![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক কৃষক তার পাঁচ বছরের ছেলেকে একটি গাছের নিচে বিশ্রাম করতে দিয়ে ক্ষেতের কাজ শুরু করেন।
হঠাৎ কৃষক শুনতে পান তার ছেলে জোরে চিৎকার করছে। দৌড়ে গিয়ে তিনি দেখেন একটি সাপ তার ছেলেকে কামড়ে দিয়ে খুব দ্রুত পালাচ্ছে।
রাগে আর ক্রোধে উন্মুত্ত কৃষক তার হাতের দা নিয়ে সাপের পিছু নেন। কৃষকের তাড়া খেয়ে সাপটি পাশের একটা কাঠের গাদায় আশ্রয় নেয়। কৃষক একে একে সব কাঠ সরাতে শুরু করেন এবং শেষে দেখেন সাপটি একটি গর্তে ঢুকে পড়েছে। কৃষক এবার সেই গর্ত খুঁড়তে শুরু করেন এবং অনেক খোঁড়ার পর তিনি দেখেন গর্তের সাথে একটা নালা সংযুক্ত। সেই নালা দিয়ে সাপটি পালিয়েছে।
তিনি এবার সন্তানের কাছে ফিরে এসে দেখেন সাপের বিষে ছেলেটি নিস্তেজ হয়ে শুয়ে আছে। আর সাপের দংশনস্থলে জমে উঠেছে নীল বিষের ছাপ।
তিনি এবার হাতের দা ফেলে ছেলেকে কাঁধে নিয়ে বাতাসের চেয়েও দ্রুত গতিতে হাকিমের বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন।
হাকিম ছেলেকে দেখে গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন- আপনার ছেলে ইতোমধ্যে মারা গেছে। কালক্ষেপণ না করে যদি আপনি শুরুতেই আমার কাছে আসতেন তাহলে সময়ও পাওয়া যেতো আপনার ছেলেও হয়তো বেঁচে থাকতো।
সাপে আপনার ছেলেকে দংশন করলেও সে মারা গেছে আপনার বিচক্ষণতার অভাবে। রাগে আর ক্রোধে আপনি এতো বেশি অন্ধ হয়ে গিয়েছিলেন- সন্তানকে বাঁচানোর পরিবর্তে প্রতিশোধ নেয়াটাকেই আপনি জরুরি মনে করেছেন।
রাগ ও প্রতিশোধের চিন্তা আমাদের অন্ধ করে দেয়। এতে আমরা ভুল সিদ্ধান্ত নেই যা আমাদেরই বড় ক্ষতি করে। সবসময় শত্রুকে মনের মাঝে লালন করলেই সেই শত্রুই আপনার চোখের ঘুম কেড়ে নেয়। ক্ষমা করতে শেখা অনেক বড় একটা শক্তি। কিন্তু শত মনীষীর জীবনী পড়েও আমরা কয়জন সেই শক্তি অর্জন করতে পারি।
একটা কথা সবসময় মনে রাখতে হয়- আলো কোনোদিন অন্ধকারকে তাড়া করেনা। আলো নিজে যত বেশি আলোকিত হয়, অন্ধকার তত বেশি দূরে সরে রয়।
©somewhere in net ltd.