| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শিক্ষক একসময় ছাত্রদের মাথায় স্নেহের হাত বুলিয়ে মানুষ বানানোর স্বপ্ন দেখতেন, তিনিই আজ ছাত্রকে প্রাণনাশের হুমকি দেন। আর যে ছাত্র গুরুর চরণ ধুয়ে দিতো, সেই ছাত্রই এখন শিক্ষকের পিছু ধাওয়া করে অপমানের তীর ছুঁড়ে।
যে ছেলে অশ্লীল গালি শুনে কানে হাত দিতো। সে এখন গালি দেয়াকে ভাবে স্মার্টন্যাস। যে মেয়ে একসময় নিজের ছবি তুলতে সংকোচ বোধ করতো। সেই মেয়ে এখন নিজেকে প্রদর্শন করেই মুক্তির সাধ খোঁজে। যে ছাত্র স্বপ্ন দেখত জ্ঞানের আলো দিয়ে জীবনের অন্ধকার দূর করবে, সে আজ ভিউয়ের সংখ্যাকে জীবনের লক্ষ্য ভেবে দাঁড়িয়ে থাকে নালা, নর্দমায়, ডুবা, নালায়। যারা পারতো জাতিকে সুন্দর দিক নির্দেশনা দিতে। তারাও নানা রকমের গুজব ছড়ায়। জীবনের উদ্দেশ্য এখন যত পারো ভিডিও বানাও। আর যত পারো ভিও কামাও।
লজ্জাশীলা মেয়েটি ভাবতে শিখেছে দেহই হলো পুঁজির শ্রেষ্ঠ উৎস। ভদ্রতার পাঠ নেওয়া ছেলেটি নৈতিকতাকে ব্যঙ্গ করে অন্যের ইনবক্সে নোংরা প্রস্তাব পাঠায়। আর সেটিকেই গর্ব করে প্রকাশ করে সামাজিক মাধ্যমে। আর যে ভালোবাসা একসময় ছিলো পারস্পরিক বিশ্বাসের আর মর্যাদার। তা আজ বাজারের সস্তা পণ্যের মতো দামে দামে বিকোচ্ছে। কারণ এসবই এখন নরমাল। ভয়ঙ্কর রকমের নরমাল।
অতিরিক্ত স্মার্ট হয়ে যাওয়া এই সময়ে এখন একে অন্যকে গালি দেয়া স্বাভাবিক, পরকিয়া স্বাভাবিক, ঘুষ স্বাভাবিক, দূর্নীতি স্বাভাবিক, মন ভাঙা স্বাভাবিক, প্রতারণা স্বাভাবিক, গুজব ছড়িয়ে দেয়া স্বাভাবিক , স্বপ্ন আর সম্পর্ককে পায়ে মাড়িয়ে যে কোনো কৌশলে, ছলে বলে সামনে এগিয়ে যাওয়া আর পুঁজি কামাই করাটাই স্বাভাবিক। প্রতিভা, নম্রতা, সততা এখানে নিশ্চুপ হয়ে যায়। আর ঔদ্বত্য, শক্তিমত্তা প্রদর্শন, মুখের উপর কথা বলা স্মার্টন্যাস বাড়ায়।
এসবের মাঝেও কিছু মানুষ আছেন হয়তো একেবারে হাতেগোনা। যারা এখনো সব কিছু পণ্য আর পুঁজি হিসাবে দেখেনা। যে কোনো ভাবেই সিঁড়ির উপরে ওঠাকে জীবনের একমাত্র সাফল্য হিসাবে দেখেনা। সত্যে ও ন্যায় নিষ্ঠে যারা এখনও অটুট, অটল, অবিচল।
এই যুগে তারা হয়তো একেবারে বেকডেটেড কিংবা আনফিট । আর এই আনফিট মানুষগুলোর মাঝে হয়তো বেঁচে আছে আমাদের নতুন করে বিশুদ্ধ হয়ে ওঠার শেষ সম্ভাবনা।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঔদ্বত্য, শক্তিমত্তা প্রদর্শন, মুখের উপর কথা বলা স্মার্টন্যাস বাড়ায়।
................................................................................................
এই ধরনের ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে,
আমাদের মাঝে নৈতিকতা আসতে হবে
তবেই আমরা মানুষ হবো ।