নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আটলান্টা

আরিফ আটলান্টা › বিস্তারিত পোস্টঃ

কিছু দূরত্ব ইবাদত আর কিছু নীরবতা মুক্তি

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫৩

সমাজে কিছু মানুষ আছে যাদের উপস্থিতি এক ধরনের বোঝা। এমনকি তাদের সঙ্গে বিরোধ করাও ক্ষতি। সব মানুষই তোমার মন,সময় বা অনুভূতির স্থান পাওয়ার যোগ্য না। এমনকি বিরোধের জায়গাটুকুও না। কারণ বিরোধ করাও এক ধরণের মূল্যায়ন। আর যারা সেই মূল্যই রাখে না তাদের জন্য বিরোধে শক্তি নষ্ট করাও অনুচিত।

কিছু মানুষ আছে যাদের কাছাকাছি গেলেই তারা তাদের সমস্ত নেগেটিভ চিন্তা দিয়ে তোমার শক্তি শুষে নেয়। তারা তোমার জীবনে ঢুকে অর্থের বিকৃতি ঘটায়, মানসিক শান্তি ছিনিয়ে নেয় আর তোমার হৃদয়কে করে রাখে অস্থির।

এই রকম মানুষদের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। যা তোমার হৃদয়কে রক্ষা করবে বিষাক্ততা থেকে, তোমার মনকে রক্ষা করবে বিশৃঙ্খলা থেকে আর তোমার আত্মাকে বাঁচাবে এমন জায়গায় শক্তি খরচ থেকে যা একেবারেই অমূল্য।

অনেক সময় ভয় জিনিসটা ভালো। আর সাহস ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বিখ্যাত বলিউড ছবি "শোলে'তে দেখা যায়- ইন্সপেক্টর ঠাকুর বুকে সাহস নিয়ে ডাকাত গব্বর সিংএর বিরুদ্ধে একাই লড়তে গেছেন। পরিণাম হলো-সারা জীবনের জন্য তিনি তার হাত দুটো হারালেন। ঠাকুরের উচিত ছিলো প্রথমেই গব্বর সিংএর ডেরায় না গিয়ে মনকে শান্ত করা, সময় নেয়া, পরিকল্পনা করা, ফোর্স সংগঠিত করা-তারপর তার ডেরায় যাওয়া। কারণ কোনো শুকরের সাথে কোনোদিন একা লড়তে নেই।


এই ছোট জীবনে সব ঋণাত্মক জিনিস থেকে উচিত শান্তভাবে দূরে সরে চলে যাওয়া। কারণ- নীরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। আর অভ্যন্তরীণ শান্তি যে কোনো বাহ্যিক জয়ের চেয়েও মূল্যবান। সব দরজা খোলা যায় না। আর সব বিতর্কই মূল্যবান না। এই জীবনে কিছু কিছু দূরত্ব ইবাদত। আর কিছু নীরবতাই মানুষের মুক্তি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: অন্যকে মন্তব্য করুন।
নিজে মন্তব্য পান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.