নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দর্শন (Natural Philosophy) থেকে বিজ্ঞান চর্চা শুরু হয়ে না না ভাগে বিভক্ত হয়েছে। বিজ্ঞান আবার সেই দর্শনেই ফিরে আসতেছে, অচিরেই বিজ্ঞানের শাখা প্রশাখা একইভূত হয়ে একই নাম ধারণ করতে পারে!
তাত্ত্বিক পদার্থবিদ্যা এমনই ইঙ্গিত দেয়।
আমরা মহাবিশ্বের বাহিরে যতদূর যেতে পেরেছি সেই তুলনায় পরমাণুর ভেতরে খুব কমই ঢুকতে পেরেছি॥
অতি বৃহৎ এবং অতি ক্ষুদ্র প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সক্ষমতা এখনো আমরা অর্জন করতে পারিনি, এখনো তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অনেক ক্ষেত্রেই যদি-কিন্তূ-তবে নির্ভর। আমাদের বর্তমান বিজ্ঞানের জ্ঞান আগামীতে আমুল বদলে যেতে পারে, বিজ্ঞানের সব বই নতুন করে লিখতে হতে পারে। কারণ অতি বৃহৎ এবং অতি ক্ষুদ্র বিষয়ে আমাদের জ্ঞান এখনো শৈশবেই আছে।
তবে সবচেয়ে বড় দুঃখের কথা বর্তমান বিজ্ঞানের কোন শাখার বিকাশই বিকাশ মানব মঙ্গলের লক্ষ্যে নয়, পুঁজি/ক্ষমতা তন্ত্রের বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। দৈনন্দিন জীবনে আমরা বিজ্ঞানের যেটুকু সুবিধা পাই তা বাণিজ্যের কল্যানে ভোক্তা হিসেবে, মানুষ এখানে কেবলমাত্র সংখ্যা ছাড়া আর কিছুই নয়, বড় জোর গিনিপিগ বলা যেতে পারে! অথচ এই বিজ্ঞানের লালন পালনের সমস্ত খরচ বহন করতে হচ্ছে আমজনতাকে। আর আমাদের এস্টাব্লিশমেন্ট বিজ্ঞান বিকাশের এই মডেলকেই প্রোমোট করে নিজেদের স্বার্থেই।
তবুও আশাবাদী বিজ্ঞান একদিন সঠিক পথেই ধাবিত হবে তবে এর জন্য হয়তো আমাদেরকে আরো একটি বিশ্বযুদ্ধ দেখার জন্য অপেক্ষা করতে বা প্রস্তুত থাকতে হবে।।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: বিজ্ঞান নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ নাই।
আগ্রহ আছে শুধু রাজনীতি আর ধর্মে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৩
অরণ্য মিজান বলেছেন: রাজনীতি ও ধর্ম নিয়ে তর্ক-বিতর্কের আগ্রহ নেই কারো যা করে তা হল কাইজ্জা! তর্ক বিতর্ক অত্যন্ত গঠনমূলক একটি বিষয় যে কোন বিষয়ের উন্নয়নের জন্য তর্ক বিতর্ক অপরিহার্য। ভোটের আগে সবাই বলে যে যোগ্য তাকে ভোট দেবো কিন্তু ভোট দেয়ার সময় ঐ চোর বাটপারদেরকেই ভোট দেয়।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৩৬
কামাল১৮ বলেছেন: ছোট বেলা থেকে বিজ্ঞানে আগ্রহী করে তোলতে হয়।আমরা ছোট বেলাটাই নষ্ট করে ফেলি ধর্ম শিক্ষা দিয়ে।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৫
হাসান জামাল গোলাপ বলেছেন: "তবে সবচেয়ে বড় দুঃখের কথা বর্তমান বিজ্ঞানের কোন শাখার বিকাশই বিকাশ মানব মঙ্গলের লক্ষ্যে নয়"
বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক জ্ঞানের ক্রমাগত বিকাশ হচ্ছে তা মানব কল্যাণের জন্যই। বাণিজ্য তার মত সেখান থেকে জ্ঞান নেয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩
অরণ্য মিজান বলেছেন: বিশ্ববিদ্যালয় গুলিতে যে গবেষণা হয় সেই গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করে কর্পোরেট শক্তি এবং তহবিলের যোগান তারাই করে বেশিরভাগ ক্ষেত্রে। এর ব্যতিক্রম অবশ্যই আছে তবে আমি সাধারণভাবে যা হচ্ছে সে বিষয়ে মন্তব্য করছি।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৭
নাহল তরকারি বলেছেন: প্রকৃতিতে এমন এমন শাখা আছে যেটা নিয়ে বিজ্ঞান গবেষণা করার পরিকল্পনাই করছে না।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮
অনামিকাসুলতানা বলেছেন: বিজ্ঞান হল বিশেষ জ্ঞান ।
বিজ্ঞান ঠিকই তার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
মঙ্গল অমংগল চিন্তা বিজ্ঞানের না সেইটা মানুষের।
বিজ্ঞান ই আমাদের জীবন টাকে এত সহজ আর আনন্দদায়ক করেছে ।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৬
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আপনার কথাটা আসলেই সত্য। বিজ্ঞান আসলেই দর্শনের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু কি কেরবে বলুন। কোয়ান্টাম ফিজিক্স দিয়ে তো সমস্যার সমাধান হয় না। আমরা তো কনাবাদি বিজ্ঞান দিয়ে তেমন কোন জ্ঞান রাখি না। তাই বিভন্ন ধারনা দর্শন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
যারা বিজ্ঞান বাঁচিয়ে রেখেছে, উনারাই নতুন করে বিজ্ঞানের বই লিখবে সব উল্টে গেলে।