নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ-ঢাকা

আরিফ-ঢাকা › বিস্তারিত পোস্টঃ

সততার অনন্য প্রমান দিলেন বেলাল

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

সততার অনন্য প্রমান দিলেন বেলাল ইতালিয় টিভির একটি জনপ্রিয় অনুষ্ঠানের নাম

“লে ইয়েনে”।



এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের প্রকৃত রুপ তুলে ধরা হয়। সাম্প্রতিক এক অনুষ্ঠানে গির্জার সামনে দানবক্স পেতে (গোপন ক্যামেরায় ভিডিও হচ্ছিল) গীর্জার ফাদার সেজে দাড়িয়ে ছিলেন উপস্থাপক। কোনো বিদেশিকে দেখলেই তিনি ডেকে বলেন, তুমি একটু এই দানবাক্সটা পাহারা দাও, আমি টয়লেট থেকে আসছি।



এই সুযোগে সে আগে থেকে ঠিক করে রাখা মানুষদের দিয়ে আরো কিছু টাকা রাখেন দানবাক্সে। মজার বেপার হলো- যারা দানবক্স পাহারা দিয়েছে, সুযোগ বুঝে তারা সবাই টাকা চুরি করেছে। একমাত্র বেলাল নামের একজন বাংলাদেশি যুবক টাকা চুরি করেননি।



গোপন ক্যামেরায় ফাদার যখন দেখলেন বেলাল টাকা চুরি করছে না, তিনি বেলালকে লোভ দেয়ার জন্য আরও লোক পাঠিয়ে ৩০০ ইউরো (যা বাংলাদেশের ৩০ হাজার টাকা) ফেলেন দানবক্সে। তারপরও বেলাল একটি টাকায়ও হাত দেননি। বেলালের এই সততার দৃশ্য টিভিতে প্রচারিত হলে অনেকেই উপস্থাপকের মাধ্যমে বেলালকে সাধুবাদ জানায়। বেলালের সততায় মুগ্ধ হয়ে এদের মধ্যে এক ইতালিয় মেয়ে বেলালের সাথে দেখা করতে চায়। উপস্থাপকের মাধ্যমে তাদের দেখা হয় এবং মেয়েটি কালাব্রিয়া নামের শহরে তাদের পারিবারিক প্রতিষ্ঠানে বেলালকে চাকরির অফার করে।



উল্লেখ্য, বেলাল চাকরির অভাবে ভ্রাম্যমান ফুল বিক্রেতার কাজ করতেন। এখন তিনি ঐ মেয়েদের পারিবারিক প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং তাদের পরিবারের সাথেই থাকছেন। উপস্থাপক খুব উচ্ছাসের সাথে বলছিলেন, অনেক দেশের মানুষকে তিনি টাকার ঝুড়ি পাহারা দিতে বলেছিলেন, সবাই টাকা চুরি করেছে। শুধু বাংলাদেশের বেলাল কোনো টাকা চুরি করেনি। উপস্থাপক বেলালকে প্রশ্ন করেন, তুমি টাকা নিলে না কেন? উত্তরে বেলাল বলেন, আমি আমার দায়িত্বকে সম্মান করি।ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।



তথ্যসূত্র; bangla.it

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

কি-বোর্ড বলেছেন: বেলালের প্রতি আমাদের শ্রদ্ধা

২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

মদন বলেছেন: ++++++++++

৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

হেডস্যার বলেছেন:
সাবাস বেলাল

৪| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাবাশ বাংলাদেশী।

৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

শিনজন বলেছেন: বেলালের প্রতি আমাদের শ্রদ্ধা

৬| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেলাল এই দেশের আমজনতার প্রতিচ্ছবি।

কিন্তু এই ছবিতেই কালিমা লাগায় কতিপয় আবুল গং দূর্নীতিবাজ!!!!
তাদের জন্য বিশ্বজুড়ে অপমান সইতে হয়!!

সাবাস বেলাল।

সবার অন্তরেই তোমার জন্য শ্রদ্ধা আর ভালবাসা!!!!

৭| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

বোকামন বলেছেন:
বেলালের প্রতি আমাদের শ্রদ্ধা

৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

অলওয়েজ ড্রিম বলেছেন: খুবই ভাল লাগলো। আমাদের এমন লক্ষ লক্ষ সৎ বেলাল আছেন। কিন্তু তারা সবাই সাধারণ - আমজনতা।
এবং আমাদের শত শত অসৎ রাজনৈতিক নেতা আছেন যাদের জন্য আমাদের লক্ষ লক্ষ সৎ বেলালের সব অর্জন বিফলে চলে যাচ্ছে।

৯| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

মিত্রাক্ষর বলেছেন: সালাম বেলাল সালাম তোমাকে।

১০| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

সর্বনাশা বলেছেন:

সাব্বাস।
স্যালুট য়্যু, মিস্টার বেলাল।

১১| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

core needle007 বলেছেন: Kub balo laglo

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

আকাশ_১৪৩ বলেছেন: Shabash!

১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

ইকরাম বাপ্পী বলেছেন: ছি ছি কি লজ্জা। এই বেলাল কি লজ্জায় ফেলে দিল আমাদের আবার। যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা নেটে বসে বাংলাদেশ লিখে সার্চ করবে। আর তখনি আরো একবার বের হয়ে পড়বে আমাদের থলের বিড়াল যার সর্বশেষ সংযোজন সাংসদের সাংবাদিক পেটানো। তাও কেন? তিনি কি আসলেই দুর্ণীতি করেন কিনা তা খতিয়ে দেখার অপরাধে। আফসোস দেশের মানুষের ভালোটুকু দেশের মানুষের প্রতিনিধিরাই নষ্ট করে দিচ্ছে আর তার পরেও আমরা এদের বারবার আমাদের প্রতিনিধি বানাই।

কারো বাবার সোনার বাংলাদেশ আমরাই গড়ি আবার কারো জামাইর বাংলাদেশ জিন্দাবাদ আমরাই গাই। অথচ উচিত হচ্ছে এই বেলালদের ধরে ধরে জনপ্রতিনিধি করে দেওয়া. . .

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০

ইকরাম বাপ্পী বলেছেন: ছি ছি কি লজ্জা। এই বেলাল কি লজ্জায় ফেলে দিল আমাদের আবার। যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা নেটে বসে বাংলাদেশ লিখে সার্চ করবে। আর তখনি আরো একবার বের হয়ে পড়বে আমাদের থলের বিড়াল যার সর্বশেষ সংযোজন সাংসদের সাংবাদিক পেটানো। তাও কেন? তিনি কি আসলেই দুর্ণীতি করেন কিনা তা খতিয়ে দেখার অপরাধে। আফসোস দেশের মানুষের ভালোটুকু দেশের মানুষের প্রতিনিধিরাই নষ্ট করে দিচ্ছে আর তার পরেও আমরা এদের বারবার আমাদের প্রতিনিধি বানাই।

কারো বাবার সোনার বাংলাদেশ আমরাই গড়ি আবার কারো জামাইর বাংলাদেশ জিন্দাবাদ আমরাই গাই। অথচ উচিত হচ্ছে এই বেলালদের ধরে ধরে জনপ্রতিনিধি করে দেওয়া. . . তাহলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.