নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

উন্মাদের নীতিবাক্য ওকবিতা। জীব্রান থেকে ভাষান্তর।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩



The Eye

চোখ



-------------------------------------------

চোখ বলল, আমি দেখতে পাচ্ছি এই উপত্যকা ছাড়িয়ে একটি পাহাড়

নীল কুয়াশাবৃত হয়ে আছে, কি শোভাময় ওটি তাই নয়?

কান শুনল, খানিকটা মনোযোগ দিয়ে শোনার পর বলল,

আরে !পাহাড় কোথায়? আমি তো কিছুই শুনতে পাচ্ছিনা!

এবারে হাত কথা বলতে শুরু করল,

আমি মিছেমিছি ওটাকে ছোঁবার ও

অনুভব করার চেষ্টা করছি,আমিতো কোন পাহাড় খুঁজে পাচ্ছিনা।

নাক বলতে শুরু করল, যাহ! এখানে কোন পাহাড় নেই,

আমি কোন গন্ধই পাচ্ছিনা!

অত:পর চোখ অন্যদিকে ঘুরে গেল,

এবং সকলে চোখের বিভ্রম নিয়ে কথা বলতে লাগল।

তারা বলতে লাগল," চোখের বোধহয় কিছু একটা হয়ে থাকবে! "





Scarecrow

কাকতাড়ুয়া

************

কোন একদিন আমি কাকতাড়ুয়াকে বললাম, এই শূন্য মাঠে দাড়িয়ে থেকে থেকে তুমি নিশ্চয়ই ক্লান্ত?

এবং সে বলল, খোঁজার আনন্দ অনেক গভীর ও দীর্ঘ স্থায়ী হয়, আমি কখনো এতে ক্লান্ত হইনা।

মিনিট খানেক চিন্তা করার পর বললাম, তা ঠিক, ওই আনন্দের সাথে আমিও পরিচিত।

সে বলল, এটা কেবলমাত্র তারাই জানে যারা খড়কুটোয় পূর্ণ থাকে।

সে আমার প্রসংসা করছিল নাকি হেয় করছিল এটা না জেনেই তাকে ছেড়ে আসলাম।

এরপর একটি বছর চলে গেল, যে সময়ে কাকতাড়ুয়াটি দার্শনিক বনে গেল।

এবং পরে যখন তার পাশ থেকে যাচ্ছিলাম দেখলাম, তার টুপির নিচে দুটো কাক বাসা বাঁধছে।







খলিল জিব্রান এর

The Madman his parables and poems

থেকে ভাষান্তরিত।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.