নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৪

বিজ্ঞানের অন্যান্য শাখার মত বর্তমান অর্থনীতি আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে বিকশিত হয়নি বরং পুঁজির প্রয়োজনে সুচতুর কৌশলে রাজনৈতিক ভাবে এই ব্যবস্থা গড়ে উঠেছে। বাজার, চাহিদা ইত্যাদি বায়বীয় চরিত্র নির্ভর অর্থনীতিতে সেন্টিমেন্ট ভেরিয়েবল দিয়ে ইচ্ছে মত সংখ্যা তৈরির সুযোগ থাকায় এটা শাসকদের খুবই পছন্দের। যদিও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কোন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার আলোকে গড়ে ওঠেনি। স্মিথের স্বপ্নে পাওয়া তত্ত্ব দিয়ে কেইনস যে তাবিজ দিয়েছে তাই আমাদের ভাগ্য বিধাতা, পুঁজি ও শাসকের প্রণোদনায় একটা অপরীক্ষিত হাইপোথিসিসকে অলঙ্ঘনীয় বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেছে অর্থনীতির মোল্লারা।

গুন বিচারে আমাদের অর্থনীতি বিজ্ঞান থেকে অনেক দুরে কিন্তু ধর্মের খুব কাছাকাছি, দুটোরই সত্যতা যাচাই এর জন্য বুজুর্গ লাগে, পর্যবেক্ষক নিরপেক্ষ ভাবে এর সত্যতা যাচাই করা যায় না! নরকের ভয়ে ধর্মের মৌলিক সিস্টেম নিয়ে প্রশ্ন করি না আর অভাবের ভয়ে অর্থনৈতিক সিস্টেম নিয়ে প্রশ্ন তুলি না। তা না হলে দিনে দিনে মানব কল্যাণ মুখী অর্থনৈতিক ব্যবস্থার উন্মেষ হত, বর্তমান ব্যাংক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থায় অভাব বা দারিদ্র্য কোন দিনও যাবে না কারণ অভাবই এই ব্যবস্থার চালিকা শক্তি। আর জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখা এমনকি ধর্মও অর্থনীতি সহায়ক ভাবে বিকশিত। জিডিপি, দারিদ্র্য সীমা, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি স্বর্গীয় শব্দাবলীর কাব্য রচনা ছাড়া সত্যিকার অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক কোন ব্যবস্থাই নাই তাই ভরসা ঐ মোল্লারা, নিজের জীবন দিনকে দিন আরও কষ্টকর হলেও মোল্লাদের উন্নয়নের ওয়াজে ঈমান আনতে হবে, আমাদের উন্নতি হচ্ছে!

বাহ! ভাল তো!! ভাল না!?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ, ভালো তো!বীভৎসরকম ভালো!!!সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.