|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ আরিফ উদ্দিন
মোঃ আরিফ উদ্দিন
	আমি খুব সাধারণ মানের একটি ছেলে। আমার নিজেকে ঘিরেই এখন আমার জীবন। আমার চাওয়া-পাওয়ার হিসাবটা একটু অন্যরকম। জীবনে অনেক চাওয়ার স্বাদ থাকলেও পাওয়ার স্বাদটা তেমন উপভোগ করতে পারলাম না। তবে এখন ভাল আছি, বেচে আছি, এটাই সবচেয়ে বড় কথা।
বিয়ের পর দ্বিতীয় বারের মত বাসা পরিবর্তণ করলাম।
বিয়ের পূর্ব হতেই আমি সাবলেটে ভাড়া ছিলাম, কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম, এই ঘরে বেশি দিন থাকা যাবে না। আমার একার জন্য ঠিক থাকলেও আমাদের দুজনের জন্য খুবই ছোট এবং নতুন মেহমান আসলে এখানে টেকাই যাবে না। এই কথা ভেবে পাশেই নতুন একটা ৪তলা বাড়ীর নিচ তলায় ভাড়া একটি ২-রুমের ছোট ফ্লাট ভাড়া নিলাম। এখানে আসার ২ পরেই আমাদের ঘরে নতুন মেহমান আমার ছেলে আরেফিন জারিফ (আহনাফ) আসলো।
আহনাফ যখন হামাগুড়ি দিতে শিখলো তখনি বুঝতে পারছিলাম, এই ঘরে আমার আর বেশী দিন থাকা হবে না। তখন হতেই নতুন বাসা খুজতে ছিলাম। অবশেষে গতমাসে অনেকটাই মনমত ফ্লাটের সন্ধান পেলাম। ফ্লাটটি ৩-তলায়, উত্তর-পশ্চিম পার্শ্বে। দুপুরের পর হতেই সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেয়া পাওয়া যায়। গতকাল ১লা ফেব্রুয়ারী, ২০১৪ এই বাসায় উঠলাম। গতকাল আমার ছেলের কোন পরিবর্তণ বুঝতে না পারলেও আজ সকাল হতেই বুঝতে পারছি, বাসাটি আমার ছেলের পছন্দ হয়েছে।
আমাকে ১২টার দিকে কল করে আমার ছেলের অনুভূতির কথা জানানো হয়েছে। সে জানালা ধরে আত্নচিৎকারের মাধ্যমে তার আনন্দের কথা জানান দিচ্ছে। বাইরে দূরে কিছু দেখা পেলেই সে তার মাকে ডেকে দেখাচ্ছে, চিৎকার করে তাদেরকে ডাকছে, মাথা ঝাকাচ্ছে।
এই আনন্দের পুরো কৃতিত্ব তার মায়ের। কারণ তার মা তার কথা চিন্তা করেই এমন একটি ফ্লাট খুজে বের করেছে, যেখানে সে পর্যাপ্ত পরিমানে আলো-বাতাস পাবে, দুপুরের রোদ পাবে, আর তিনতলার উত্তর-পশ্চিম পাশে কোন বিল্ডিং না থাকায় বাতাসের কোন কমতি নেই।
আর পুরোটাই আল্লাহর দান, তার রহমত ছাড়া আমার সামর্থের মধ্যে এমন একটা ফ্লাট পেতাম না।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৮
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৮
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আপনিও ভাল থাকুন এই দোয়া করি। ধন্যবাদ।
২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: ফ্লাট পছন্দ হয়েছে খুবই ভালো, রেন্টা কি আল্লাহ নিজেই দিচ্ছে?
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৭
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আপনাকে নিয়ে আমি চিন্তিত... 
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৫৩
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৫৩
বিক্ষত বলেছেন: Stupidity এর একটা সীমা আছে । @ পাঠক১৯৭১
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৮
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪৮
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: সহমত।
৪|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৫
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৫
মহসিন৭১ বলেছেন: হ্যাঁ শীতকালের জন্য ভাল। তবে গরমকালে সমস্যা হতে পারে। সবসময় দক্ষিণমুখী বাসা ভাল হয়। তবু আপনার স্ত্রী সন্তান যখন পছন্দ করেছে তখন তো কোনো বক্তব্যই নেই। কোন এলাকা য় এবং ভাড়া কত এটা বলে দিলেই ঝামেলা মিট।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৫০
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৫০
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: বাসা চালাবন, দক্ষিণখান এলাকায়। আর ভাড়া মাত্র ৭০০০/- টাকা... তবে ইউটিলিটি আলাদা।
৫|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:১৩
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:১৩
বেকার সব ০০৭ বলেছেন: ভালো থাকুক আপনার সন্তান।। সুস্থ থাকুক আগামী প্রজন্ম এই দোয়া করি।
৬|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:২৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:২৪
মুদ্দাকির বলেছেন: আপনার পোষ্ট পড়ে মনটা খুব ভালো হয়ে গেল। আপনার সন্তানের জন্য শুভকামনা।
৭|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৬
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪৬
দি সুফি বলেছেন: আপনার সন্তানের জন্য শুভকামনা।
আর পাঠক১৯৭১ এর কানের নিচে থাবড়া।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৫০
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৫০
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩০
ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: ভালো থাকুক আপনার সন্তান।। সুস্থ থাকুক আগামী প্রজন্ম এই দোয়া করি।।