নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ-ঢাকা

আরিফ-ঢাকা › বিস্তারিত পোস্টঃ

কে বলে বাংলাদেশের কিসস্যু হবে না

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

নাস্তিকের রক্ত চলে যাচ্ছে ধার্মিকের গায়ে। ধার্মিকের দোয়ায় উদ্ধারকাজে সফল হচ্ছে নাস্তিক। আল্লাহ্’র মাইর, দুনিয়ার বাইর!”



...এখানে উল্লেখ্য যে-



- সাভারের ধ্বসে পড়া রানা প্লাজায় আটকে পড়া মানুষের উদ্ধারকাজে ও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কোন বাধা যেন না থাকে এজন্য দেরীতে হলেও রাজনৈতিক দাবীকে তুচ্ছজ্ঞান করে হরতাল প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।



- সাধারণ মানুষের গালাগাল উপেক্ষা করে ত্রান মন্ত্রনালয়ের কোষাগার থেকে চার কোটি টাকা বরাদ্দ ও সকল বাহিনীকে উদ্ধারকাজে নিয়োজিত করার মত মানবিক, প্রয়োজনীয় ও জরুরী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার।



- ১৩ দফার উপরেও আরেকটি দাবী আছে আর সেটা হচ্ছে দেশের মানুষের জীবন - তাই জ্ঞান করে মাকিগঞ্জের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত-এ-ইসলাম।



- রাজপথে নয়, পাল্লা দিয়ে ব্যাগে ব্যাগে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে দুর্বার গতিতে গণজাগরণ মঞ্চ।



- কসাই ডাক্তার, কমিশনখোর ইঞ্জিনিয়ার, ঘুষখোর পুলিশ, দালাল মিডিয়াকর্মীসহ সব পেশার মানুষ পাগলের মত খুঁজে বেরাচ্ছেন কি করে সে নিজে একটু সহযোগীতা করতে পারে তার উপায়।



- আন্ডার মেট্রিক ফায়ার ব্রিগেড কর্মীরা মাটি খুড়ে ঢুকে পড়ছেন ধ্বংসস্তুপের ভেতরে, নিজের জীবনের তোয়াক্কা না করে উদ্ধার করে আনছেন তার একেবারে অচেনা বাংলাদেশের মানুষকে।



- কান্নায় চোখ বারবার ভিজে উঠছে ‘এক বুলেট, এক শত্রু’ দীক্ষায় দীক্ষিত মিলিটারী অফিসারের। এক হাত দিয়ে প্রতিবার চোখ মোছার কাজে লাগলেও অন্য হাত একবারের জন্যেও ছাড়েনি স্ট্রেচারের হাতল।



- হেফাজতের মিছিলে পানি, কলা খাওয়ানো আর শাহবাগে বিরানী সাপ্লাই দেয়া সাধারণ মানুষ ছুটে যাচ্ছে টর্চ লাইট, দড়ি, স্যালাইন, নিজের ব্যবহৃত ইলেক্ট্রিক জেনারেট নিয়ে। তারা হিসাবেই আনছেন না কার চোয়ালে দাড়ি আছে বা কার গায়ে ব্লগের গন্ধ।



... কি আশ্চর্য! কি আশ্চর্য!! এই ক’দিন আগেও পরিস্কার তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়া দেশটির ফায়ার ব্রিগেড, পুলিশ, আনসার, মিলিটারী, ডাক্তার, মিডিয়াকর্মী, সাধারন মানুষ, ফকির, মিসকিন, ব্যাবসায়ী, ছাত্রনেতা কাউকেই আর আলাদা করা যাচ্ছে না!



কোন শালা বলবে “বাংলাদেশের কিসস্যু হবে না”?

----সগ্রহ -----

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

স্বর্গীয় শয়তান বলেছেন: এইসব বালের কথা বলার টাইম পাননা আপনারা?
এই অবস্থায় অইসব কথা যারা তুল্বে তাদের মানুষ মনে করতেই ঘৃণা হয় ।
X(( X((

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আরিফ-ঢাকা বলেছেন: এমন কি বল্লাম যে মানুষই মনে করছেন না। ভাইজান কত আর দালালী করবেন। আগে চিণ্তা করুন তার পর কমেন্ট কইরেন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

এলিয়ান বলেছেন: শাবাস বাংলাদেশ, শুধু দরকার এই ঐক্য টুকু ধরে রাখা। সবার উপর মানুষ সত্য ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

স্বর্গীয় শয়তান বলেছেন: অস্তিত্তের প্রকাশ দেবার জন্য এই জাতীয় পোস্ট মারা বন্ধ করুন। জত্তসব

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১

আরিফ-ঢাকা বলেছেন: কিসের অস্তিত্ত?যত্ত সব আউল ফউল কমেন্ট।ছাগলে এর মত কথা বইলা নিজেকে ঐ জাতীয় প্রমান কইরেনা।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

অদ্ভূত বলেছেন: স্বর্গীয় শয়তান পুরো পোষ্ট না পড়েই উল্টাপাল্টা কমেন্ট শুরু করেছেন.. মন্তব্যের পূর্বে পোষ্ট টি সম্পূর্ন পড়ার অনুরোধ রইল।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

স্বর্গীয় শয়তান বলেছেন: হাত সাফাই জাতিও পোস্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।
ঘতনাস্থলে আসুন, দেখুন কত অনিয়ম। সরকারের কর্ম পধতি দেখে যান X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.