![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুনর্জাগরণঃ
একটা দেশের সমৃদ্ধি এবং পুনর্জাগরণ উড়োজাহাজ কেনে আর কারখানা নির্মাণ করে শুরু হয়না বরং এটা শুরু হয় তখন যখন আমরা এমন মানুষ তৈরি করি যারা সেগুলো নিজেরাই নির্মাণে করতে সক্ষম। যে দেশের সর্বোচ্চ মেধাবীরা এভাবে গণরুমে শুয়ে থাকে আর দেশ ফাইটার প্লেন কেনায় টাকা খরচ করে- বুঝতে হবে আমাদের চিন্তা এবং বিচক্ষণতায় দৈন্যতা রয়েছে। কোনো জাতি শুধুমাত্র সম্পদে উন্নত হয় না। বরং সেই সব মস্তিষ্কের মাধ্যমে উন্নতি হয় যারা তার দেশের মেধাকে সঠিক ভাবে ব্যবহার করতে জানে।
সভ্যতা মানেই টেলিভিশন দেখা কিংবা আকাশে ড্রোণ উড়ানোও নয় বরং সেগুলো তৈরির সক্ষমতা অর্জন করা। সভ্যতা মানে শুধু ইংরেজি বলতে শেখা নয়। বরং দেশের ভিতর অক্সফোর্ড, ক্যামব্রিজ মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। উন্নত বিশ্বে বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নয়নে যেখানে গণজাগরণ শুরু হয়েছে সেখানে আমাদের গণজাগরণ হলো কে কাকে কত বিশ্রী এবং নিঁখুত ভাবে গালি দিতে পারে। কে কাকে ল্যাং মেরে ফেলে দিতে পারে।
এর কারণ হলো আমাদের জাতির মাঝে সামষ্টিক চেতনার পরিপক্বতার অভাব। জাতীয় চিন্তা সঠিক হলে নানা সংকট সুযোগে পরিণত হয় এবং পথের প্রতিটি পাথর নির্মাণের অংশ হয়ে যায়।
একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন নিয়ে এ দেশে যত আলোচনা হয়। পুরো দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার নিয়ে তার সিকিভাগও আলোচনা হয়না। লক্ষ লক্ষ ছাত্ররা যে প্রতিবছর নামে মাত্র অনার্স মাস্টার্স পাশ করে বের হয় তাদের ভবিষ্যৎ কি? লাখে লাখে এবতাদিয়া, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের দক্ষ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা কি?
লাখ লাখ গ্রাজুয়েটের মাঝে হাজার খানেক ছাত্ররা বিসিএস পাশ করে আরো হাজার দশেক নানা চাকুরিতে ঢুকে। আর বাকিরা?
তারা যদি কর্মই না পায় তবে তাদের সার্টিফিকেটের মূল্য কি? তারাই বা কি পড়লো। তাদেরকেই বা কি শিখানো হলো?
শিক্ষা ব্যবস্থায় যদি বৈপ্লবিক পরিবর্তন না হয় তবে এ দেশের মেয়েরা সুই সুতো দিয়ে কাপড় বুনতে থাকবে, ছেলেরা বিদেশের এয়ারপোর্টের ময়লা পরিষ্কার করবে আর মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আইএলটিএস পাশ করে বিদেশ যাওয়ার সুুযোগ খুঁজবে। ভিক্ষুকের যেমন কোনো আত্মমর্যাদা থাকেনা। ঠিক তেমনি অভাবে থাকা মানুষেরও কোনো স্বাধীনতা থাকে না।
বর্তমান বিশ্বে আধিপত্য তারই হবে যার হাতে থাকবে আপনার আহার। যে আপনার রুজি নিয়ন্ত্রণ করবে সেই আপনার প্রভু হয়ে ওঠবে। একটি গুলিও না ছুঁড়েও একজন সৈনিক না পাঠিয়েও সে আপনাকে উপনিবেশ বানাবে । মনে রাখবেন- বর্তমান পৃথিবীতে ভূখন্ডই শুধু উপনিবেশ হয়না। বরং আপনার সমস্ত দেহটাই উপনিবেশ হয়ে যায়।
©somewhere in net ltd.