নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান › বিস্তারিত পোস্টঃ

সমাজ-রাষ্ট্র-অর্থনীতি

২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:১০

বিজ্ঞানের মূল স্বীকার্য হল যে কোন বৈজ্ঞানিক তত্ত্ব পর্যবেক্ষক নিরপেক্ষ ভাবে প্রকৃতির একটা নির্দিষ্ট ঘটনার সুনিশ্চিত ভবিষ্যতবানী করবে। কিন্ত কোন বিমূর্ত পরিবর্তনশীল ধারণার ভবিষ্যত বানীর সঠিকতা বৈজ্ঞানিক ভাবে যাচাইয়ের কোন মূর্ত পদ্ধতি নাই। ফলে সমাজ/রাষ্ট্র/অর্থনীতির মত বিজ্ঞান চর্চার ফলাফল ভোগ করে তবেই জানতে হয় এর লাভ ক্ষতি! বিজ্ঞান এর অন্যান্য শাখার মত যে কোন পর্যবেক্ষক এর সঠিকতা যাচাই করতে পারে না, এর জন্য দরকার হয় 'বিশেষজ্ঞ' পর্যবেক্ষকের। আর কেবল মাত্র এর লাভ ক্ষতি জানার জন্য এর দায় শোধ করতে হয় প্রজন্মের পর প্রজন্মকে! আসল সত্য এই তিন বিজ্ঞান কখনো জনকল্যাণে চর্চিত হয়নি, চর্চিত হয়েছে শাসকদের প্রয়োজনে ও অনুকম্পায় এবং তাদের পোষ্য জ্ঞানগর্ধভদের দ্বারা ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৪

সোনাগাজী বলেছেন:


সক্রেটিস, কার্ল মাক্স, বারট্রান্ড রাসেল, লেনিন ও মাও কাহাদর পোষ্য ছিলো?

২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

অরণ্য মিজান বলেছেন: এই লোকগুলিসহ আরো কিছু লোক কারো পোষ্য ছিল না বলেই আমরা আজ এতদূর আসতে পেরেছি যদিও আরো বহুদূর যাবার কথা ছিল।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

অরণ্য মিজান বলেছেন: এই লোকগুলিসহ আরো কিছু লোক কারো পোষ্য ছিল না বলেই আমরা আজ এতদূর আসতে পেরেছি যদিও আরো বহুদূর যাবার কথা ছিল।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

অরণ্য মিজান বলেছেন: এই লোকগুলিসহ আরো কিছু লোক কারো পোষ্য ছিল না বলেই আমরা আজ এতদূর আসতে পেরেছি যদিও আরো বহুদূর যাবার কথা ছিল।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.