| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনজন মানুষকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেয়ার আদেশ দেয়া হয়।
একজন ধর্মগুরু, একজন আইনজীবী, এবং একজন বুদ্ধিজীবী।
প্রথমে ধর্মগুরু:
তাঁর শেষ কথা কী হবে জিজ্ঞেস করা হলে তিনি দৃঢ়ভাবে বললেন:
আমার প্রতিপালক বিধাতাই আমাকে রক্ষা করবেন।
গিলোটিন নিচে নামলো। কিন্তু তাঁর গলায় পৌঁছানোর আগেই থেমে গেল। সবাই মনে করল- এটি নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। তাই তাঁকে মুক্তি দেওয়া হলো।
দ্বিতীয়জন আইনজীবী:
তাঁর পালা এলে তিনি শান্তভাবে বললেন:
আমি ধর্মগুরুর মতো নই। কিন্তু ন্যায়বিচারকে মানি আর ন্যায়বিচারই আমাকে রক্ষা করবে।
গিলোটিন নেমে তাঁর গলা স্পর্শ করার আগে এবারও থেমে গেলো। সবাই ভাবল ন্যায়বিচার তাঁকে বাঁচিয়েছে। তাই তাকেও মুক্তি দেয়া হলো।
তৃতীয়জন বুদ্ধিজীবীঃ
তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন:
আমি ধর্মগুরুর মতো নই, আইনজীবীর মতো ও নই।
কিন্তু আমি জানি গিলোটিনের দড়িতে একটি গিঁট আছে। যা এটিকে নিচে নামতে বাধা দিচ্ছে।
জল্লাদরা খুঁজে দেখল এবং সত্যিই গিঁটটি খুঁজে পেলো। তারপর সেটি ঠিক করে নিয়ে গিলোটিন নামানো হলো। যা তাঁর জীবনের পরিসমাপ্তি ঘটালো।
শিক্ষণীয় কথা: সবসময় নিজের পাণ্ডিত্য জাহির করতে নেই। অনেক সময় নীরবতাই রক্ষা করে। আর ভুল সময়ে নিজের প্রজ্ঞা প্রদর্শনই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
©somewhere in net ltd.