নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

কোড

মানবতার জয় হোক

কোড › বিস্তারিত পোস্টঃ

ফুলের শরীরে শিশিরের চুম্বন!!! :D

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬

চারিদিকে এখন ঘন কুয়াশা সাথে বোনাস হিসেবে কনকনে শীত।হাড়ঁকাঁপানো শীত অারো তীব্রতর হচ্ছে শৈতপ্রবাহের মাধ্যমে। জবুতবু শহর-গ্রামের মানুষ থেকে প্রতিটি প্রাণীকুল।

সারারাত জেগে থাকা একটি ফুলের অবস্থা তখন কেমন?ফুলের গায়ে জমে হওয়া শিশিরকে সে কত সযত্নে আগলে রাখে?কুয়াশাময় এমন মুহুর্ত গুলো কীভাবে তৈরী করে প্রকৃতি??

ফুলের গায়ে শিশিরের আটকে থাকার ব্যাপারটি শুধুই বিজ্ঞান কিংবা ভূগোল সম্পকির্ত নয়,এটি প্রকৃতির নিখুঁত ভালবাসার সাথে সম্পকির্ত। প্রতিটি শিশির বিন্দু ফুলের গায়ে এমনভাব লেপ্টে থাকে দেখলে মনে হয় একটি অন্যটিকে কোলাকুলি করছে,যেন স্বগীয় সৌন্দর্য।এ যেন ফুলের গায়ে জলধারার মৃদুচুম্বন! বিন্দু বিন্দু প্রতিটি ফোটায় এ যেন তার নবজন্ম!


শীতের কুয়াশায় জমাটবদ্ধ সকালে পাখি-মৌমাছিরা যখন ফুল হতে মধু অাহরণ করে তখন তখন তাদের শরীরে কুয়াশার চুম্বানে চুম্বানিত হয়।যখন কুয়াশা জমাটবদ্ধভাবে মিশে শিশির হয়ে ঠাই নেয় প্রকৃতির অনিন্দ্য সুন্দর "ফুল" নামক এক উপাদানের বুকের মাঝে।আর এই দৃশ্যপট -ঘাসের ডগায় শিশির অথবা ধানের শীষের জমে থাকা শিশিরের দৃশ্যকেও হার মানিয়েছে এই ফুলের গায়ে শিশিরের দৃশ্যটি!!! যা নৈসর্গিক চিরন্তন জলজ শোভা!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩

হামিদ আহসান বলেছেন: ভাল লেগেছে ........++

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

কোড বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.