![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল কবি জীবনানন্দ
আমার বাসায় এসেছিলেন
সাজনা
বিশ্বাস কর
জুলাই বিপ্লব ব্যাহত হতে পারে
মাসুম ছাত্ররা (!) তোহফাবাজি করতে পারে
...... কিন্তু
বনলতার সাথে আমার কোন কালেই
সম্পর্ক ছিল না
এই বদ্বীপে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায়
আর তা হলো “রাজা” কার
(অর্থাৎ রাজা কি জনগণের
নাকি দলের
নাকি চাটুকারদের
নাকি লুটপাটকারীদের
নাকি পতিতাদের ...)।
মাঝে মাঝে ৭১ আর ২৪ আসে
কিন্তু
“রাজা”...
সাজনা
অপরূপ চেহারা যেদিকেই ফেরাও
ঐ হৃদয়ে কিন্তু আছি আমি
মনোমন্দিরে হিন্দুস্থান রেখে কেন
জপো পাক সরজমীন দিবা যামি
মানুষকে উচিত হয়নি জ্ঞান দেয়া
উচিত হয়নি সভ্যতার উৎকর্ষতায় নেয়া
ইউরেনিয়ামের ঘ্রাণ পেয়ে
একদার নগ্ন পায়ের রাখাল
যৌনাঙ্গের নিষ্ক্রিয়তায়
আণবিক আর এআই\'র কাঙ্গাল
সাজনা
ভালো নেই আমার মন
আজ প্রেম হবে না
যদিও পাশাপাশি দুজন
পৃথিবীতে আরেকটা
মহাপ্লাবন দরকার
ভেসে যাবে মানুষ ধর্ম
আর অস্ত্রের অনল
আবার ফিরে পাবে প্রাণ
গাছপালা পশুপাখি আর জল
সাজনা
চলো মহাকাশে
বুনি \'বাসা
নব রূপে খুলি
খেরোখাতা
ফিরাউন
যতই নিজেকে বড় খোদা*
দাবি করে করো আশ
যুগে যুগে সর্বত্রই
ভেসে উঠবে তোমার লাশ
*কোরান ৭৯:২৪
সাজনা
চেয়েছি প্রেম
দিলে আকাশের পানি
চামড়া ভিজে
ইজ্জত নিয়ে টানাটানি
তোমার লাজুক ইশারায়
ও সাজনা
সিন্দের লোকেরা
হোলি আর উলুতে মেতে উঠে
আনার পাড়ে ব্রাহ্মণরা
আবার মুরাক্বাবায় বসে
সাজনা
কীভাবে পারো
চল্লিশকে বানাতে কুড়ি
বিশের ছুঁড়িকে বুড়ী
পারমাণবিককে জল
কুণ্ডলিনীকে টল
তোমার লাজুক কপোলের প্রভায়
ও সাজনা
মহাকাশের অসীম ঠিকানায়
স্বর্গ বানায় নাবালকিরা
হুরীর কল্পনায় লোলে
জায়নামাজ ভাসায় ইবাদতিরা
লুটেরার দল টাকা ফেরত দেবে?
তারা আগেও লুটেছে এখনো করে যাচ্ছে
লুট করে করে তারা ডলার, স্বর্ণ আর
অস্ত্রের মজুদ গড়ছে
পৃথিবীর এক পাশ ভারী হয়ে যাচ্ছে
অমানবিকতার চর্বিতে
আরেক পাশে দারিদ্র্য এবং...
তোমার লাজুক উড়নির দোলে, ও সাজনা
সৌদের বাদশা ডলারের মোহ ভুলে হায়
সত্য কথনের জেরে মক্কার ইমাম মরুবাসে যায়
©somewhere in net ltd.