![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এইখানের যেই প্রশ্নগুলার উত্তর জানি সেইগুলা দেওয়ার চেষ্টা করছি।
প্রশ্নঃ GPA এর পুর্নাঙ্গ রুপ কি?
উত্তরঃ Grade Point Average ( CGPA এর পুর্নাঙ্গ রুপ Cumulative Grade Point Average)
প্রশ্নঃ SSC এর পুর্নাঙ্গ রুপ কি?
উত্তরঃ Secondary School Certificate
প্রশ্নঃ আমি GPA 5 পেয়েছি ইংরেজিতে কি হবে?
উত্তরঃ I got GPA 5
প্রশ্নঃ শহীদ মিনার কোথায়?
উত্তরঃ ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাস, ঢাকা
প্রশ্নঃ অপারেশন সার্চলাইট কি?
উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশিদের উপর যেই সশস্ত্র হামলা চালায় তা “অপারেশন সার্চলাইট” নামে পরিচিত।
প্রশ্নঃ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
উত্তরঃ ১৪ই ডিসেম্বর (বিজয় দিবসের ২ দিন আগে)
প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি
প্রশ্নঃ স্বাধীনতা দিবস কত তারিখে?
উত্তরঃ ২৬ শে মার্চ
প্রশ্নঃ বিজয় দিবস কবে?
উত্তরঃ ১৬ই ডিসেম্বর
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ কোথায়?
উত্তরঃ সাভারের নবীনগরে
প্রশ্নঃ রণ সঙ্গীত কে রচনা করেছে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম (চল চল চল! ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি তল......)
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
উত্তরঃ রবিন্দ্রনাথ ঠাকুর (আমার সোনার বাংলা……….)
প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট কোথায়?
উত্তরঃ নেপালে ও তিব্বতে
প্রশ্নঃ পিথাগোরাস কে?
উত্তরঃ গ্রিক দার্শনিক ও গণিতবিদ (পিথাগোরাসের ২৩ নাম্বার উপপাদ্যের টুট টুট টুট
:3
)
প্রশ্নঃ নিউটন কোন তত্ত্বর জন্য বিখ্যাত?
উত্তরঃ নিউটনের গতিসূত্র (প্রথম সূত্র: বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে।
দ্বিতীয় সূত্র: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।
তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷)
প্রশ্নঃ আইনিস্টাইনের তত্ত্ব?
উত্তরঃ Theory of relativity (E = mc 2)
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ আব্দুল হামিদ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ১১
প্রশ্নঃ নেপালের রাজধানী কোথায়?
উত্তরঃ কাঠমুন্ডু
প্রশ্নঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার কি?
উত্তরঃ ছোট করে ক্যামনে কমু বুঝতেসি না
:3
©somewhere in net ltd.