![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুকোয় অর্থ গলিয়ে খাই
নীলাঞ্জনায় ভালবাসি বলে
খাচা ভাঙা পাখি নিরুদ্দেশ
তোমায় ছোরা কোপেছি ছলে।
চৌকাঠে রোদ পোহাই
গালে গুড় মুড়ি
কাদাজলে ভাঙে ঘড়
জীবন সাজাতে হামাগুড়ি।
শেকলে বাধা তনু
তোমার পরষ যাচে
একমুঠো অশ্রু শুকাই
তোমারি প্রেমের আঁচে।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮
আরিফুল হক৩৫ বলেছেন: তোমায় ছোরা কোপেছি ছলে------তারে নিয়ে যত স্বপ্ন দেখা হলো তার সব গুলোই ছিলো আকাশ কুসুম । যতটা পূরন করা সম্ভব তার আধিক দেখাইছি। .।এমনই
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
দিশেহারা আমি বলেছেন: ভাল হইছে।
তোমায় ছোঁড়া কুপেছি ছলে। এই লাইনটার ব্যাখ্যা দরকার।
সৃঙ্খলে বাধা তনু
বানানটা ঠিক করে নিয়েন।
শুভ কামনা..