![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া’র ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদের নেতৃত্বে শতাধিক মওলানার একটি দল শাহবাগের প্রজন্ম চত্বরে এসে সংহতি জানান। বেলা পৌনে দু’টায় গণজাগরণ চত্বরে আসেন মওলানা মাসউদ।
এ সময় উপস্থিত আন্দোলনকারীদের নিয়ে এক মোনাজাতে পরম করুনাময় আল্লাহুর কাছে তিনি প্রার্থনা করেন, “যারা দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানী করেছে। আল্লাহ তুমি তাদের শায়েস্তা করো।”
এর আগে সংহতি প্রকাশ করে তিনি বলেন, “হিটলারের নাৎসিবাদের মতোই ভয়ংকর জামায়াত । গত ৭দিন ধরে এখানে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে দেশবাসীর দোয়া রয়েছে।”
এদিকে ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে চট্টগ্রামেও রাজপথে নেমেছে শতাধিক মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা।
কারা যেন প্রোপাগান্ডা ছড়াচ্ছিলো প্রজন্ম চত্বরে সব নাস্তিকদের আড্ডা?
সূত্র-১) Click This Link
সূত্র-২) Click This Link
তথ্য সূএ: fb
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
আরিফ-ঢাকা বলেছেন: আমীন
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ষাটোর্ধ্ব যুবক বলেছেন: ঠিক এই জিনিসটাই বোঝাতে চাই যে, দাড়ি-টুপি মানেই জামাত নয় আর উলামায়ে কেরাম কোনদিনই জামাতকে সঠিক দল বলেননি বরং জামাতের জন্মলগ্ন থেকেই উলামায়ে কেরাম তাদের বিরোধিতা করে আসছিলেন।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
শাকিল ১৭০৫ বলেছেন: “যারা দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানী করেছে। আল্লাহ তুমি তাদের শায়েস্তা করো।”
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ইখতামিন বলেছেন: ++++
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
রিওমারে বলেছেন: এইটা কি জামাতের আরেকটা চালাকি নাকি???????????
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মাহির কাবির বলেছেন: ha ha ha ha ha ha
ja dakha jai ta sothik nao hote pare.
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
নিষ্কর্মা বলেছেন:
বেশির ভাগ মাওলানারাই জামাত বিরোধী, কিন্তু উনারা মুখ খুলেন না কেননা জামাত তাদের এমন ধোলাই দেয় যে বলার না। মুক্ত এই মঞ্চে এখন আরো অনেকেই আসবেন, উনাদের মনের কথা বলবেন।
আমরা উনাদের স্বাগত জানাই।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
ষাটোর্ধ্ব যুবক বলেছেন: রিওমারে বলেছেন: এইটা কি জামাতের আরেকটা চালাকি নাকি???????????
না ভাই, মাওলানা মাসউদ একসময় ঘাদানিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাত নিষিদ্ধের আন্দোলন করেছেন।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
বাতাসের রূপকথা বলেছেন: তার প্রতি যেটুকু শ্রদ্ধা থাকতে পারতো, এইসব রাজনৈতিক রংমন্চে আসার জন্য সেটুকু সে হারাল। কারন শাহবাগ রাজনৈতিক মন্চের আরেক নাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
আরিফ-ঢাকা বলেছেন: @ বাতাসের রূপকথা : দেখেন আমিও গিয়েছিলাম ঐ খানে। আমি কোনা রাজনীতি করিনা। তাহলে ঐ খানে যাওয়া কি আপরাধ হলো বা কোন শ্রদ্ধা হারিযে ফেল্লাম? তাছাড়া রাজনীতির কোন ব্যপার ঐ সময় দেখলাম না। ভাইজান সবসময় সবকিছুতে রাজনীতি খোজা কী উচিৎ?
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
খেক খেক বলেছেন: যারা দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানী করেছে। আল্লাহ তুমি তাদের শায়েস্তা করো।”