![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে সবসময় ভালো রাখতে চাই
আমিই বাংলাদেশ!
আমার ডাক নাম লজ্জ্বা !
আমি বাঁশখালীর গন্ডামারার ১১ টা
লাশ,
আমি বিশ্বজিত,
আমি অভিজিত,
আমি তনু,
আমি রাজন,
আমি ব্যার্থ ছাত্র,
আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র,
আমি অবিরাম বাংলার মুখ,
আমি লাল সবুজের কাফন,
আমি পিলখানার অসহায় সেনা
অফিসারের আঁধারে দাফন,
আমি বাসে ধর্ষিতা মাজেদা,
আমি ছেলের সামনে ধর্ষিতা মা,
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন,
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ,
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব
কান্না,
আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ,
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত
লাশের গন্ধ,
আমি পদ্মার লঞ্চ ডুবি,
আমি তাজরীনের অগ্নিকান্ড,
আমি সাগর-রুনির মেঘ,
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক
শিশু,
আমি ভূগর্ভস্থ জিহাদ,
চাপাতি হাতে সুযোগ পেলেই আমি
সাজি জল্লাদ,
আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়ে,
আমি ফেলানী,
আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে
আছি কাঁটাতারে,
আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের
দরজা ।।
সুতরাং,
আমিই বাংলাদেশ,
ডাক নাম আমার লজ্জ্বা!!
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
বিজন রয় বলেছেন: আমিই বাংলাদেশ,
ডাক নাম আমার লজ্জ্বা!!
দারুন তুলে ধরেছেন।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯
আরমান হাসান সুভ বলেছেন: অনেক কষ্ট থেকে লিখা ভাই
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: লা-জবাব।।
পুরো বাংলার চিত্র এক কবিতায়।
চমৎকার মিলিয়েছেন।।
পড়তে পড়তে চোখের পানি পড়তে বাধ্য!!
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কে আছিস! ধর ওকে!
উন্নয়নের সাফল্যকে ম্লান করে দিতে কি সব বাকোয়াজ বলে যায়!!!!!!!!!!!!
এগিয়ে যাচ্ছে দেশ!
উন্নয়নে ভেসে যাচ্ছে দেশ!
উদ্ধৃত্ত অর্থ হ্যাক হয়ে যাচ্ছে!
শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে!
হলমার্কের সাড়ে চার হাজার কোটি টাকা কিছূই না!
সংবিধান পদদলিত করে মন্ত্রী সভায় বসে থাকছে! তাতে কি দেশের কিছূ হয়েছে???
সব চেতনার ভানুমতির খেল!!!! ডুগডুগি বাজছে। বানর নাচছে! আমজনতা দেকচে!!!!
ডুগডুগডুগডুগডুগডুগ... রররররর ডুগডুগডুগডুগ....রররররর
উফফফফ..................
এসবে আমাদের কি? চুরি করেছে তারেক! সব দোষ নন্দঘোষের! আমরাতো কত্ত উন্নত হয়েছি!
হিংসা করে তারা সব বানিয়ে বানিয়ে বলে!!!!
উন্মাদ্ও উন্মাদনা ছেড়ে দেবে তাদের যুক্তির বহরে!
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০
আরমান হাসান সুভ বলেছেন: হা হা বলার কিছু নাই ভাই বিদ্রোহী
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
আরমান হাসান সুভ বলেছেন:
আসলেই আমি লজ্জা, আমি ভিরু, আমি
পরাধীন, আমি অসহায়, আমি বিবেকহীন....
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
মিখু বলেছেন: আমিই বাংলাদেশ।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩
রাজসোহান বলেছেন: দূর্দান্ত +
১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
চন্দন চ্যাটার্জ্যী (মিঠুন) বলেছেন: অসাধারন লিখেছেন হে কবি।
সত্যিই-
আমিই বাংলাদেশ,
ডাক নাম আমার লজ্জ্বা!!
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪
ছন্নছাড়া রিহান বলেছেন: দরুন লেখেছেন ,পুরো বাংলার সমসাময়িক চিত্র দেখতে পেলাম.।