাতিতে ঘর উজ্জ্বল করে রাখেন।
রোমান সিজার পানি পান করতেন পানি বহনকারীর কাছ থেকে। পানি থাকতো একটা চামড়ার থলেতে। আর আপনি পান করছেন বিশুদ্ধ, জীবাণুমুক্ত পানি। যা পাইপের মাধ্যমে আপনার বেডরুম পর্যন্ত অনায়াসে চলে আসে।
জার্মান কাইজারের সবচেয়ে বড় বিনোদন ছিল সামান্য পুতুল নাচের খেলনা। আর আপনার ঘরে, হাতের তালুতেই আছে লক্ষ লক্ষ পুতুল নাচের বিনোদন।
লুইস চতুর্দশের ছিল পাচক যে তাকে ফরাসি খাবার রান্না করে খাওয়াতো। আর এখন আপনার বাসার নিচেই আছে ফরাসি , চাইনিজ ,টার্কিস, দেশি বিদেশী কত রকমের রেস্টুরেন্ট।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে ভৃত্যরা খলিফাদের উটপাখির পালক দিয়ে বাতাস করতো। আর এখন তার জায়গায় আছে এয়ার কন্ডিশনার। একটিমাত্র বোতামে চাপ দিলেই পুরো ঘরটাই শীতল ।
যাকে গ্রেট বলা হয় সেই আলেকজান্ডার রোগ নির্ণয় না করতে পারায় অল্প বয়সেই মারা যান। এতো বড় সম্রাট হওয়ার পরও তার কোনো সুচিকিৎসক ছিলোনা। আর এখন একজনের হৃদয়ে আরেকজনের হৃদয় প্রতিস্থাপন করা যায়। যদিও বাঁচা মরা বিধাতার হাতে।
কাজেই আপনি একজন সম্রাট। বর্তমান ভোগ বিলাসের তুলনায় আগেকার সেই সব সম্রাটদের কিছুই ছিল না।
এসবের পরও আমরা হেরে গেছি। নিদারুণভাবে হেরে গেছি।
যার একটি গাড়ি আছে সে সেটিকে উপভোগ করে না। বরং যার দুটি গাড়ি আছে তার দিকে ঈর্ষায় তাকিয়ে থাকে। যার দুটি গাড়ি আছে সে কাঁদে কারণ তার প্রতিবেশীর বাড়ি আছে। যার বাড়ি আছে সে ঈর্ষায় জ্বলতে থাকে কারণ অন্যের আছে তার চেয়েও বেশি সম্পত্তি আছে।
শেষ পর্যন্ত আমরা একে অপরকে ঠকাই, লুট করি, অশ্রদ্ধা করি, ঘৃণা করি, দখল করি ,খুন করি, নিমূর্ল করি, সভ্যতা আর সমৃদ্ধির উপর পারমাণবিক বোমা ফেলি।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে, শ্রমিকরা কারখানা ভাঙে, রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করে, পুলিশরা গুলি ছোঁড়ে, জনতা পুলিশ মারে, মব বিচার করে, এক দল আরেক দলের বিরুদ্ধে ক্ষোভে, বিক্ষোভে ফেটে পড়ে। দিনের শুরু হয় আমাদের কাকে , কিভাবে অপমান , অশ্রদ্ধা করতে পারি। যে ভদ্র, নম্র সে সমাজে কোণঠাসা। যে গালিবাজ, দখলবাজ সে সমাজে সম্মানিত এবং সেলিব্রেটি।
জীবনের বিলাসিতায় আমরা সম্রাট হয়েছি। কিন্তু সভ্যতায় পিছিয়ে পড়েছি।
সুযোগ সুবিধায় উন্নত হয়েছি। কিন্তু ভালোবাসা ও মানবতায় পিছিয়ে গিয়েছি।
সীমাহীন লোভ আমাদের দুঃখী বানিয়েছে। লালসা আর ঈর্ষা আমাদের পরাজিত করেছে।
আমরা সম্রাট এটা সত্যি। তবে আমরা হলাম এই শতাব্দীর সবচেয়ে অসুখী এবং পরাজিত সম্রাট।
©somewhere in net ltd.