![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপানে প্রদেশকে বলা হয় প্রিফেকচার আর গভর্ণরকে বলা হয় স্যেইজি। দ্বিতীয়বারের মতো টোকিও'র স্যিইজি নির্বাচিত হয়ে মিস ইয়োরিকো উনার ইনাগুরেশন বক্তৃতায় চমৎকার কিছু সুন্দর কথা বলেছিলেন।
জাতীয় সংগীত গাওয়া আর জাতীয় পতাকা উত্তোলন করা এগুলো একটা দেশের সিম্বলিক দেশপ্রেম এবং এগুলো অবশ্যই মর্যাদাপূর্ণ। কিন্তু প্রকৃত দেশপ্রেম শুধু সংগীত গাওয়া আর জাতীয় পতাকা উত্তোলন করায় সীমাবদ্ধ থাকেনা।
আপনার প্রকৃত দেশপ্রেম হলো -আপনি আপনার দেশের আইন শৃঙখলার প্রতি শ্রদ্ধাশীল কিনা, চলার সময় ট্রাফিক আইন মেনে চলেন কিনা, ডাক্তার হলে রোগীকে সর্বোচ্চ সেবা দেন কিনা, রোগী হলে হাসপাতালের বিধি বিধান মানেন কিনা, একজন সুনাগরিক হিসাবে আপনার চারপাশ পরিচ্ছন্ন রাখেন কিনা, একজন ব্যবসায়ী হিসাবে পণ্যের গুণগত মান ঠিক রাখেন কিনা এবং সুলভ মূল্যে ভোক্তার কাছে দ্রব্য সামগ্রী পৌঁছে দেন কিনা, আপনার কোনো আচরণে অন্যের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, সরকার এবং নাগরিক উভয়েই তার দায়িত্ব এবং কর্তব্যবোধ যথাযথভাবে পালন করছে কিনা। প্রকৃতপক্ষে এসবই হলো আপনার আসল দেশপ্রেম।
এরপর তিনি প্রশ্ন করেন-
একজন চোর, ডাকাত, খুণি, ধর্ষক কিংবা যার কারণে সমাজে অন্যের ভোগান্তি বাড়ে তার গাওয়া ন্যাশনাল এনথেম আদৌ কি কোনো দেশপ্রেম ?
©somewhere in net ltd.