নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ মেঘ দে পানি দে উন্মাদনা দে রে।।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

আল্লাহ মেঘ দে পানি দে উন্মাদনা দে রে আল্লাহ মেঘ দে।। আমাদের কোন মানবিক মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতি বা চেতনা কিছুই নাই যা আছে তা হল উন্মাদনা। আমরা কখনো ধর্ম উন্মাদ, কখনও প্রগতি উন্মাদ, কখনো রাজনীতি উন্মাদ আবার কখনো উন্নয়ন উন্মাদ কিন্তু সব সময়ই লালসা উন্মাদ! আমরা যা কিছুই করি না কেন তা কোন না কোন ভাবে উন্মাদনাক্রান্ত!!!' একটা অদ্ভুত বৈপরীত্য আমাদের ধর্মীয় চেতনা ও আচরণে। কেউ যখন ইসলামী লেবাস পরে বা ধর্মীয় রেফারেন্সে কথা বলে তখন সবাই সমস্বরে মৌলবাদী মৌলবাদী বলে চিৎকার করতে থাকে, মনে হয় গোটা দেশটিই ধর্ম বিরোধী নাস্তিকের দেশ। আবার যদি কেউ প্রকাশ্যে ইসলামের কোন সমালোচনা করে তখন চারিদিকে ছলকে ওঠে জেহাদী জোস, তখন মনে হয় এটা কট্টর ইসলামী কিন্তু আফগানীস্তানের মত গোঁড়া মোল্লাতান্ত্রিক একটা দেশ। তবে অজ্ঞাত কারণে আমরা আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশের ধর্মীয় উৎসবকে সর্বান্তকরনে সংস্কৃতির মেলবন্ধন হিসাবে তুলে ধরার বেঢপ প্রচেষ্টা চালাই, আর তাদের সংস্কৃতির মাঝে আমারা বিলিয়ে দিই আত্মবোধের স্বকীয়তা, আর দাদাদের পণ্য ছাড়া তো চলেই না!

আমরা ধার্মিক, অধার্মিক, নাস্তিক বা সেকুলার যাই হই না কেন তাতে কারো কোন সমস্যা নাই, কিন্তু আমাদের বিদ্যমান মহা সমস্যার একটাই কারণ আমাদের ' একই অঙ্গে এত রূপ' এর জন্য। এখন সরকার যদি ইসলামী আইনের ঘোষণা দেয় তাহলে গেল গেল বলে সবাই প্রগতিশীল হয়ে যাবে, আবার যদি রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান কোন ইসলামী প্রথা তুলে দিতে চায় তাহলে একযোগে সবাই নাঙা তরবারি নিয়ে মুরতাদ কতল না হয় শহীদ হওয়ার জন্য। কেবলমাত্র এই কারণেই ব্যাবসা বাণিজ্যে ক্ষতি সহ আন্তর্জাতিক ক্ষেত্রে বহু প্রতিকূলতা সত্ত্বেও সাপ্তাহিক ছুটি শুক্রবারকে কেউ বদলানোর সাহস করেনি যদিও সবাই একমত যে এটা বদলানো দরকার! কি অদ্ভুত বৈপরীত্য! !! আসলে আমাদের কোন মানবিক মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতি বা চেতনা কিছুই নাই যা আছে তা হল উন্মাদনা। শাহবাগ উন্মাদনা এখন ফ্লপ, তুঙ্গে আছে ফেসবুকে স্ট্যাটাস উন্মাদনা! তবে জাতী আজ টিকে আছে কিছু খুচরো উন্মাদনাকে কেন্দ্র করে, রাজনৈতিক উন্মাদনা কলেরা আক্রান্ত হওয়ার পুরো জাতি এখন হতাশায় আকাশ পানে চেয়ে আছে দৈব কোন উন্মাদনা বৃষ্টির আশায়! আল্লাহ মেঘ দে পানি দে উন্মাদনা দে রে আল্লাহ মেঘ দে।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.