![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শীতে অনেক ট্রাভেলারই তাঁদের পছন্দের জায়গায় ঘুরতে ব্যকপ্যাক গুছিয়ে রেখেছেন। ক্যাম্পিং হবে, হাইকিং হবে আর খানা-পিনা হবে না সেটাতো হয়না।
ল্যাপটপে বসে বানানো কিছু সহজ খাবার (অল আবউট পটেটো)। এক নম্বরটা ছাড়া বাকি দুইটা আমার কল্পনা প্রসুত, রান্নার পরে খেতে কেমন লাগবে জানিনা। যাইহোক বের হওয়ার আগে ব্যাকপ্যাকে দুইটা আলু ঢুকিয়ে রাখতে ভুলবেন না। ।
সহজ রেসিপি-একঃআলু পোড়া
জলন্ত কাঠ কয়লায় আলু ১৫/২০ মিনিট পুড়িয়ে নিতে হবে। কয়লা থেকে আলু বেরকরে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে গরম গরম খেতে হবে। প্লেটের পাশে একটু লবন আর কাগজি লেবু থাকলে ভালো।
সহজ রেসিপি-দুইঃ পোড়া আলু ভর্তা
লাগবে:আলু ৪ টা, পাতা সহ পেয়াজ ১ টা, মরিচ ২ টা, ধনিয়া পাতা ডাঁটা ৪ টা ,লবন
রান্না শুরুঃ আগের নিয়মে আলু পুড়িয়ে মুছে খোসাসহ ভর্তা করে নিয়ে উপরের সব উপকরন দিয়ে ভালো করে মাখাতে হবে।
সহযোগী খাবারঃ রুটি/ খিচুড়ি ।
সহজ রেসিপি-তিনঃ সব্জি (রোষ্টেড)
লাগবে:আলু ৩ টা, রসুন ২০০ গ্রাম, কাঁচা টোম্যাটো ১ টা,পিয়াজ ১ টা,সরিষার তেল, কাঁচা মরিচ,হলুদ খুবই নগণ্য, লবন,লেবু,ফয়েল পেপার
রান্না শুরুঃ আলু, টোম্যাটো, পেঁয়াজ, মরিচ, রসুন সব লম্বা করে কেটে হলুদ,লবন আর তেল দিয়েমাখিয়ে ফয়েল পেপারে ভালো করে মুড়িয়ে নিয়ে জলন্ত কাঠ কয়লায় ঢুকিয়ে ১৫/২০ মিনিট পার করতে হবে। আগুন থেকে বেরকরে একটু লেবুর রস ছিটিয়ে দিতে হবে। ব্যাস !!
সহযোগী খাবারঃ রুটি/ খিচুড়ি ।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
শিবলী মিঁয়াও বলেছেন: আমারও তাই মনে হয় ভাইয়া !
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
জাহিদ অনিক বলেছেন:
পেটে জামিন দেয়া আরকি !
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
শিবলী মিঁয়াও বলেছেন: সেই
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: না না এটা আমার পছন্দ না।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
শিবলী মিঁয়াও বলেছেন: স্বাগত
৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
বেনামি মানুষ বলেছেন: ২০০ গ্রাম রসুন!
আপনার আইডিয়া ঠিক আছে নাকি আমার পড়ায় ভুল?
৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
শিবলী মিঁয়াও বলেছেন: আপানার পড়ার ভুল না মোটেও, আমার লিখার ভুলতো নয়ই। আইডিয়ার ভুলটা বিস্মিত হওয়ার পর্যায়েও হয়তো পরে না। ধন্যবাদ ভাই।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
নূর-ই-হাফসা বলেছেন: বাহ আলুময় রেসিপি । এক নম্বর টা বাদে । বাকি গুলো ভালো লেগেছে ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১
শিবলী মিঁয়াও বলেছেন: ভালো লেগেছে, ধন্নবাদ!
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
কালীদাস বলেছেন: বাংলাদেশি তথা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রায় সব খাবারের প্রেপারেশনই জটিল, অতিরিক্ত আড়ম্বরপূর্ণ রান্না, তেলমশলার অতিরিক্ত ব্যবহারও বেশি বেশি। অথচ দুনিয়ার অর্ধেকেরও বেশি লোক আলু বা কাছাকাছি সব্জির সাথে সামান্য মাছ মাংশ খেয়ে সুন্দর সব কিছু করে যাচ্ছে।
চমৎকার এফোর্ট বলব পোস্টটাকে অল্টারনেটিভ রান্না চিন্তার জন্য!
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
শিবলী মিঁয়াও বলেছেন: আপনার সঙ্গে একমত ভাইয়া। উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
শাহিন বিন রফিক বলেছেন: চমৎকার আইডিয়া।