![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভর দুপুর পার । পাশের বাসায় খুব ডাকাডাকি হচ্ছে। দরজা খুলতেই দেখি মানুষের উপস্থিতি ।
সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে ?
বাবা মা কাজে গেছে ১০ বছরের ছেলেকে ঘরে রেখে।
দুজনই ফিরে এসেছেন লাঞ্চ করার জন্য, অনেকক্ষণ হয়ে গেলো দরজা খুলছে না ছেলে । মোবাইল দিয়ে যান নি । ছেলের নাকি গেইমস খেলার অভ্যাস আছে।
অনেক ডাকাডাকি করেও দরজা খুলছে না !!
সবাই বিপদের কথা শুনাচ্ছেন ।
-কেউ এভাবে রেখে যায় ।
আমিও সুযোগ নিলাম, ভাব নিয়ে সাবধানবানী বলে দিলাম।
বাবা অস্থির, দরজায় বার বার সজোরে আঘাত করছেন।
এমন অবস্থায় সবচেয়ে অস্থির ত্থাকে মা
আমি মায়ের দিকে খেয়াল করলাম , তিনি সিঁড়িতে বসে মুখ লুকিয়ে হাসছেন।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ?
মা বললেন, আমি জানি আমার ছেলে ভিতরের দুই দরজা মেরেই ঘুমিয়েছে।
প্রায় ঘন্টা খানেক পরে বীর উঠে আসলেন, মায়ের অজানা সত্যকে প্রমাণ করে !!
অফ টফিকঃ পৃথিবীর সব মায়েরা বুঝি একরকম আবেগ দিয়েই সন্তানকে ভালোবাসেন, সন্তানের প্রয়োজন, অবস্থা অনুভব করেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৬
শাহমুন নাকীব ফারাবী বলেছেন: মায়ের তুলনা মা নিজেই!