নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান › বিস্তারিত পোস্টঃ

শর্ষের মধ্যে নয়, রুগী নিজেই ভূত এসএমই!

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

এসএমই খাতের প্রধান সমস্যা অনিয়মতান্ত্রিক ভাবে সৃষ্ট কম উৎপাদনশীল এসএমই খাত! ঝুঁকিপূর্ন বিনিয়োগের ধুয়া তুলে কিছু প্রতিষ্ঠান উচ্চ সূদে অর্থ লগ্নীর সুবিধা নিলেও তা বৃহত্তর অর্থে শোষনেরই নামান্তর! এই খাতের উন্নয়নের জন্য সবার আগে দরকার এই খাতের শৃংখলা! দেশে মাইক্রো এবং এসএমইর সংখ্যা প্রায় দশ মিলিয়ন হলেও তার বেশীর ভাগই অলাভ জনক বা লোকসানের ঝুঁকিতে। প্রয়োজনীয় দক্ষতা এবং কোন নির্দিষ্ট মানদন্ড ছাড়াই যে কোন কারবার শুরু করাই এদের বেশীর ভাগের ব্যার্থতার কারন। কেবল একটা ট্রেড লাইসেন্স হলেই যে কেউ যে কোন স্থানে মুদি দোকান খুলে ব্যবসা করতে পারে। হিসাবের খাতা না থাকলেও চলে, এমনকি কোমল পানীয়ের ফ্রীজে নিজের বাড়ীর কোরবানীর গোস্ত বা পাশের বাড়ীর ইনসুলিন রাখলেও কোন সমস্যা নেই। রাতারাতি এসএমই স্থাপন করা গেলেও এ খাতে ব্যাংক ঋন পাওয়া চাঁদ দেখার মতই, দেখতে কাছে মনে হলেও দিল্লি বহু দুর! উচ্চ সূদকে এসএমই খাতে ঋন প্রবাহের সবচেয়ে বড় প্রতিবন্ধক মনে করা হলেও এ খাতে ঋন বিতরনের সবচেয়ে বড় বাধা সঠিক আর্থিক তথ্যের অভাব। ব্যাংক একটি চরম হিসাব ভিত্তিক প্রতিষ্ঠান যাদের নৈতিক দায়িত্ব পূর্ব হিসাবের ভিত্তিতে ঝুঁকি মুক্ত ভাবে সুনির্দিষ্ট মুনাফার ভিত্তিতে গ্রাহকের অর্থ বিনিয়োগ করা। আর এই হিসাবের জন্য প্রয়োজনীয় সঠিক আর্থিক তথ্য না থাকায় ব্যাংকগুলো বাধ্য হয় কিছুটা হিসাব আর কিছুটা অনুমানের উপর বিনিয়োগ করতে। আর সত্যিকার অর্থে এন্ট্রপ্রেনরদের জন্য কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই এদেশে নাই। এন্ট্রপ্রেনরদের উন্নয়নের নামে মাঝে মাঝে যে তথ্য উপাত্ত বিলানো হয় তা আসলে এসএমই খাতের! প্রযুক্তি ও এন্ট্রপ্রেনরশীপ বর্তমান অর্থনীতির প্রধান দুটি ইঞ্জিন হলেও এন্ট্রপ্রেনরশীপ বিষয়ে এখনো আমাদের বোধদয়ই হয়নি আর প্রযুক্তি নিয়ে চলছে ডিজিটাল হুজুগ! সে জন্যই ২০১৫ সালের গ্লোবাল এন্ট্রপ্রেনরশীপ ইনডেক্স এ ডিজিটাল বাংলাদেশের অবস্থান ১৩২ টি দেশের মধ্যে ১২৫তম! যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নূন্যতম কিছু মানদন্ড থাকা উচিৎ ট্রেড লাইসেন্স প্রাপ্তির শর্ত হিসাবে। প্রথমত নির্দিষ্ট নিয়মে হিসাবায়ন এবং স্বাস্থসম্মত ভাবে সংশ্লিষ্ট কারবারের জন্য ইলেকট্রনিক রেজিষ্টারসহ নূন্যতম অবকাঠামো। গন হিস্টিরিয়ার মত বাঙ্গালীর অভ্যাস ট্যাক্স এর ঝামেলা এড়াতে ব্যবসায়িক হিসাব গোপন করার প্রবনতা। অথচ বাস্তবে সঠিক হিসাব রাখলেই ভবিষ্যতে ট্যাক্স এর ঝামেলা এড়ানো সহজ হয়! এসএমই খাতের মঙ্গলের জন্যই 'রিপোর্টি'প্রথাটিকে নিয়মে পরিনত করা দরকার। ট্রেড লাইসেন্স এর শর্ত হিসেবেই প্রত্যেক এসএমইকে নির্দিষ্ট ছকে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হলে আর বিনিয়োগের জন্য ব্যাংকের যে সমস্ত তথ্য দরকার তা ঐ ছকে সন্নিবেসিত থাকলে একই সাথে তা সরকারের নীতি ও ব্যাংকের বিনিয়োগ নির্ধারনী সিদ্ধান্তের জন্য সহায়ক হবে, ব্যাংকের জন্য আলাদা হিসাব তৈরী করতে হবে না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.