![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মের নামে যারা মিথ্যার আশ্রয় নেন- মিথ্যা প্রপাগান্ডা ছড়ান- তারা নবী জীবনের এই ঘটনাটি থেকে কি আদৌ কোনো শিক্ষা গ্রহণ করবেন?
মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর একমাত্র পুত্র ইব্রাহীমের আকস্মিক মৃত্যুতে দুঃখে কাতর হন। প্রিয় সন্তানের চির বিদায় তাঁকেও বিদীর্ণ করে ।
সেই দিনটিতে প্রকৃতিও বিষণ্ন ছিলো। আরবের আকাশজুড়ে দেখা দেয় পূর্ণ সূর্যগ্রহণ। আর এতেই মানুষ কল্পনার ঘোড়া ছুটিয়ে বলতে থাকে নবীর প্রিয় পুত্রের মৃত্যুতে আকাশ জুড়ে নেমে এসেছে অন্ধকার। অনেকেই এই ঘটনাকে একেবারে অলৌকিক ঘটনা হিসেবে মেনে নেয়া শুরু করে।
কিন্তু মহানবী (সা.) তখন ইতিহাসের এক অবিস্মরণীয় সত্য উচ্চারণ করে বলেন-
সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন। গ্রহণ প্রকৃতির নিয়মেই ঘটে। কারো মৃত্যু বা জন্মের কারণে কোনো গ্রহণ হয় না। (সহিহ বুখারি)
চাইলেই তিনি এই ঘটনাকে নিজের মর্যাদা বৃদ্ধির সুযোগে কাজে লাগাতে পারতেন। যেমন বহু ক্ষমতালোভী নেতারা করে থাকেন।
কিন্তু মুহাম্মদ (সা.) ছিলেন ভিন্ন। নবুওতের মহান দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কখনো নিজের অবস্থানকে গুজব কিংবা অলৌকিকতার আবরণে সাজাননি। ধর্মকে অতিরন্জিত করেন নি। মিথ্যা, প্রপাগাণ্ডার আশ্রয় নেননি।
সত্যের পথে তিনি ছিলেন একেবারে আপোষহীন তাঁর জীবনের বুঝ থেকে একবারে শেষ দিন পর্যন্ত।
©somewhere in net ltd.