![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন করেই যায় যদি দিন, যাক না..............
এইবছর অনেক শিক্ষার্থীই SSC পরীক্ষায় অত্যন্ত ভাল ফলাফল করেছে এবং তাদের অনেকেরই ইচ্ছা নটরডেম কলেজে ভর্তি হওয়া। আমিও এবার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে Science এ SSC পরীক্ষা দিয়েছি এবং গোল্ডেন A+ পেয়েছি ....................
এখন, আমার এবং আমার অনেক বন্ধুদের(অনেকেই গোল্ডেন মিস করেছে ) ইচ্ছা নটরডেম কলেজে ভর্তি হওয়া।
নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য কি শুধু 9/10 এর বই পড়বো? নাকি HSC এবং সাধারন জ্ঞান এর বই ও পড়তে হবে?
আর যারা গোল্ডেন মিস করেছে, তারা কি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবে না???????????????????
প্লীজ, উত্তর দিয়ে সাহায্য করেন..............................
১০ ই মে, ২০১২ বিকাল ৪:৩৪
অরুণোদয় বলেছেন: marks টা খাতা দেখেই দেয়, কিন্তু খাতাতে বাংলা লেখা আর ব্লগ এ বাংলা লেখার মধ্যে যে পার্থক্য আছে, সেটা আপনার বোঝা উচিত ছিল। আর বাংলা লেখার এমন কোন উন্নতমানের software নেই যা দিয়ে অত্যন্ত শুদ্ধ ভাবে বাংলা লেখা যায়, তাও আবার প্রথম বারে এবং খুব তাড়াতাড়ি.................
২| ০৯ ই মে, ২০১২ ভোর ৫:১২
সাইফুল আলী বলেছেন: কই এইছেলেটা গোল্ডেন A+ পেয়েছে আর মানুষেরা তাকে অভিনন্দন জানাবে!!!!!
কিন্তু পাবলিকে ছেলেটারে অভিনন্দন না জানাইয়া উল্টা ভুল ধরা শুরু করছে।বাংলাদেশের মানুষেরা আসলে কোনদিনই change হইল না। আরে ভাই এইটা ইন্টারনেট।ভাল বাংলা লেখার সফটওয়্যার নাই ।
৩| ০৯ ই মে, ২০১২ ভোর ৫:৩১
চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাইয়া আরও ১৩বছর আগে পরীক্ষা দিয়েছিলাম। এখনও যদি একই নিয়ম থেকে থাকে, তাহলে অঙ্কের প্রতি জোর দাও। বিশেষ করে একটা অঙ্ক দেখেই নিখুঁত ভাবে মনে মনে কষে উত্তর বের করে ফেলা বা যতটুকু সম্ভব শর্ট কাটে করা যায়। যদি ২০টার মাঝে ১৮-১৯টা সঠিক করা যায়, তাহলে সম্ভাবনা অনেক বেড়ে যায়। শুভকামনা রইল
১০ ই মে, ২০১২ বিকাল ৪:৩৬
অরুণোদয় বলেছেন: ধন্যবাদ ভাইয়া...............
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১২ ভোর ৪:৫৫
জীবন্মৃত০১ বলেছেন: যে বাংলায় পড়তে অত্যন্ত সাধারণ বানান ভুল করে সে কিভাবে গোল্ডেন এ প্লাস পায়...মাথায় ধরে না!!!
এই কয়েকটা লাইনে তিনটি ভুল!!! বাংলার টিচাররা কি খাতা না দেখেই মার্কস দিয়ে দেয়?