নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ছোটো পাজিটার আজ জন্মদিন

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৩

দেখতে দেখতে ছোটো পাজিটা আজ অনেক বড় হয়ে গেছে। আজ ১৭ তে পা দিলো। ও ভাবছেন ছোটো পাজিটা আবার কে? এতো ভাবতে হবে না। ছোটো পাজিটা আমার আদরের ছোটো ভাই।B-) ও আমার থেকে ছয় বছরের ছোটো। কিন্তু বয়সের এতো পার্থক্য থাকা সত্ত্বেও ও আর আমি খুব ভালো বন্ধু।:) আমার প্রায় সব বিষয়ই আমি ওর সাথে শেয়ার করি। ও আমাকে অনেক কথা চুপি চুপি ফোন করে বলে।;) এখনও বাড়ি গেলে আমি আর ও ঘুরতে বের হই। হয় বাবা’র বাইকে আর না হলে ওর সাইকেলে করে দুই ভাই ঘুরি।B-) মাঝে মাঝে বিকেলে নদীর পারে দুই জন হাঁটতেও বের হই। বাড়ি গেলে রাতে ওর সাথে ঘুমাই। রাতে আমরা গল্প করি, আর মা বলে তোরা দুই জন এতো ছোটো-বড় তারপরও বন্ধুর মত কি এতো গল্প করিস? সারাদিন এতো কথা বলিস রাতে ঘুমাতে এসেও কথা শেষ হয় না তোদের? আমাদের গল্প যেন শেষ ই হতে চায় না। আমি ঢাকায় কি করুন অবস্থায় থাকি তার গল্প করি। আর ও বলে তাও তো ভালো আছো মা’র মত সারাদিন কেউ তো পড়তে বসতে বলে না !:P ও বলে ও কি করেছে - কাদের সাথে ক্রিকেট ম্যাচ জিতেছে, স্কুল পালিয়ে কোথায় ঘুরতে গেছে, ও আর ওর গ্যাং মিলে অন্য কোন গ্যাং এর সাথে মারামারি করেছে, সাইকেলেরে রেছ জিতেছে কয়বার এই সব।



এখনও মনে আছে ওর জন্মদিনের কথা। মনে হয় এই তো সেইদিন জন্ম হল ওর। তখন আমি ক্লাস ওয়ানে পরি। দিনটা ছিল ১৩ই সেপ্টেম্বর ১৯৯৬। শুক্রবার। বিকেলেই ওর জন্ম হয়। যখন ওকে দেখি তখন কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। দেখতে লালচে সাদা রঙের হয়েছিল।:P সারা দিন ওকে নিয়ে ব্যাস্ত থাকতাম। ওর গাল টানতে খুব মজা লাগতো।;) কাউকে ওর কাছে যেতে দিতাম না। স্কুল থেকে ফিরেই ওর সাথে খেলা করতাম, দোল খাওয়াতাম। সময় পেলেই ওর সাথে ফটোসেশন করতাম। ওর নামটাও আমার রাখা। অনেকে অনেক নাম রেখেছিল। শেষ পর্যন্ত আমার আবদারে আমার রাখা নামটাই সিলেক্ট করে মা।:) অনেকেরই অনেকগুলো নাম থাকে। কিন্তু আমাদের দুই ভাইয়ের মাত্র একটি করেই নাম। ছোটো মামাও সুন্দর একটি নাম রেখেছিল। কিন্তু সেটি আমার চক্রান্তে বাতিল হয়ে যায়।B-);) ও ওর নামটাই তো বলা হয় নি। ওর নাম “ আবির ”। আরমানের ভাই আবির। B-)B-)



সময় চলে যায়। মহাকালের স্রোতে গা ভাসিয়ে আমরাও এগিয়ে চলি সামনের দিকে। পিছনে পড়ে থাকে শুধু সৃতি। আজ আমি তোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে তবুও সব সময় তোর জন্য অনেক ভালোবাসা আর শুভ কামনা।



জন্মদিনের অনেক অনেক শুভ কামনা ভাইয়া।



জন্মদিনের কেকঃ





জন্মদিনের উপহারঃ







আবিরের ফেবু একাউনট থেকে নেওয়া কিছু ছবিঃ



আবিরের প্রথম বাইক ড্রাইভঃ





দুরন্ত আবির, পেছনে বাবাঃ





নায়ক আবিরঃ ;)





মন্তব্য ৯৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৮

চানাচুর বলেছেন: শুভ জন্মদিন, আবির:) !:#P

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে ধন্যবাদ আপু। :)

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক। আপনার বন্ধু তো আবির, কিন্তু আমার কোন আবির নেই। ঠিক অনেকটা আপনাদের মত বন্ধুত্ব আমার ১২ বছর বয়সি ছেলের সাথে... :P আমরা বাপ বেটা দুই প্রাণের বন্ধু... B-) B-) B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আমাদের বাবাও আমাদের ভালো বন্ধু। :)

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪০

নাফীস কাজী বলেছেন: দুই ভাই >>দুই বন্ধু !!! সুন্দর সম্পর্ক । আশাকরি চিরদিন এমন বন্ধুত্ব অটুট থাকবে ।

শুভ জন্মদিন আবির !! !:#P !:#P !:#P :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে ধন্যবাদ ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৫

আর.হক বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভ কামনা ভাইয়া।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে ধন্যবাদ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৪

প িথক বলেছেন: শুভ জন্মদিন।আবির

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে ধন্যবাদ. :)

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: সুন্দর লাগলো আপনাদের গল্প। ঠিক আমার ছোট ভাই আর আমার মতই, আপনার পোস্ট পরে আমার ভাইয়ের কথা মনে পরল। শুভ জন্মদিন আবির।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৩

একজন আরমান বলেছেন: আপানাকে ধন্যবাদ ব্ল্যাক_ডাইমণ্ড। :)

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৩

shfikul বলেছেন: শুভ জন্মদিন ছোটো ভাই আবিরকে।অনেক অনেক শুভ কামনা ওর জন্যে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৭

একজন আরমান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শফিকুল ভাই। কেমন আছেন আপনি?

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫

বুনো বলেছেন: শুভ জন্মদিন আবির, অনেক শুভকামনা রইল ওর জন্য :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৮

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে ধন্যবাদ। :)

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৪

তামিম ইবনে আমান বলেছেন:

আবিরের নাম দিয়া নিজের ফটুক দিলেন নাকি :-P :-P :-P :-P

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৩

একজন আরমান বলেছেন: হে হে। না ভাই। তবে ও সাইজে আমার মতই। :)
আমাদের দুই ভাইর ছবি একসাথে দেখতে হইলে এইখানে গুতান

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৬

জেমস বন্ড বলেছেন: শুভ জন্মদিন, আবির


B-) B-) B-) B-) B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৭

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে ধন্যবাদ বন্ড সাহেব। :)

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪০

রাফাত নুর বলেছেন: শুভ কামনা আবির।
এই লও তোমার গিফট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৯

একজন আরমান বলেছেন: রাফাত ভাই আপনার গিফট সব সময় ই অসাধারণ হয়। এই বাইক আবির পাইলে অনেক খুশী হবে। আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। :)

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আবিরকে জন্মদিনের শুভেচ্ছা। এই এক্সট্রাটেরেস্ট্রিয়াল টি-শার্টটা ওর জন্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৭

একজন আরমান বলেছেন: হা হা ধন্যবাদ।
আমার জন্য একটা দিলে আরও বেশী খুশী হতাম। ;)

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৯

শামীম আরা সনি বলেছেন:

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৯

একজন আরমান বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। আমি আবিরকে এই ব্লগটা অবশ্যই পড়তে বলবো। :)

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫০

শামীম আরা সনি বলেছেন: আমার ছোটবোন আমার ৯ বছরের ছোট:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৯

একজন আরমান বলেছেন: হুম।
আপু তোমার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ভালো থেকো। :)

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভ জন্মদিন ছোট ভাইকে :)

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ চেয়ারম্যান সাব। :)

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৪

রাতুল_শাহ বলেছেন: আবিরকে জন্মদিনের শুভেচ্ছা - শুভ জন্মদিন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ রাতুল ভাই। :)

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৬

sushama বলেছেন: শুভ জন্মদিন আবির ভাইয়া :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ আপু। :)

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪১

মেহেরুন বলেছেন: ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপু। :)

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৮

তাসজিদ বলেছেন: আবিরের জন্মদিনের শুভেছা। তার প্রতিটি দিন হোক সুন্দর ও স্বপ্নিল। :) :) :)


১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ভাইয়া। :)

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০

তাসজিদ বলেছেন: উপরের aston martyn তা গিফট

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

একজন আরমান বলেছেন: চালাইতে মুঞ্চায়। /:) /:) /:)

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪

মেহেদী হাসান মানিক বলেছেন: শুভ জন্মদিন "আবীর" !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
তোমার পথচলা শুভ এবং উজ্জ্বল হোক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মানিক ভাই। :)

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ জন্মদিন আবীর। আপনার ছোট ভাইয়ের জন্য শুভ কামনা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

একজন আরমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ সাহেব। :)

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন ছোট ভাইটি !:#P !:#P

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপুনি। :)

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন: জন্ম দিনে কি আর দেব তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা
ইংলিশে নাও লাভ

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

একজন আরমান বলেছেন: হা হা। পাঠিয়ে দিলাম আপনার ভালোবাসা। :)

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন: আপনার ভাইটা কিন্তু আসলেই নায়কের মতন
শুভ কামনা
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

একজন আরমান বলেছেন: হুম। এই জন্যই তো চিন্তা।
আর বাইক চালানোর সময় মাঝে মাঝে আমি ওর পিছনে থাকি তখন দেখি মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকে, আর ও দেখি এক হাতে বাইক চালায় আর এক হাতে চুল ঠিক করে। ;) ;)

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০০

সান্তনু অাহেমদ বলেছেন: Many Many Happy Returns of the Day - for your sweet younger brother, dear.

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

একজন আরমান বলেছেন: ধন্যবাদ সান্তনু দা। :)

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

যাযাবর৮১ বলেছেন:

আবিরকে জন্মদিনের শুভেচ্ছা :)

পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ যাযাবর ভাই। :)

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: ছোট পাজিটার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল :)

যদিও একটু দেরি হয়ে গেল :(


ভালো থাকুন দুই ভাই :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

একজন আরমান বলেছেন: কোন ব্যাপার না ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন। :)

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

ঝটিকা বলেছেন: আবিরকে জন্মদিনের শুভেচ্ছা, সেই সাথে অনেক অনেক আদর। আপনাদের মধ্যে এতো বন্ধুত্ব, খুব ভালো লাগল।

আমি আমার ভাই থেকে ৫ বছরের ছোট, বাসারও সবার ছোট বোন আমি। ও আমাকে খুবই আদর করত, কিন্তু আমি ওর উপর একটুতেই খেপে যেতাম। কত যে আমার হাতে মার খেয়েছে ও তার হিসাব নেই। পরে অবশ্য ও যখন ঢাকায় চলে যায়, তখন ওর জন্য খুব মায়া হত। এর পর ও হটাৎই কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে। যা ছিল পুরোপুরি পরিবারে অনাকাংক্ষিত এবং ওর জীবনের সবচেয়ে বড় ভুল। সে এক বিশাল কাহীনি। তারপর থেকে ওর প্রতি টানটা আমার অনেক কমে যায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

একজন আরমান বলেছেন: আপনার মন্তব্বের জন্য ধন্যবাদ।

দেখুন মানুষ তার জীবনের চলার পথে ভুল করতেই পারে। তাই বলে তাকে যে আপনি দূরে ঠেলে দিবেন তা কিন্তু ঠিক নয়। আপনার উচিৎ ছিল তাকে আগের মতই ভালোবাসা, শত হলেও সে আপনার ভাই।
আপনি যেমন ছোটো বেলায় তাকে ভুল করে মেরেছেন কিন্তু সে সব ভুল মাফ করে দিয়েছিল, সেই রকম এখন আপনার এবং আপনার পরিবারেরও উচিৎ তাকে মাফ করে দেওয়া।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫

তানিয়া হাসান খান বলেছেন: দেরী শুভ জন্মদিন আবির !! !:#P !:#P !:#P :)
আমি এই পোষ্টটি গত কাল দেখতে এসেও মন্তব্য করতে পারিনি নেট স্লো থাকায়।
আমদের এই ছোট্ট ভাইয়াকে দিলাম হাজার লক্ষ তোটি শুভতামনা।
আর দুই ভাই যেন সারাজীবন থাকে দুধে ভাতে......................

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১০

একজন আরমান বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ আপুনি। ভালো থেকো। :)

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৭

তানিয়া হাসান খান বলেছেন: এই রে..।বানান ভুল।.......আমদের এই ছোট্ট ভাইয়াকে দিলাম হাজার লক্ষ কোটি শুভকামনা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১

একজন আরমান বলেছেন: বানান ভুল কোন ব্যাপার না। মন থেকে কি বলছো সেটাই আসল। :)

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: উফ, দেরী করে ফেললাম! তবুও আবীরকে জন্মদিনের লেট শুভেচ্ছা জানিয়ে গেলাম :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯

একজন আরমান বলেছেন: কোন সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ কুনোব্যাঙ ভাই। কেমন আছেন?

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২১

তানিয়া হাসান খান বলেছেন: মন থেকে আরও কিছু বলি?............
তোমরা দুই ভাই অনেক ভাগ্যবান....।তোমরা দেখতে তোমাদের মায়ের মত......আমার ছেলেটাও হুবহু আমার কপি......। সেও ভাগ্যবান।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯

একজন আরমান বলেছেন: হুম। মা'র ছবিটা দেখেছো কোথায়? ব্লগে নাকি ফেবুতে?

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩

কাকঁন বলেছেন: আবিরকে জন্মদিনের শুভেচ্ছা !:#P !:#P
সুন্দর সম্পর্ক,প্রার্থনা করি চিরদিন এমন বন্ধুত্ব থাকুক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকবেন।

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৫

সায়েদা সোহেলী বলেছেন: HAPPY BIRTHDAY TO ABIR .........
!:#P !:#P

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন: আবিরের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোহেলী আপু। ভালো থাকবেন। :)

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫০

তানিয়া হাসান খান বলেছেন: মা'র ছবিটা দেখেছি...অবশ্যই তোমার টাইম লাইনের কভার ফটোতে,,,,,,,,,,,,,,,,,

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৪

একজন আরমান বলেছেন: ও আচ্ছা। হুম। ওটা কিছুদিন কভার ফটোতে ছিল। :)

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৫

শোশমিতা বলেছেন: ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৫

একজন আরমান বলেছেন: ধন্যবাদ শোশমিতা আপু। :)

৩৮| ০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:২৯

সাফিনাজ আরজু আরা আলম বলেছেন: খুব মজা পাইলাম তো, আমার ও ছোট ভাইয়ের নাম আবির।
আপনার লেখাটা পড়ে আমার ভাই টার কথা মনে পড়ল। ওর সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর :)

০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৫

একজন আরমান বলেছেন: বাহ। মিলে গেলো। :)

৩৯| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

একজন আবির বলেছেন:

ধন্যবাদ ভাইয়া। :):):)

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
ওই ব্যাটা গুলাব না দিয়া গুলাব জামন দে। খিদা লাগছে। /:) /:)


এইডা আমার পক্ষ থিকা তোরে। :)

৪০| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২০

একজন আবির বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/63706/small/?token_id=c04528fff311f7ab5ea9d9aa59f4c719

এইনাও গোলাপ জামুন। ;);););)

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
আসে নাই। :(

৪১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫

কাজী মামুনহোসেন বলেছেন: শুভ জন্মদিন, আবির :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

একজন আরমান বলেছেন:
এবার ও নেটে নাই। পরীক্ষার জন্য ওর নেট অফ করে রাখছে। পৌঁছে দিবো শুভেচ্ছা। :)

৪২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

নীল-দর্পণ বলেছেন: শুভ জন্মদিন আবির !:#P !:#P !:#P

অনেক অনেক অনেক শুভকামনা :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:
শুভ হোক আবিরের আগামি দিনগুলো !

৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবিরকে জনমদিনের শুভেচ্ছা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:

শুভ হোক আবিরের আগামি দিনগুলো !

৪৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: শুভ জন্মদিন আবির!!! :) :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:

শুভ হোক আবিরের আগামি দিনগুলো !

৪৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

খাটাস বলেছেন: এক বছর ১ দিনের বাসি পোস্টে, এক দিন পুরান জন্মদিনের শুভেচ্ছা আবির কে। !:#P !:#P !:#P আবির কি পরিক্ষা দিচ্ছে? এস এস সি ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ, ১৫ তে এস এস সি দিবে। :)

৪৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

খাটাস বলেছেন: লেখক বলেছেন:
এবার ও নেটে নাই। পরীক্ষার জন্য ওর নেট অফ করে রাখছে। পৌঁছে দিবো শুভেচ্ছা। :)
:|| দুই বছর পর পরিক্ষা আর এখন ই নেট বন্দ কেন ? X((
ছোড ভাই ডারে ডিরেক্ট জানাতি পারলেম না মিয়া আপনার জন্য। /:) :D

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

একজন আরমান বলেছেন:
সরি ভুল বলেছি। ১৪ তে দিবে। এখন টেনে পড়ে। ঘুমের ঘোরে ভুল বলেছি। :(

ঘুম পাচ্ছে, যাই ঘুমাই। :-< :-< :-< |-)

৪৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: শুভ জন্মদিন আবির। !:#P !:#P !:#P !:#P

আমারও একটা ছোট ভাই আছে, সেও আমার থেকে ৬ বছরের ছোট। বাসায় থাকলে সবসময়য় খুনসুটি লেগেই থাকে, আর না থাকলে মনে হয় সব কিছু যেন ফাঁকা।
আমি কিন্তু আবিরের থাইকা ৩ বছরের বড়।

শেষে অনেক অনেক শুভকামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

একজন আরমান বলেছেন:
হেহে। তাহলে তো আপনি আমার ছোট ভাই। :P

৪৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নায়ক আবির কে জন্মদিনের শুভেচ্ছা । নিজের বয়স যে ২৩ হইছে চামে এই কথাটাও সকলকে জানান দিলেন । :P :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

একজন আরমান বলেছেন:
হেহে।
তবে এখন কিন্তু ২৪ :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.