নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি......মো: আরিফুর রহমান........

আমি মুসলিম, আমার হাতেই তো থাকবে কোরআন, সুন্নাহ ও জিহাদী বই...

দেখি তো পারি কিনা.....

আমার আগে অনেকেই চলে গেছে...আমি ও যাবো... হয়তো আমার পরে আরো অনেকেই যাবে ..কিন্তু আমরা কতটুকু প্রস্তুত সে যাওয়ার জন্য.....

দেখি তো পারি কিনা..... › বিস্তারিত পোস্টঃ

আমার বানিজ্য মেলায় গমন অত:পর ধরা খেয়ে ফিরে আসা :| :| :(( :(( :(( (কিছুটা সচেতনতা মূলক পোষ্ট)।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আমার বিদেশ ফেরত বন্ধুকে নিয়ে সন্ধ্যা বেলায় বের হলাম বানিজ্য মেলা ঘুরে দেখানোর উদ্দেশ্যে। কিছুক্ষন হাটাঁর পর ও যখন মেলার হদিস পাইতেছিলাম না, তখন পথ নির্দেশকের সাহায্য নিয়ে জানতে পারলাম আমারা মেলার পথ ভুল করে ফেলছি B-)) । এতো বছর ঢাকয় থেকেও বন্ধুর সামনে পথ ভুলের কথা শুনে আমার ইজ্জত আব্রু ধুলায় লুটোপুটি খেলো :!> :#> । অদৃশ্য কাউকে অপবাদ দিয়ে তারা তারি বন্ধুকে নিয়ে সঠিক পথে হাটাঁ শুরু করলাম। এবং ডাবল পথ অতিক্রম করেX( শেষ পর্যন্ত মেলায় গমন করলাম। এর মধ্যে বন্ধু তার আই ফোন-৫ দিয়ে ছবি তুলায় ব্যস্ত্ হয়ে গেল। এটা সেটা অনেক ক্ষন ঘুরাঘুরি করে হাজির বিরিয়ানীর সামনে দিয়ে আসার সময় বন্ধু বললো এতা বড় স্টল, এদের খাবার কেমন..?? আমি হাজীর বিরিয়ানী খাওয়ার পূর্বের অভিজ্ঞতা থেকে বললাম, আমাদের ঢাকা শহরে অনেকে বিরিয়ানীর মধ্যে হাজির বিরিয়ানী অনেকে পছন্দ করে। এই কথা শুনে সে বললো: চল তাহলে খেয়ে আসি। আমি বললাম দোস্ত দেখ মেলায় ওরা মনে হয় দাম টা একটু বেশী নিবে। কিন্তু সে নাছোড় বান্ধা কয় কত আর বেশী নিবে ৩০-৪০ টাকা বেশী নিলে নিক। হাজির বিরিয়ানী খাওয়ার লোভ আর ছাড়তে পারলাম না B-)) B-)) বন্ধুর পিছু পিছু হাটা ধরলাম। ২ প্লেট বিরিয়ানী ২ জনের সামনে পরিবেশন করা হলো। সাথে খাওয়ার পূর্নতার জন্য ২ গ্লাস বোরহানী ও ছেয়ে নিলাম। খাওয়ার মধ্যে খানে দোস্ত বললো আসলেই অনেক মজার বিরিয়ানী:D। আমিও ছামে হাজীর পক্ষ হয়ে ২ কথা বাড়িয়ে বললাম;);)। খাওয়া শেষে বন্ধু বললো কত টাকা বিল আসতে পারে..?? আমি জ্ঞানীর মতো উত্তর দিলাম :-B , কত আর ২ জন মিলে সবোর্চ্চ ৫০০ হতে পারে। কিছু ক্ষন পরে ওয়েটার চুলকানি হাসি দিয়ে বন্ধুর সামনে বিল টা পরিবেশন করলো। বন্ধুকে জিজ্ঞাসা করলাম কতটাকা বিল হইছে..?? সে আস্তে করে ৯৮০ টাকাX(X(। এই কথা শুনার পর তো আমার হার্ট এট্যাক হওয়ার দশা:|:|। চিৎকার করে বললাম কতোওওও...X(X(...??? বিলের ডিটেইলস দেখলাম বিরিয়ানী ৩২০*২= ৬৪০X((X((, বোরহানী ১০০X((, সালাত ৬০X((, :P :P ভ্যাট ১০০X((, সার্ভিস চার্জ ৮০X(( টোটাল ২ জনের বিল ৯৮০ টাকা। কাউন্টারে গিয়ে বললাম ভ্যাট কেন..? আর সার্ভিস চার্জ কেন..?? ওরা আমাদের এটা সেটা বুজ দিলো। কি আর করা খেয়ে যখন ফেলছি বিল টা দিয়ে চলে আসলাম:((। আমরা থাকা অবস্থায় একটা ৪-৫ জনের ফ্যামিলি ডুকেছে বিরিয়ান খাওয়ার জন্য, দেখে মনে হলো ওরা একদম হায়ার ক্লাস এর না, মনে মনে চিন্তা করলাম ওদের কি অবস্থা হবে:|:|:|

এর পর যত যায়গায় ঘুরেছি বা যেটা খেয়েছি আগে থেকে দাম জিজ্ঞেস করে তার পর খেয়েছি এবং কিনেছি। তাই আপনারা যারা মেলায় ঘুরতে যাবেন খাওয়া দাওয়া করতে হলে ভেবে চিন্তে খেতে ঢুকবেন। বা আগে থেকে দাম জিজ্ঞেস করে নিবেন। না হয় খাওয়া দাওয়া করে পরে মনে কষ্ট নিয়ে বা অপমানিত হয়ে আসতে হবে :!> :#> ।

অবশ্য মেলায় আমার বন্ধুর সাথে ফার সিরামিক্সের একটা মেয়ে ভাব জমানোর ট্রাই মারছিলো :P :P কিন্তু পাত্তা না পেয়ে লজ্জা পেয়ে মেয়েটি কেটে পড়লো। কিন্ত আমি অভাগার দিকে কেউ ফিরে ও তাকালো না:((:((:((

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

wrongbaaz বলেছেন: মেলায় ঢুকার পুর্বেই খাদ্যকর্ম শেষ কইরা যান, এই পরামর্শ থাকল সবাইরে। এইরকম ডাকাতি কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

দেখি তো পারি কিনা..... বলেছেন: হুম। যদি মেলায় কারো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে মেলায় গিয়ে খাওয়ার ইচ্ছাটা ত্যাগ করতে হবে।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুমমমম...... দাম না জেনে খেতে বসার মানে টা কি?

আক্কেল সেলামী এর উদাহরণ.....

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: আসলে দাম না জেনে খাওয়াটা ই বড়ো বোকামী হইছে। তবে আইড়িয়া করেছিলাম ২ জন মিলে হয়তো বেশী নিলে ৫০০ নিবে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

নিশ্চুপ শরিফ বলেছেন: এই সব মেলায় আসলে গলা কাটে? আর ভ্যাট ছুঃ পুরা নিজের পকেটে গাপ করে দিবে টাকা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

দেখি তো পারি কিনা..... বলেছেন: আসলে আমরা সব খানে সব জায়গায় জিম্মি :| :| :( :(

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

নতুন বলেছেন: যখন দাম না জিঙ্গাসা করে খেতে বসবেন তার মানে হলো... "মানি ইজ নো প্রবলেম" তাই বিল পাবার পরে আবার জিঙ্গাসা না করাই ভাল>.. :)


গল্পথেকে সবার শিক্ষা:- কিছু কেনার আগে অবশ্যই দাম জিঙ্গাসা করে নেওয়া উচিত"

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: গল্পথেকে সবার শিক্ষা:- কিছু কেনার আগে অবশ্যই দাম জিঙ্গাসা করে নেওয়া উচিত" ....১০০% সহমত। সঙ্গে যেই থাকুক না কেন।

তবে এটা শুধু গল্প না, একেবারে বাস্তব অভিজ্ঞতা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

সরকার আলী বলেছেন: বমি করে ২ প্লেট হাজীর বিরিয়ানী হাজির (উপস্থিত) করে ফেরৎ দিলেন না কেন?

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

দেখি তো পারি কিনা..... বলেছেন: ওখানে ঝামেলা করে ওদের সাথে পেরে উঠা যাবে না। টোটাল মেলা টা যে মন্ত্রনালয় ইজারা নিয়েছে, সে মন্ত্রনালয়ের লোক ছিলো আমার, কিন্তু ওদের সাথে ঝামেলা জড়াতে ছাই নাই।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

বনসাই বলেছেন: আমি শনিবার যাচ্ছি। তবে অতীতের অভিজ্ঞতার ভারে লিখছি, ওটা আসল হাজীর বিরিয়ানি নয়, নামের ব্যানারে ঢাকা বা ঐ জাতীয় কিছু লিখে রেখেছে ছোট করে। প্রতিবারই এই চাতুরি করে থাকে এরা। আর আপনি ভ্যাট না ভেট দিয়েছেন; খাবারে ৮০০ টাকায় ১৫% হারে ভ্যাট আসে ১২০ টাকা। সার্ভিস চার্জের ভ্যাট না হয় বাদ দিলাম। ১০০ টাকা ভ্যাট নিয়ে কি মূসক ১১ দিয়েছে?
যেখানেই ভ্যাট নেবে মূসক ১১ চেয়ে নিবেন, নতুবা পুরোটাই তাদের পেটে পড়বে।
পরিশেষে একটা কথা বলি, ঢাকায় থাকার যোগ্যতা অর্জন করার সংগ্রাম শেষ হতে এখনো অনেক দিন বাকি আছে আপনার ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভ্যাট এবং সার্ভিস চার্জ এর ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম উনাদের সাথে। কিন্তু ভ্যাট এর জবাব দিলে ও সার্ভিস চার্জ এর কোন উত্তর দিতে পারে নি।

পরিশেষে একটা কথা বলি, ঢাকায় থাকার যোগ্যতা অর্জন করার সংগ্রাম শেষ হতে এখনো অনেক দিন বাকি আছে আপনার । ............আপনার কথাটা কি ভাবে নিবো বুঝতে পারতেছি না। তবে আল্লাহর কাছে প্রার্থনা হলো আল্লাহ যেন আমাকে যত কষ্টই হোক সঠিক পথ থেকে বিচ্যুত না করে।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভ্যাট এবং সার্ভিস চার্জ এর ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম উনাদের সাথে। কিন্তু ভ্যাট এর জবাব দিলে ও সার্ভিস চার্জ এর কোন উত্তর দিতে পারে নি।

পরিশেষে একটা কথা বলি, ঢাকায় থাকার যোগ্যতা অর্জন করার সংগ্রাম শেষ হতে এখনো অনেক দিন বাকি আছে আপনার । ............আপনার কথাটা কি ভাবে নিবো বুঝতে পারতেছি না। তবে আল্লাহর কাছে প্রার্থনা হলো আল্লাহ যেন আমাকে যত কষ্টই হোক সঠিক পথ থেকে বিচ্যুত না করে।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

আথাকরা বলেছেন: মতিঝিল হাজীর বিরিয়ানি সামনে লেখা আছে বাণিজ্য মেলায় আমাদের কোন স্টল নাই ! সুতরাং সব বুয়া বিরিয়ানি !!!

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

দেখি তো পারি কিনা..... বলেছেন: কি বলেন ভাই :|| :|| :||:(( :(( :(( এখনতো মন চাইতেছে ওদের কে গিয়া পিডাই X(( X(( X((

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

মাক্স বলেছেন: মেলায় গেলে ভুলেও কোন খাবারের দোকানের দিকে তাকাই না। :| :| :|

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভাই আমার শিক্ষা হয়ে গেছে। তাকালে ও খেতে ঢুকবো না।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

রিফাত হোসেন বলেছেন: আচ্ছা রসিদটা কি রকম হবে ? মানে মূসক রসিদ ।

এখন অগামগা ধরাইয়া দিলে , প্রিন্ট এ মূসক থাকলেই তো হল না তাই না ?

এর কোন প্রামান্য রসিদের আছে কি ?

একে আইডেন্টিফাই করব কিভাবে ? ভুয়া রসিদ না আসল ?

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

দেখি তো পারি কিনা..... বলেছেন: আমার তো এই ব্যাপারে ধারনা নাই :( । দেখি বনসাই ভাই কিছু বলে কিনা....???

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

নতুন বলেছেন: আমি প্রথম কম্পিউটার কিনের জন্য ঢাকায় গিয়ে ১৯৯৯ এ ১২০টাকায় ৩টা বাগার খাইছিলাম... ( আমার চিন্তা ছিলো দাম হবে ৬০টাকা) তার পর থিকে আমিও সচেতন... হইছি..

এখন যদি পকেটে টাকা থাকে তাহলে দাম জিগাইনা...

আর টাকা কম থাকলে...অবশ্যই দাম জিগাই... সাথে যেই থাকুক..

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

দেখি তো পারি কিনা..... বলেছেন: আসলে পকেটে টাকা থাকলেও আপনি যখন অসম্ভব একটা দাম শুনবেন তখন অবাক না হয়ে পারা যায় না। আর শিক্ষা তো আমার ও হইছে। পকেটে টাকা থাকুক আর না থাকুক দাম টা জানতে ই হবে।
ওরা প্রফেশনাল হলে আমরাও সেই রকম হওয়ার চেষ্টা করলে দোষের তো কিছু নাই।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কালীদাস বলেছেন: আগে মনে হয় না গেছেন কখনো, নাকি জানতেন না? প্রত্যেক বছর বাণিজ্য মেলায় যায়া কয়েকজন কইরা ভোদাই বইনা আসে এগুলার কাছে /:)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

দেখি তো পারি কিনা..... বলেছেন: ভাই প্রতি বছরই ২-১ বার যাওয়া হয়। বাট ওখানে খাওয়া হয় নাই। এই বার সত্যিই ভোদাই সেজে আসলাম।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শরৎমেঘ বলেছেন: আমিও একবার খাইচিলুম ধরা!
খাওয়ার পর তখন কী আর করা!

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: কি আর করবো আসেন দুই জন গলাগলি করে একটু কান্দি :| :| :(( :((

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: হে হে, আমিও গেসিলাম। মাগার কোন কিছু খাওয়ার আগেই জিগাইসা লইসি। !:#P !:#P

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

দেখি তো পারি কিনা..... বলেছেন: বুদ্ধিমানের মতো কাজ করেছেন।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

খুব সাধারন একজন বলেছেন: *** সতর্কবার্তা ***

নিম্নলিখিত নিকখানা-
মহান শাহবাগ বিপ্লবের সময় বিভ্রান্তি ছড়ানোর দায়ে...
শিবির/জামাত সন্দেহে পড়েছে-

দেখি তো পারি কিনা.....
চাক,
ভুভুজিলা,

এখন নিকধারীকেই প্রমাণ করতে হবে যে, তিনি শিবির/জামাত নন।

সময় সংক্ষিপ্ত। দ্রুত কর ভাইয়া। ট্রেন আস্তাছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

দেখি তো পারি কিনা..... বলেছেন: মহান শাহবাগ...... =p~ =p~ =p~ =p~ =p~ আগে ল্যংগুয়েজ ঠিক করে, তার পর দাঁত ব্রাশ করে এই ব্লগে আইসেন X(( X((

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

মুদ্‌দাকির বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.