নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান › বিস্তারিত পোস্টঃ

প্রতারণার নতুন নাম ‘স্পুফিং-Spoofing’!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

বাঁচতে হলে জানতে হবে।।

>>“হ্যালো আমি xxxx ফোন কোম্পানী থেকে বলছি, আপনি আমাদের বিশেষ ক্যাম্পেইনে পাঁচ হাজার টাকার টক টাইম জিতেছেন সেটা একটিভেট করার জন্য এখুনি তিনশ’ টাকার একটি কার্ড নিয়ে এসে তার নাম্বার জানান।“

>>”হ্যালো আমি xxxx কোম্পানি থেকে বলছি, আমাদের নতুন প্রোডাক্ট লন্সিং উপলক্ষে লটারিতে র্যান্ডমলি বাছাইকৃত মোবাইল নাম্বার হতে আপনার এই নম্বরে একটা ব্র্যান্ড নিউ গাড়ী পেয়েছেন, গাড়ীর বদলে নগদ বিশ লাখ টাকা নিতে পারবেন তবে তার আগে কাগজ পত্র ঠিক করতে আজকের মধ্যে এই নম্বরে xxটাকা বিকাশ করে পাঠান।“

>>”হ্যালো আমি আপনার স্বামী/স্ত্রীর সহকর্মী বলছি, আপনার উনি এক্সিডেন্ট করে এখন হাসপাতালে, জরুরী অপারেশনের জন্য xxটাকা লাগবে, এখুনি xxxxনম্বরে বিকাশ না করলে ডাক্তার চিকিৎসা শুরু করবে না, রুগীর অবস্থা খুব সংকটাপন্ন।“

>>”হ্যালো, বল আলহামদুলিল্লাহ! তোর উপর খোদার রহমত নাজেল হয়েছে, তুই অগাধ টাকা পয়সা ও সোনা দানা পাবি তবে সে জন্য xxxমাজারে সিন্নি দিতে হবে।“

উপরের সংলাপ গুলি মোবাইল ফোনে প্রতারণার কৌশল হিসেব বহুল ব্যবহৃত যা ইতোমধ্যেই আমরা জেনে গেলেও প্রতারকরা নিত্য নতুন কৌশলের আশ্রয় নিয়ে তাদের সাফল্য অব্যাহত রেখেছে। উপরের কৌশলে প্রতারকরা কখনো মানুষের লোভ আবার কখনো নির্বুদ্ধিতাকে কাজে লাগিয়েছে। এক্ষেত্রে আমাদের সচেতনতাই এ ধরনের প্রতারণা থেকে কার্যকর রক্ষাকবচ, কিন্তু ঘটনা যদি এমন হয় যে,

১। মনে করুন আপনি মাঠ পর্যায়ের চাকুরীজীবী, আপনাকে ফোনে বলল,”হ্যালো আমি এমডি/চেয়ারম্যান বলছি, দশ মিনিটের মধ্যে তোমার কাছে লোক যাচ্ছে তাকে xx টাকা দিয়ে দাও (কিম্বা অন্য কোন ভাবে পাঠাতে)।“ এমডি’র সাথে নিয়মিত কথা না হলেও তাঁর নাম্বার আপনার মোবাইলে সেভ করা আছে এবং কলটি সেই নাম্বার থেকেই! আপনি বিষয়টি নিশ্চিত হয়েই আদেশ পালন করলেন এবং পরে জানলেন এমডি আপনাকে ফোনই করেনি, বিষয়টি সম্পূর্ণ প্রতারণা!

২। আপনার স্বামী/স্ত্রীর মোবাইল থেকে আসা কলে অন্য কেউ বলল, “আপনার স্বামী/স্ত্রী মারাত্মক দুর্ঘটনায় অজ্ঞান, চিকিৎসার জন্য/হাসপাতালে নেয়ার জন্য xxx টাকা পাঠান।“ আপনি কাল বিলম্ব না করে টাকা পাঠানোর পর আপনার স্বামী/স্ত্রী সুস্থ ভাবে বাসায় আসলে জানতে পারেন এ ধরনের কোন ঘটনাই ঘটেনি তবে ঐ একই সময়ে তাকে তার মোবাইল কোম্পানি থেকে ফোন করে সিস্টেম আপগ্রেডের জন্য কিছুক্ষণ মোবাইল বন্ধ রাখতে বলেছিল যাতে ব্যালেন্স ডিলিট না হয়ে যায়।

উপরোক্ত ঘটনা দুইটি আপাত দৃষ্টে অসম্ভব মনে হলেও এটাই এখন প্রতারণার নতুন কৌশল যার নাম ‘স্পুফিং-Spoofing’! এই কৌশলে সফটওয়ারের মাধ্যমে কলার নিজের নাম্বার হাইড করে তার স্থলে কলারের ইচ্ছে মত নাম্বার প্রদর্শন করে রিসিভারের মোবাইলে। এরকমই একটি সফটওয়ারের নাম ‘Caller ID Spoofer’ যা ইন্সটল করতে হয় কলারের মোবাইলে, তারপর এর মাধ্যমে কল করার সময় কলার নাম্বার হিসাবে প্রদর্শনের অপশনে যে নাম্বার দেয়া হবে রিসিভারের মোবাইলে কলারের প্রকৃত নাম্বারের বদলে ঐ ফেক নাম্বার প্রদর্শিত হবে কলার হিসেবে।

এধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অস্বাভাবিক যে কোন কলের ক্ষেত্রে ঐ নাম্বারে কল ব্যাক করাই নিশ্চিত হওয়ার সহজতম উপায় কারণ কল ব্যাক করলে তা প্রতারকের কাছে না গিয়ে প্রকৃত নাম্বারেই যাবে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

blackant বলেছেন: GOOD WRITING . CARRY ON.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.