নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই সংগ্রামী মানুষের সারিতে

আরমান সাইফুল

I'm Interested To Know The New Things...

আরমান সাইফুল › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব মায়েরা এমন কেন ?

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

ভর দুপুর পার । পাশের বাসায় খুব ডাকাডাকি হচ্ছে। দরজা খুলতেই দেখি মানুষের উপস্থিতি ।
সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে ?

বাবা মা কাজে গেছে ১০ বছরের ছেলেকে ঘরে রেখে।

দুজনই ফিরে এসেছেন লাঞ্চ করার জন্য, অনেকক্ষণ হয়ে গেলো দরজা খুলছে না ছেলে । মোবাইল দিয়ে যান নি । ছেলের নাকি গেইমস খেলার অভ্যাস আছে।

অনেক ডাকাডাকি করেও দরজা খুলছে না !!

সবাই বিপদের কথা শুনাচ্ছেন ।

-কেউ এভাবে রেখে যায় ।

আমিও সুযোগ নিলাম, ভাব নিয়ে সাবধানবানী বলে দিলাম।

বাবা অস্থির, দরজায় বার বার সজোরে আঘাত করছেন।

এমন অবস্থায় সবচেয়ে অস্থির ত্থাকে মা

আমি মায়ের দিকে খেয়াল করলাম , তিনি সিঁড়িতে বসে মুখ লুকিয়ে হাসছেন।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ?

মা বললেন, আমি জানি আমার ছেলে ভিতরের দুই দরজা মেরেই ঘুমিয়েছে।

প্রায় ঘন্টা খানেক পরে বীর উঠে আসলেন, মায়ের অজানা সত্যকে প্রমাণ করে !!

অফ টফিকঃ ‪ পৃথিবীর‬ সব মায়েরা বুঝি একরকম আবেগ দিয়েই সন্তানকে ‪ভালোবাসেন‬, সন্তানের প্রয়োজন, অবস্থা ‪অনুভব‬ করেন।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

শাহমুন নাকীব ফারাবী বলেছেন: মায়ের তুলনা মা নিজেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.