![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জীবন সাদা-কালো
ভেবেছিলাম জ্বালব আলো
কীসের মাঝে কী যে হল
স্বপ্নেরা সব মুখ লুকালো।
কিছুই যে আর হল না ঠিক
সবি যেন চলছে বেঠিক
গেল গেল জীবন আমার
রসাতলে ডুবেই গেল।
পাই না খুঁজে কোন দিশা
চোখেতে ঘোর অমানিশা
ঘষায় ঘষায় উঠছে ছাল
পথে পথে টালমাটাল।
কোথাও ছেঁড়া কোথাও ফাঁসা
করছি রিফু ধরছি আশা
আসলে সুদিন পুষিয়ে নেব
দুঃখ সুদে মূলে—
ভাবতে ভাবতে কখন দেখি
সেলাই গেছে খুলে।
সেই যে কবে জীবনটাকে
গায় পরেছি জন্মডাকে
তেল-কালি আর ঘামে কাদায়
গন্ধ ছোটে শ্বাস নেওয়া দায়;
দগদগানো দাগে ভরা
কোথায় বল থুই—
কোন ভাবেই দাগ ওঠেনা
যতই আমি ধুই।
হচ্ছে জীবন ফালি ফালি
প্রাণপনে তাই মারছি তালি
হলদে লাল আর নীল সবুজে
যখন যেটা পাচ্ছি খুঁজে
যায় না চেনা জীবনটা আর
রঙ-বেরঙের তালির বাহার
তালির ভীড়ে যায় হারিয়ে
যৌবনেরই দিন—
বুঝতে পারি হবে না শোধ
বেঁচে থাকার ঋণ।
মারতে তালি দিন চলে যায়
দুঃখ করার সময় কোথায়
তবু দুঃখ পেলাম তখন
হঠাৎ হেসে বললে যখন
হাউ সুইট ও মাই ডিয়ার
তুমি খুব রঙিণ!
২৩ শে মে, ২০১০ দুপুর ১:০১
আরিফ-বুলবুল বলেছেন: ধন্যবাদ সান্তনু!
২| ২২ শে মে, ২০১০ রাত ১:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিচ্ছন্ন কবিতা । পড়ে ভাল লাগল
২৩ শে মে, ২০১০ দুপুর ১:০০
আরিফ-বুলবুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬
সান্তনু অাহেমদ বলেছেন: সুন্দর।++