নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছুই নেই তবুও যদি কারো নিতান্তই জানতে ইচ্ছে হয় তাহলে ঢু-মারুন facebook.com/aru.sokal-কিংবা[email protected]

অরুদ্ধ সকাল

কথা না রাখার স্বদেশে; আর কথার কন্টক বেঁধাতে চাইনা। তাই কথার রাজ্যে কথার ফেরি করে ফিরি রোজ। হা-পিতেশ করতে গিয়েও ঠেকে যাই। হয়তো জীবনটা এমনই কেউ হারে কেউ জেতে।ভালবাসার সংবৃতি নেই বলে আহত হই; তবুও পড়ে থাকি নুড়ি’র মতো যদি মুক্তো ভেবে কেউ হাতে তোলে; যদি ওঁচলা ভেবে কেউ ছুড়ে ফেলে তবুও তেমনি থাকি, যেমনি আছি এখনো। কারও সংবেদ্য না হতে পারি নৈবেদ্য হতে দোষ কি!!\nযোগাযোগ: facebook.com/aru.sokal

অরুদ্ধ সকাল › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক কবিতা দুই

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০





বিজ্ঞাপন

______________________________



ফিরে আসছি দু’মিনিটে

অত:পর শুরু তেল-সাবান-ক্রিমের বিজ্ঞাপন

রঙ ফর্সায় চোখ লাফায় আশপাশের

এক মাসে বদলে দেবে গায়ের রং

পর্দায় আসে থাই অথবা বাঙালী,

কখনো আফ্রিকান তরুনীদের রঙফর্সা করতে পর্দায় আসতে দেখিনি।

মোড়ক পাল্টে একই প্রসাধনী বিভিন্ন নামে

তৈলাক্ত করে দিচ্ছে ইনু-বিনুর চুল

চ্যালেঞ্জ নিয়ে নিত্য নতুন টেকনোলজীর ঝর।



_______________________________









রাজাকার

_______________________________

রাজাকার শুয়ে আছে

শীততাপ নিয়ন্ত্রিত ঘরে।

মুক্তিযোদ্ধার হাত প্রসারিত-

ভিক্ষা বৃত্তিতে...

এখনও চিৎকার করে সুশীল সমাজ লুল ফেলে গেয়ে উঠে-

“এমন দেশটি কোথাও খুজে পাবো নাকো আমি”



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: অরুদ্ধ সকাল ,



"কথা না রাখার স্বদেশে; আর কথার কন্টক বেঁধাতে চাইনা" বললেও সমসাময়িক কালকে কন্টক কিন্তু বিঁধিয়েছেন খানিকটা ।

আর ....নতুন টেকনোলজীর ঝর। এই লাইনটিতে মনেহয় আর একবার চোখ বোলাতে হবে আপনাকে ।

শুভেচ্ছান্তে ।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

অরুদ্ধ সকাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা জী এস

খানিকটা কন্টক বিধিয়াই গেলো

লাইনটি নিয়া ভাবিতেছি

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: দুটোই ভাল লিখেছেন
তবে শেষেরটি বেশ লেগেছে
শুভেচ্ছা রেখে গেলাম কবি

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

অরুদ্ধ সকাল বলেছেন:
শুভেচ্ছা তুলিয়া রাখিলেম কবি।
ভালো থাকিবেন

৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেখানে রাজাকারের কথা আছে, সেখানে কি বিজ্ঞাপনের ভাত আছে? তাই বিজ্ঞাপন বাদ, রাজাকার নিয়ে কিছু বলি।
ছোট্ট কবিতায় যে চিত্র এঁকেছেন, সেটা বাস্তব সম্মতই হয়েছে। যারা দেশ এনে দিল আর যারা দেশ আনতে বাঁধা দিয়েছিল, তাদের মধ্যে আজ কত তফাৎ। মুক্তিযোদ্ধারা যদি আগে এটা বুঝতো, তবে মনে হয় তারাও দেশ আনতে বাঁধা দিত। খুবই মর্মান্তিক চিত্র। তবুও অনেকের এখনো হুঁশ হল না। আফসোস!

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

অরুদ্ধ সকাল বলেছেন: আর কখনও হুশ হইবে বলিয়া মনে হয় না।
যাহাই হউক দেশের কথা ভাবিয়া সব ভন্ডুল হইয়া গেলো।


কেমন রহিয়াছেন ভ্রাতা

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: সময়কে ঠিকঠাক ধরেছেন বটে। শুভকামনা।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক ানেক ধন্যবাদ গল্পকার হাসান ভ্রাতা

৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: চ্যালেঞ্জ নিয়ে নিত্য নতুন টেকনোলজীর ঝর।

উপরের লাইনটাতে 'ঝর' বানানটা ভুল আছে। এটা 'ঝড়' হবে। প্রথম মন্তব্যকারী আহমেদ জী এস মনে সেটাকেই ইংগিত করেছেন। :)

যেভাবেই আছি, তাকে ভালোই বলি সব সময়। আপনার কী খবর? মাঝে মাঝে উঁকি দিয়ে হাওয়া হয়ে যান। ব্যস্ত নাকি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

অরুদ্ধ সকাল বলেছেন:
আবার অনেকদিন পর চলে এলাম। কেমন আছেন?।
যদি কখনো বই প্রকাশ করি তখন সব বানান ঠিক করে নেব।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা রইলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

অরুদ্ধ সকাল বলেছেন:
ধন্যবাদ অভি কবি

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

সায়েম মুন বলেছেন: দ্বিতীয়টা ঝাঁঝালো!

কেমন আছেন কবি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক ভালো আছি।
আপনাকে ইদানিং দেখা যায় না।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

সুমন কর বলেছেন: ২য়টি দারুণ। তবে দু'টোই ভাল লাগল।

২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৮

অরুদ্ধ সকাল বলেছেন: অনেক ধন্যবাদ কবি

৯| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
শেষেরটা দুর্দান্ত !

২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৯

অরুদ্ধ সকাল বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.