![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের নাট্যশালায় অভিনয় করতে
করতে আজ আমি বড় ক্লান্ত। হয়তো শুধু
অভিনয় করে বেঁচে থাকার জন্যই আমার
জন্ম।কিন্তু আমারো ইচ্ছে করে হাসি,
খুশি,আর আনন্দ নিয়ে সবার মত বেঁচে
থাকতে।কোন আঘাত পেলে চিৎকার করে
বলতে ইচ্ছে করে, আর আঘাত করো না,
আমার কষ্ট হচ্ছে।কিন্তু নাহ্ আমি বলতে
পারিনা।শুধু নিরব মনে সকল ব্যাথা সয়ে
যেতে হয় অতি দুঃখের সাথে।এ ব্যাথা
কাউকে দেখানো যায়না।কারন অন্যের
ব্যাথা কেউ বুঝতে পারে।হাজারটা কষ্ট
বুকের ভীতরে চাঁপা দিয়ে এখনো বেঁচে
আছি।কারন একটাই অাত্যহত্যা যে
মহাপাপ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২
ariyan hasan বলেছেন: ok
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭
সুশান্ত হাসান বলেছেন: ভেংগে পরা যাবে না,,,,,, এগিয়ে যেতেই হবে!!!!